আগ্রা: আগ্রার কাশ্মীর বাজার যৌনপল্লি থেকে ২১ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ৷গ্রেফতার করা হল যৌন ব্যবসায় যুক্ত তিন দালালকে৷
নবি মুম্বই থানার এক পুলিশ আধিকারিক জানান, এটা তাঁদের একটা বড় সাফল্য৷ কারণ, কাশ্মীর বাজার যৌনপল্লির এতটাই দুর্নাম যে লোকে বলে কেউ সেখান থেকে হেঁটে গেলে আর ফেরে না৷ ঘিঞ্জি কোঠা বাড়িতে চলে দেহ ব্যবসা৷ দু’টিবাড়ির মধ্যে ফাঁক দিয়ে একজন মানুষ কোনওভাবে গলতে পারে৷ আর সেখানে রীতিমত অস্ত্র হাতে মেয়েদের দুস্কৃতিরা পাহারা দেয় বলে দাবি পুলিশের। এরকম বিপজ্জনক জায়গায় ‘অপারেশন’ চালানো তাঁদের কাছে বিরাট চ্যালেঞ্জ ছিল বলে দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক৷
রীতিমত আটঘাঁট বেঁধে কোঠা থেকে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে ছদ্মবেশে পায়ে হেঁটে গিয়ে অপারেশন চালান তাঁরা৷ এই কাজে তাঁদের বিশেষ সাহায্য করেন আগ্রার ওই এলাকার থানার ইন্সপেক্টর জেনারেল আরকে মিশ্রা৷
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, উদ্ধার হওয়া মেয়েদের কয়েকজন মুম্বইয়ের৷ বাকিরা উত্তরপ্রদেশের৷ অপহরণ করে আবার কখনও মিথ্যে কথা বলে চাকরির টোপ ফেলে তাদের ধরে আনা হয়েছিল৷ ২-৩ লাখ টাকায় তাদের প্রত্যেককে বিক্রি করে দেওয়া হয়েছিল যৌনপল্লিতে৷ কারও খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে কাউকে আবার মিথ্যে কথা বলে অপহরণ করা হয়েছিল৷
The post কাশ্মীর বাজারের কুখ্যাত যৌনপল্লি থেকে উদ্ধার ২১ নাবালিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল