স্টাফ রিপোর্টার, কলকাতা: এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে চুরির ঘটনার একদিনের মধ্যেই কিনারা করল পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিধায়কের নিউ মার্কেটের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনা ঘটে৷ সেই ঘটনায় শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারী শরিফ থেকে বাসার আলি খান নামে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ চুরি যাওয়া ল্যাপটপ এবং ক্যামেরাটিও উদ্ধার হয়েছে৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিধায়কের বাড়িতে চুরির পর এলাকার একটি সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি ধরা পড়ে৷ তারপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত এলাকার ছিঁচকে চোর নয়৷ তারপর সূত্র মারফত তার সম্পর্কে তথ্য জোগাড় করে পুলিশ অভিযুক্তের নাম-পরিচয়ও জানতে পারে৷ জানা যায়, কলকাতায় অন্য একটি চুরির ঘটনায় সে জেলও খেটেছে৷ সময় ব্যয় না করে বাসারের বাড়িতে হানা দেয় পুলিশ৷ সেখানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়৷
গোয়েন্দা বিভাগের এক অফিসার জানিয়েছেন, সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছিল অভিযুক্ত চোর নীল রংয়ের একটি গেঞ্জি পরে বিধায়কের বাড়িতে ঢুকেছিল৷ বাসারের বাড়িতে যখন পুলিশ হানা দেয় তখনও সেই গেঞ্জি পরেই ছিল বাসার৷ ফলে অভিযুক্তকে চিনতে কোনও সমস্যা হয়নি গোয়েন্দাদের৷
The post বিধায়কের বাড়িতে চুরির একদিনের মধ্যেই কিনারা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.