Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

লোকাল ট্রেনে ভয়ানক কান্ড! যে কোনও দিন আপনার সঙ্গেও হতে পারে

$
0
0

মুম্বই: লোকাল ট্রেনে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা৷ এই নিয়ে একটি ভিডিও-ও প্রকাশ পেয়েছে৷ সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

ভিডিওয় দেখা গিয়েছে ট্রেনে সেই মহিলা ছাড়া আরও এক ব্যক্তি ছিলেন৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ট্রেনের একটি প্রতিবন্ধী বগিতে৷ জানা গিয়েছে, ওই মহিলা ও ওই পুরুষটি বন্ধু৷ কল্যাণ ও দাদর স্টেশনের মাঝখানে যখন ট্রেনটি ছিল তখনই ওই মহিলার উপর চড়াও হয় ওই ব্যক্তি৷ সময়টি ছিল রাত ১১টা থেকে ১১টা ২২ মিনিটের মধ্যে৷ কামরায় উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, কুরলা থেকে ট্রেনটি ছাড়ার পর ওই মহিলার শ্লীলতাহানি করা শুরু হয়৷

এরপর দাদর থানায় সহযাত্রীরা অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিতে গ্রেফতার করা হয়৷ শ্লীলতাহানি ও হত্যার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ ওই ব্যক্তির নাম রফিক শেখ৷ অভিযোগ, ওই মহিলার থেকে বকেয়া টাকা দাবী করছিল সে৷ সেই কারণে ওই মহিলার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় সে৷ দুটি কামরার মধ্যে পার্টিশন থাকায় কেউ ঘটনাটি আচকাতে পারেনি৷ এরপরই চেন টেনে ট্রেন থামান সহযাত্রীরা৷

শুক্রবার শেখকে আদালতে তোলা হবে৷

The post লোকাল ট্রেনে ভয়ানক কান্ড! যে কোনও দিন আপনার সঙ্গেও হতে পারে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles