নয়াদিল্লি: মদে আসক্ত স্বামী৷ এই কারণে সংসারে নিত্য অশান্তি৷ স্বামীর মদ্যপানে বিরক্ত স্ত্রী মদেই বিষ মিশিয়ে দিল৷ তাও আবার তান্ত্রিকের পরামর্শে৷ দিল্লি পুলিশ অভিযুক্ত স্ত্রী কে ভি রামা ও তান্ত্রিক শ্যাম সিং ওরফে ভরত সিংকে গ্রেফতার করেছে৷
পুলিশি জেরায় ওই মহিলা অপরাধের কথা স্বীকার করেছে৷ জানিয়েছে তান্ত্রিকের কথা মতো স্বামীর মদে বিষ মিশিয়ে তাকে খুন করতে চেয়েছিল৷ ওই তান্ত্রিকই তাকে বিষ জোগাড় করে দিয়েছিল৷
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না৷ স্বামী শ্রীনিবাস মূর্তি ফাইনান্স কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করত৷ অন্যদিকে স্ত্রী সরকারি কর্মচারি৷ জেরায় স্ত্রী জানিয়েছে, তার স্বামী খুব মদ খেত৷ মদ ছাড়া থাকতে পারত না৷ সেই কারণে অশান্তি লেগে থাকত৷ এছাড়া স্বামীর ১০-১২ লক্ষ টাকা দেনা করেছিল৷ সেটা নিয়েও ঝামেলা হত তাদের মধ্যে৷
২৬ ফেব্রুয়ারির দিন দিল্লি পুলিশ রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে একটি ফোন পায়৷ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল৷ অবস্থা আশঙ্কাজনক ছিল৷ চিকিৎসাতেও সাড়া মেলেনি৷ মারা যায় ওই ব্যক্তি৷
পুলিশ হাসপাতালের রেজিস্টার খাতা দেখে নাম, নম্বর ও ঠিকানা জোগাড় করে৷ কিন্তু তদন্ত সব কটি ভুয়ো বলে জানা যায়৷ এরপর হাসপাতালের বাইরে রাখা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়৷ সেই ফুটেজ থেকে যে গাড়িতে করে মূর্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার নম্বর পেয়ে যায় তদন্তকারী আধিকারিকরা৷ সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে অপরাধীর কাছে পৌঁছে যায় পুলিশ৷
The post তান্ত্রিকের পরামর্শে স্বামীর সঙ্গে স্ত্রী কি করলেন জানেন? ঘুম উবে যাবে কিন্তু appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.