Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

খড়দহে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা, আত্মঘাতী স্বামী

$
0
0

স্টাফ রিপোর্টার, বারাকপুর: স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীর সঙ্গে বচসা৷ বচসার জেরে আত্মঘাতী স্বামী৷ বন্ধ ঘরে স্বামীর দেহ উদ্ধারের পর থেকে বেপাত্তা স্ত্রী৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে, বারাকপুর খড়দহ থানার পশ্চিমপাড়া এলাকায়৷

পুলিশ সূত্রের খবর, স্ত্রীকে ফেরাতে স্বামী যখন শ্বশুর বাড়িতে যায়, তখন চরম অপমান করে স্বামীকে বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেন স্ত্রী৷ স্ত্রীর অপমানের জেরে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফিরে গলায় দাড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী তপন দাস (৩৭)৷

মৃতের পরিবারের অন্যান্যরা তপন দাসের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খড়দা থানায় খবর দেয়৷ পরে পুলিশ পৌঁছে তপন দাসের মৃতদেহ উদ্ধার করে৷ শুক্রবার তপন দাসের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ৷ পেশায় নির্মাণকর্মী ছিলেন মৃত তপন দাস৷

মৃতের পরিবার সূত্রের খবর, ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে এক পুরুষ বন্ধুর সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকত অভিযুক্ত সঙ্গীতা দাস৷ এতে সঙ্গীতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিল৷ প্রথমেই ওই সম্পর্ক গড়েতে বারণ করেছিল তপন৷ কথা শোনেনি সঙ্গীতা৷

বৃহস্পতিবারও সন্ধ্যা থেকে নিজের অন্য পুরুষ বন্ধুর সঙ্গে গল্পে মেতে ছিল ওই গৃহবধূ৷ স্বামী তপন ফোন কেটে দিতে বললে, দুজনের মধ্যে অশান্তি চরমে উঠে৷ ফোনের কথোপকথন শুনে ফেলেন স্বামী৷ অভিযোগ, তারপরই স্বামী তপনকে দেখে নেওয়ার হুমকি দেয় স্ত্রী সঙ্গীতা৷ সঙ্গীতা হুমকি দেয় বেশি বাড়াবাড়ি করলে বধূ নির্যাতনের মামলা করে সে বিপদে ফেলে দেবে তপন ও তার পরিবারকে৷ এরপরই স্ত্রী সঙ্গীতা দাস তাঁর দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়৷ পিছু নেয় স্বামী তপন দাস৷ প্রথমে খড়দহ থানাতে যায় তপন৷ সেখানে স্ত্রীকে দেখতে না পেয়ে শ্বশুরবাড়ি সোদপুর সুখচরে আসে তপন৷

সেখানে স্ত্রী সঙ্গীতা তপনকে চূড়ান্ত অপমান করে৷ এরপরই বাড়িতে ফিরে আসে ও নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তপন৷ ১১ বছর আগে প্রেম করে তপন ও সঙ্গীতার বিয়ে হয়েছিল৷ তাদের দুটি সন্তান ও রয়েছে৷ তপনের বাড়ির পক্ষ থেকে খড়দহ থানায় তপনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে স্ত্রী সঙ্গীতার বিরুদ্ধে৷ মৃত তপন দাসের বাবা গোপাল দাস তার বউমার কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে৷

যদিও এই ঘটনায় খড়দহ থানার পুলিশ অভিযুক্ত সংগীতাকে এখনও গ্রেফতার করেনি৷ খড়দহ থানার পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত সত্যতা জানতে মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ শুক্রবার দুপুরে মৃত তপন দাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাকপুর মর্গে পাঠিয়েছে পুলিশ৷

The post খড়দহে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা, আত্মঘাতী স্বামী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles