রায়পুর: বেসরকারি একটি লজে মধুচক্রের ঠেকে হানা দিয়ে সাত মহিলা ও ১৩ পুরুষকে আটক করল ছত্তিশগড় পুলিশ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের মহাসমুন্ডের তোগভে৷ ওই বেসরকারি লজে দীর্ঘদিন ধরে এই মধুচক্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল৷
পুলিশ জানান, ওই বেসরকারি লজ থেকে পুরুষ ও মহিলা সহ মোট ২০জনকে আটক করা হয়েছে৷ আটকদের পরিচয় ও কোথা থেকে তারা এসেছিল তা যাচাই করে দেখা হচ্ছে৷
আর আগে একাধিকবার সংবাদ শীর্ষে এসেছে ছত্তিশগড়ের নাম৷ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছত্তিশগড়ের নগরজীবনে লাগাতার চলছে লড়াই৷ কখন শরীর বিক্রি করে, অথবা কখনও নাবালিকাকে হোটলে পাঠিয়ে অর্থ উপার্জনের কাজ চলছে৷ জোর করে নাবালিকাদের আটকে রেখে প্রতি রাতে হোটেলে বসত মধুচক্রের আসর বসানোর অভিযোগ রয়েছে৷
The post মধুচক্রের আসর থেকে ২০ জনকে শ্রীঘরে পাঠাল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল