লুধিয়ানা: অষ্টম শ্রেণীর ছাত্রকে পড়ানোর অছিলায় তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাকে ব্ল্যাকমেল করছিলেন এক শিক্ষিকা৷ এই অভিযোগেই পুলিশ ৩১ বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করেছে৷
পুলিশ সূত্রে খবর, নাবালক তার পরিবারের সঙ্গে অভিযুক্ত মহিলার বাবার বাড়িতে থাকত৷ সেখান থেকেই সে মহিবার কাছে পড়তে যেত৷ মহিলা পড়ানোর নাম করে নাবালকের সাহায্যে নিজের যৌন চাহিদা পূরণ করদতে বলেই অভিযোগ পয়েছে পুলিশ৷
শিক্ষিকা ১৪ বছরের ছেলেটিকে তার সঙ্গে যৌন মিলনে বাধ্য করে৷ ছেলেটি রাজি না হলে তাকে খুনের হুমকি দেয় শিক্ষিকা৷ এরপর নাবালকের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও করে সেটিকে ইন্টারনেটে ফাঁস করে দেওয়ারও হুমকি দেয় ওই মহিলা৷ বেশ কয়েকমাস ধরে মহিলার অত্যাচার সহ্য করার পর নাবালক তার বাবাকে ঘটনার কথা জানালে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷
শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনের একাধিক ধারায় মহিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ যদিও অভিযুক্ত শিক্ষিকা আপাতত পলাতক৷ পুলিশ আপত্তিকর ভিডিওটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে৷
The post পড়ানোর অছিলায় ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তেন শিক্ষিকা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.