Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

নাবালক ছাত্রের সঙ্গে শিক্ষিকার কুকীর্তি ফাঁস!

$
0
0

লন্ডন: নাবালক ছাত্রকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করল এক শিক্ষিকা৷ লন্ডনের ডেম্বরি হাইস্কুলের ঘটনা৷ জানা গিয়েছে, হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কাইলা মুনি প্রথমে নাবালক ছাত্রকে মদ খাওয়ায় এরপর তাক সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়৷

যদিও এরপরেই সে পুলিশের কাছে আত্মসমর্পন করে৷ মহিলা শিক্ষিকার সঙ্গে ছাত্রের সম্পর্কের কথা স্কুল কর্তৃপক্ষ জানতে পারলে তারাই পুলিশে খবর দেন৷ গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনা ঘটে৷

ডেলি মেলের খবর অনুযায়ী, মুনির বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে স্কুলের পরে ছাত্রদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হত৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মুনিকে এক সপ্তাহের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়৷ মামলা আদালতে পৌঁছালে শিক্ষিকাকে গ্রেফতার করার পরোয়ানা জারি করা হয়৷ তার বিরুদ্ধে ১৪ বছরের এক নাবালক ছাত্রকে মদ খাইয়ে ধর্ষেণের অভিযোগ ওঠে৷ তাকে আগামী ১৪ এপ্রিল আদালতে পেশ করা হবে৷

অভিযুক্ত শিক্ষিকা ডেম্বরি শহরেই তার পরিবারের সঙ্গে থাকতেন৷ তিনি স্কুলে ফিজিক্স ও কেমিস্ট্রি পড়াতেন৷ ফেব্রুয়ারি মাসের পর তিনি ওই শহরের তৃতীয় এমন শিক্ষিকা যাকে যৌন উৎপীরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়৷

The post নাবালক ছাত্রের সঙ্গে শিক্ষিকার কুকীর্তি ফাঁস! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles