স্টাফ রিপোর্টার, তমলুক: গৃহবধূর অস্বাভাবিক দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুরে। পুলিশ সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম মরজিনা বিবি(২৯)। ঘটনায় মৃত বধূর দুই জা’কে আটক করেছে পুলিশ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেক নুর আলমের সাঙ্গে বছর পাঁচেক আগে মরজিনার বিয়ে হয়েছিল। তাদের একটি ছেলেও আছে৷ কাজের সূত্রে স্বামী চেন্নাইতে থাকেন। বাড়িতে অন্যান্য সদস্যদের সঙ্গে মরজিনা ও তার ছেলে থাকত। স্বামী বাড়িতে না থাকায় ৩ মাস ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন মরজিনা।
শুক্রবার বিকেলে বাড়ি ফিরে আসেন। শুক্রবার রাতে দুই জা’র সঙ্গে মরজিনা ও তার ছেলে ঘুমিয়েছিল। মাঝ রাতে মরজিনার ছেলে কান্না শুরু করলে বাড়ির অন্যান্য সদ্যসরা ছুটে আসে। দেখে মরজিনা নেই। চিৎকারের ফলে প্রতিবেশীরাও ছুটে আসে। এসে খোঁজাখুঁজি শুরু করলে পাশের একটি বাড়িতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ও মৃতদেহ উদ্ধার করে৷ মৃতের শরীরে রক্তের দাগ ও মাথার চুল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। মরজিনার বাপের বাড়ির অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের মেয়েকে খুন করেছে অন্য দুই জা৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃত গৃহবধূর দুই জা গুল্মচন বিবি ও আরশিদা বিবিকে আটক করেছে৷ ধৃতদের জেরা করে পুলিশ খুনের কিনারা করতে চাইছে৷
The post গৃহবধূর মৃত্যুতে সন্দেহভাজন দুই জা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.