কেপটাউন: দক্ষিণ আফ্রিকার ৩৩ বছরের এক পুরুষকে প্রথম অপহরণ করে, তারপর তাঁকে ধর্ষণ করল তিন মহিলা। ডেইলি মেলে প্রকাশিত এই খবরে দাবি করা হয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ব্যক্তিকে ধর্ষণ করা হয়। তাদের কালো এস ইউ ভি গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, এক মহিলা গাড়ি থেকে মাথা বের করে ওই ব্যক্তিকে পথ নির্দেশ চান! ওই ব্যক্তি যখন সাহায্য করছিলেন, সেই সময় বাকি দুই মহিলা তাঁকে গাড়িতে তুলে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তিন মহিলা।
ডেইলি মেলের দাবি, ওই ব্যক্তির বীর্য একটি কুলারের মধ্যে ভরে রাখে অভিযুক্তেরা। পরে তাঁকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ ধর্ষণের মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
The post জানেন কীসের লোভে এই ব্যক্তিকে ধর্ষণ তিন মহিলার? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.