Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে সোনামুখীর বন্ধ পার্ক

$
0
0

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: উলোট পুরাণ!
রাজ্য সরকার যখন রাজ্য জুড়ে পর্যটনের মানোন্নয়নে তৎপর তখন দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সোনামুখীর বেলডাঙ্গা প্রকৃতি কেন্দ্র। সমস্ত পরিকাঠামো থাকা সত্বেও এই পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

তাঁদের দাবি, পর্যটন কেন্দ্রটি চালু হলে এলাকার অর্থনৈতিক বিকাশ ঘটবে৷ দ্রুত পর্যটন কেন্দ্র চালু করার দাবি জানিয়েছেন তাঁরা৷
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বেলডাঙ্গা গ্রামে বন দফতরের উদ্যোগে এই পার্ক তৈরি হয়েছিল। সে সময় এখানে প্রতিদিনই মানুষের ভিড় হত৷ বাইরে থেকেও আসতেন পর্যটকেরা৷ ফলে এলাকার অর্থনীতি চাঙ্গা হচ্ছিল৷

অভিযোগ, ২০০৪ সালে আচমকায় এই পার্কটি বন্ধ করে দেওয়া হয়৷ ফলে এলাকার বাসিন্দাদের সুখের সেদিন আর নেই। বাসিন্দারা জানিয়েছেন, আগে প্রতিবছর শীতকালে প্রচুর পর্যটক আসতেন। বাড়তি রোজগারের মুখ দেখতেন এলাকাবাসী। কিন্তু কী কারণে এই পার্ক বন্ধ তা জানে না কেউই। বনদফতরের স্থানীয় কর্মীরাও এবিষয়ে মুখ খুলতে নারাজ। প্রকৃতি উদ্যানের নাম লেখা বোর্ডে এখন কেউ বা কারা লিখে দিয়েছে ‘বন্ধ’।

২০১১ সালে ‘পরিবর্তনে’র সরকার আসার পর পার্ক হয়ত খুলবে। এমনটাই ভেবেছিলেন এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দিনে দিনে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই প্রকৃতি উদ্যান। বোট সহ যা কিছু ছিল অনেকটা অংশই খোয়া গেছে। রক্ষণাবেক্ষণ সহ পার্কের উন্নতি সাধনের দাবিতে সরব এলাকাবাসী।

The post অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে সোনামুখীর বন্ধ পার্ক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles