Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

অবৈধ সম্পর্কে স্ত্রী! জানতে পেরে স্বামী কি করল জানেন?

$
0
0

চেন্নাই: অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসায় স্ত্রীকে খুন করল স্বামী৷ চেন্নাইয়ের ভেঙ্গাল কুপ্পুমের ঘটনা৷  স্ত্রী নাদিয়া তার দুই শিশুকন্যার সঙ্গে ঘুমিয়ে ছিলেন৷ তখনই স্বামী কালিমুথু নাদিয়ার মাথায় শিলনোড়ার বারি মারে ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাদিয়া৷

এই ঘটনার পরই ওই ব্যাক্তি  নিজেই স্থানীয় থানায় আত্মসমর্পন করে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাদিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়৷ মৃতদেহকে ময়না তদন্তের জন্য থিরুভাল্লুর সরকারি হাসপাতালে পাঠানো হয়৷

কয়েকমাস আগে কালিমুথু একটি বিবাহবর্হিভুত সম্পর্কে জড়িয়ে পরে৷ ঘটনাটি তার স্ত্রী জেনে গেলে তাদের মধ্যে পারিবারিক অশান্তিও হয়৷ অশান্তির জেরেই স্ত্রীকে খুন করেছে বলে জানিয়েছে ওই ব্যাক্তি৷ অভিযুক্ত ব্যাক্তিকে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে৷

The post অবৈধ সম্পর্কে স্ত্রী! জানতে পেরে স্বামী কি করল জানেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055