চন্ডীগড়: হরিয়ানার এক স্কুলে ফের একবার ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷ ১৬ বছরের ছাত্রীকে ধর্ষণ করল স্কুলেরই প্রধান শিক্ষক৷ নির্যাতিতা ছাত্রীর পিতার বক্তব্য অনুযায়ী, প্রধান শিক্ষক পাশ করিয়ে দেওয়ার নাম করে তাকে ধর্ষণ করে৷ প্রধান শিক্ষক ছাড়া অন্য ২ মহিলার বিরুদ্ধেও মামলা দায়ের করে পুলিশ৷
পড়ুন: আপনার ব্যক্তিগত ভিডিও কল হয়ত আপলোড হয়ে যাচ্ছে ‘পর্ন’ সাইটে
সূত্রের খবর, সোনিপতের গোহানা এলাকার হাই স্কুলের বোর্ডের পরীক্ষার দিন স্কুলেরই এক রুমে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রধান শিক্ষক, আর সেসময় তার জায়গায় পরীক্ষা দেয় আরেক ডামি স্টুডেন্ট৷
পড়ুন: ঘন্টায় দুহাজার! বিলাসবহুল বাংলোয় সেক্স র্যাকেটের পর্দাফাঁস
নির্যাতিতার বাবা জানান, তাঁর মেয়েকে পরীক্ষায় পাশ করানোর জন্য ১০,০০০ টাকা চাওয়া হয়েছিল৷ এই টাকা দেওয়ার জন্য তিনি রাজিও হয়ে গিয়েছিলেন৷ গত ১৩ মার্চ এই ঘটনা ঘটে৷ ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত তিনজনই পলাতক৷
The post ডামি স্টুডেন্টকে পরীক্ষায় পাঠিয়ে ছাত্রীকে ধর্ষণ প্রধান শিক্ষকের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.