সিডনি: প্রেমে প্রতারণার অভিযোগে প্রেমিকের পুরুষাঙ্গ পুড়িয়ে দিল ২২ বছরের এক যুবতী। তাও আবার ‘হেয়ার স্ট্রেটনার’ দিয়ে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে। অস্ট্রেলিয়ার মাউন্ট বার্কারের ব্রাউন জয় পার্কার প্রতারণার প্রতিশোধ নিতে গিয়ে এখন জেলে।
দ্য ইন্ডিপেন্ডেন্ট সূত্রে খবর, বিচারক পল ম্যাসকট বলেছেন, পার্কারের এই ‘কীর্তি’ ব্যতিক্রমী ঘটনা। তার পুরুষসঙ্গীটি এখন হাসপাতালে। শুধু পুরুষাঙ্গ পুড়ে যাওয়াই নয়, ক্ষতের চোটে তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক।
সূত্রের খবর, প্রেমিকের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে সংশয় ও ঈর্ষায় ভুগতেন পার্কার। তার সঙ্গে যুবকটির আলাপ ফেসবুকের সৌজন্যে। গত কয়েক মাস ধরেই তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন।
কিন্তু হঠাৎ পার্কার জানতে পারেন, তার প্রেমিক লুকিয়ে পরপর দুরাত প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাটিয়েছেন। এরপরেই আর রাগ চেপে রাখতে না পেরে হাতের কাছে যে হেয়ার স্ট্রেটনারটি ছিল, সেটি চেপে ধরেন পুরুষসঙ্গীর যৌনাঙ্গে। এই অপরাধে নয় মাসের সাজা হয়েছে পার্কারের।
The post হেয়ার স্ট্রেটনার দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ জানেন কেন পোড়ালেন এই যুবতী? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.