নাগপুর: নামী হোটেলে সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল ক্রাইম ব্রাঞ্চের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ৷ জানা গিয়েছে, গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা ওয়ার্ধা রোডের সোনাগাঁও এলাকার হোটেলে তল্লাশি চালায়৷
ঘটনাস্থল থেকে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে৷ এছাড়াও চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে বলেও জানা গিয়েছে৷ ধৃতদের নাম নেহা শ্রীনিবাস, শুভম বেদেকর, সন্দেশ মুন ও প্রভুদাস কাম্বলে৷
পুলিশ সূত্রে খবর, প্রভুদাস কাম্বলে ওয়ার্ধা রোডের ম্যাজেস্টিক মানোর হোটেলে ম্যানেজার ছিল৷ সে সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল৷ সেই হোটেলে ঘরের ব্যবস্থা করে দিত এবং টাকা নিত৷ অন্যদিকে নেহা, শুভম ও সন্দেশ সেক্স র্যাকেটের গ্রাহকদেরকে যুবতীর সাপ্লাই দিত৷ গৃহবধু থেকে যে কোনও বয়সি মহিলাদের জগান থাকত ধৃতের কাছে। ওই হোটেলের এক পর্যটকের মারফৎ খবর পায় পুলিশ৷ তার পরেই হোটেলে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷
The post গৃহবধু থেকে ছাত্রী! চাহিদা মতো হোটেলে পৌঁছে যেত কলগার্লরা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল