এডিনবরা: ফের মানুষের বিকৃত চাহিদার শিকার হল এক নিরীহ কুকুর৷ আর এমন ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে৷ শুধু যৌন সম্পর্ক স্থাপনই নয়, সেই সময়টুকু ভিডিও রেকর্ডিংও করে অভিযুক্ত মহিলা৷ ঘটনা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে লিভিংটনে৷ এখানেই বাড়ি ওই মহিলার৷ তবে অন্য একটি ঘটনার তল্লাশিতে পুলিশ মহিলার বাড়িতে হাজির হলে উক্ত ঘটনাও প্রকাশ্যে চলে আসে৷
সূত্রের খবর, সাইবার সেল পুলিশের কাছে খবর পাঠায়, এক মহিলার আইপি অ্যাড্রেস থেকে বাচ্চাদের ওপর যৌন নির্যাতনের ছবি খোঁজার চেষ্টা করার তথ্য পাওয়া গিয়েছে৷ এরপরেই পুলিশ অনুসন্ধান কার্যের জন্য ওই মহিলার বাড়িতে হাজির হয়৷ ঘরে তল্লাশি চালাতেই রীতিমতো অবাক হয়ে যায় পুলিশ৷ মহিলার ফোন থেকে শিশুদের যৌবন উথপীড়নের বহু ছবির পাশাপাশি একটি ভিডিও পাওয়া যায়৷ যেখানে বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে মহিলা যৌন সম্পর্ক স্থাপনের ক্যামেব়াবন্দি করেছে৷
সংবাদ সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত মহিলার নাম সুজি কেয়র্ন্স৷ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে ইতিমধ্যেই৷ তবে সাজদা ঘোষণা আগামী মাসে হবে বলে জানা গিয়েছে৷ সুজির আইনজীবী জানিয়েছেন, শাস্তি ঘোষণার আগে সুজির ব্যাকগ্রাউন্ড রিপোর্ট চাওয়া হয়েছে৷ কোন পরিস্থিতিতে সে এই ধরনের কাজ করেছে তা বিচার করেই সাজা দেওয়া হবে৷
The post ছিঃ! মহিলার বিকৃত যৌন চাহিদা থেকে রক্ষা পেল না পোষ্যও appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল