কলকাতা: বচসার জেরে বাড়িওয়ালাকে কোপানোর অভিযোগ উঠল ভাড়াটের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ থানা এলাকায়৷ বুধবার সকালে ২০/১ দেওদর স্ট্রিটের বাড়িতে ঘটনাটি ঘটে৷
আরও পড়ুন- ঝাড়গ্রামে পিকনিকে গিয়ে রহস্য মৃত্যু টালিগঞ্জের বাসিন্দার
বাড়িওয়ালার নাম ভোলা সাউ৷ তাঁর স্ত্রী শীলা দেবী৷ তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ভাড়াটে সতীশ সাউয়ের বিরুদ্ধে৷ ভাড়াটে সতীশ সাউয়ের বিরুদ্ধ৷ বাড়িওয়ালার ভাইপো সতীশের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়াটের মদ খাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে সমস্যা চলছিল৷ বুধবার ঝামেলা চরমে ওঠে৷ তখনই ভোলার উপর ধারালো অস্ত্রের কোপ বসায়৷
আরও পড়ুন- মাদক পাচার রোধে বড় সাফল্য পেল সিআইডি
ভোলাকে প্রথমে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ও পরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ অভিযুক্ত সতীশ সাউ পলাতক৷ DCSED কল্যাণ মুখার্জি জানিয়েছেন, অভিযুক্তের খোঁজ এখনও পাওয়া যায়নি৷ তার খোঁজে তল্লাশি চলছে৷
The post ভাড়াটের বিরুদ্ধে বাড়িওয়ালাকে কোপানোর অভিযোগ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল