লখনউ: মাদ্রাসায় পড়তে গিয়ে ম্যানেজারের লালসার শিকার একাধিক নাবালিকা৷ কিন্তু মুখ বুজে সহ্য করার বদলে সোজা থানায় গিয়ে ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ জানান কিছু পড়ুয়া৷ যার ভিত্তিতে সেই ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷
একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসার ম্যানেজারকে গ্রেফতার করল লখনউ পুলিশ৷ শুক্রবার শাহদতগঞ্জ এলাকার এক মাদ্রাসা থেকে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেফতার করা হয়৷ ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছে পুলিশ৷
জানা গিয়েছে, লখনউয়ের ওই মাদ্রাসায় প্রায় ১৫১ জন নাবালিকা পড়তে আসে৷ লখনউয়ের পুলিশ সুপার দীপক কুমার বলেন, ওই মাদ্রাসার বেশ কিছু পড়ুয়া ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে৷ যার ভিত্তিতে শুক্রবার ওই মাদ্রাসায় তল্লাশি চালায় পুলিশ৷ গ্রেফতার করা হয় ম্যানেজারকে৷ সেই সময় মাদ্রাসায় ৫১ জন নাবালিকা মেয়ে ছিল৷ তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে৷
এরপর উদ্ধার হওয়া নাবালিকাদের বক্তব্য নথিভুক্ত করে পুলিশ৷ গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে৷ দীপক কুমার জানান, ‘‘অভিযোগ পাওয়ার পরই আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখি৷ পুলিশের এক টিম তৈরি করা হয়৷ তারাই মাদ্রাসায় তল্লাশি চালায়৷ তল্লাশির সময় ৫১ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ তাদের সেখানে বন্দি করেই রাখা হয়েছিল৷ অভিযুক্ত তাদের মারধর করত এবং যৌন নিগ্রহ করত৷’’
The post নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার মাদ্রাসার ম্যানেজার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল