স্টাফ রিপোর্টার, উত্তরপাড়া: খোদ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ উঠল। ড্রাফট এবং নগদ মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কানাইপুর ব্রাঞ্চের ম্যানেজার অবিনাশ কুমারের বিরুদ্ধে। অভিযোগকারী উত্তরপাড়া কানাইপুর কলোনির বাসিন্দা সৌমেন দাস। বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রাহকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
সৌমেনবাবু উত্তরপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন। গত ২৪শে জানুয়ারি সৌমেনবাবু একটি জমি বিক্রি করেন। উত্তরপাড়া রেজিস্ট্রি অফিসে সন্ধ্যা সাতটা নাগাদ ব্যাংক ম্যানেজার অবিনাশ কুমার সৌমেনবাবুর কাছ থেকে জমির দাম বাবদ পাওয়া সাড়ে তিন লক্ষ টাকার ড্রাফট্ এবং নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা নিয়েছিলেন৷ কথা ছিল পরের দিন ব্যাংক খুললেই তিনি ড্রাফট ও নগদ টাকা জমা করে দেবেন। অভিযোগ দু’মাস কেটে গেলেও ব্যাংক ম্যানেজার সেই টাকা জমা করেননি৷ সৌমেনবাবুর অ্যাকাউন্টে তিনি মাত্র ১২৬৬ টাকা জমা করেছেন। বাকি টাকা উধাও।
সৌমেনবাবু খোঁজ নিয়ে জানতে পারেন গত ২৯শে জানুয়ারি সাড়ে তিন লক্ষ টাকার ড্রাফট ক্লিয়ার হয়ে গেছে। তাঁর অভিযোগ, ‘‘বারংবার ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসা করলে ম্যানেজার আজ না কাল বলে ঘোরাতে থাকেন। প্রতারিত হয়েছি বুঝতে পেরেই শ্রীরামপুর আদালতের দ্বারস্থ হই৷ আদালত উত্তরপাড়া থানায় এফআইআর করতে বলে।’’
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ শনিবার ব্যাংক বন্ধ থাকায় অভিযুক্ত ম্যানেজার অবিনাশ কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, গত দু তিন দিন ধরে ব্যাংক আসছেন না ম্যানেজার। তাঁকে ফোন করলেও কোনও উত্তর মেলেনি। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছরিয়েছে কানাইপুর এলাকার গ্রাহকদের মধ্যে।
The post ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.