জলন্ধর: বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল দিনের পর দিন। স্ত্রী জানতে পারতেই চরম সিদ্ধান্ত। জলন্ধরের ঘটনা। স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী।
জলন্ধরের জোগিন্দর নগরে ঘটেছে এই ঘটনা। আজাদ সিং নামে ওই ব্যক্তি ঘুমে অচৈতন্য ছিলেন। ঠিক তখনই ছুরি হাতে স্বামীর যৌনাঙ্গে হানা দেন স্ত্রী। স্ত্রী-র সন্দেহ ছিল স্বামী কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সুখওয়ান্ত কউর নামে ওই মহিলা নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেন। শুধু যৌনাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি। সেটাকে শৌচাগারে ফেলেও দেন তিনি।
জলন্ধর পুলিশের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার সতিন্দর কুমার জানিয়েছেন, ‘প্রথমে মহিলা রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। ঘুমন্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন আজাদ সিং। তারপর তার যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে টয়লেটে ফেলে দেন মহিলা। ‘ জখম অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন তাঁর বাবা। এমনকি পুত্রবধূর নৃশংসতার খবরও তিনি দিয়েছেন পুলিশকে। পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা অনুযায়ী শাস্তি দিয়েছে।
The post জানেন কেন স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী? কারণ জানলে আঁতকে উঠবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল