কার্ডিফ: প্রডাক্ট মডেলিং, র্যাম্প ওয়াক থেকে ন্যুড ফোটোশ্যুট৷ কোনও জিনিসই বাদ যায়নি ওয়েলসের বিখ্যাত সুপার মডেল সোফিয়া কাহিলের কেরিয়ার পোর্ট ফোলিওতে ৷ তিনি আবার প্রাক্তন মিস ওয়েলসও ৷ দুই শিশুর মা এই ব্রিটিশ সুন্দরী সদ্য বাগদান সেরেছেন পপ তারকা ডেন বাওয়ারের সঙ্গে ৷ কিন্তু হঠাৎই তাঁর জীবনে ছন্দপতন!
আর এই ছন্দপতন ঘটালেন সোফিয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড ইয়ান গফ৷ ওয়েলসের এই বিখ্যাত রাগবি তারকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন কাহিল৷ ওয়েলসের হয়ে ৬৪টা ম্যাচ খেলা গফের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ভ্যান থেকে নেমে হঠাৎই কাহিলের উপর ঝাঁপিয়ে পড়েন৷ এবং কাহিলকে দু’হাত দিয়ে টেনে ধরেন৷
গোটা ঘটনায় স্বভাবতই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন প্রাক্তন মিস ওয়েলস৷ নিউপোর্ট ড্র্যাগন তারকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে তাই বিশেষ দেরিও করেননি সোফিয়া৷
The post ‘আমার উপর ও ঝাঁপিয়ে পড়ে দু’হাত বেঁধে দেওয়ার চেষ্টা করে’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.