Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all 1055 articles
Browse latest View live

সিনেমার কায়দায় শারীরিক সম্পর্কের ভিডিও তুলে মহিলাদের ব্ল্যাকমেল

$
0
0

নয়াদিল্লি: ফিল্মি কায়দায় মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তারপর তাদেরই ব্ল্যাকমেল করতে করতে শেষমেশ পুলিশের জালে এক ব্যক্তি৷ আর তার যাবতীয় কুকীর্তির অনুপ্রেরণা হল বলিউডের সুপারহিট ছবি লেডিস ভার্সেস রিক্কি বহেল৷

আরও পড়ুন: উচ্চবিত্ত মহিলাদের নগ্ন অবস্থায় এমএসএস বানিয়ে কীভাবে ব্ল্যাকমেল চলছে দেখুন!

কি ঘটেছিল?
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিল্লিতেই৷ দিল্লির বিবেক বিহারের বাসিন্দা রাজেশ গর্গ৷ ছবি দেখে সেই বুদ্ধিকেই কাজে লাগিয়ে ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইল খোলে দিল্লির এই ব্যক্তি৷ আর সেখানেই বিভিন্ন মহিলার সঙ্গে আলাপ করে, তা শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে নিয়ে যেত সে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে সেসবের ভিডিও করত রাজেশ৷ আর সেই ভিডিওকে পরে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করত ওই মহিলাদের৷ আর এই ফাঁদেই পড়ে এক মহিলা৷ মহিলার সঙ্গে ম্যাট্রিমনি সাইটে কথা বলে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় রাজেশ৷ তার সঙ্গে তারই টাকাতে বিভিন্ন জায়গায় ঘুরে তাকে মুম্বই নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল সে৷

জানা যায়, রাজেশ মহিলাকে তার চাকরি থেকে শুরু করে তার পরিবার সব বিষয়েই মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিল ওই মহিলাকে৷ মহিলাও নিজের বাড়িতে কিছু না জানিয়ে বেরিয়ে এসেছিল রাজেশের জন্য৷ এমনকি শারীরিক সম্পর্কও হয় দুজনের মধ্যে৷ মহিলার নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে নয়াদিল্লির রেল স্টেশন থেকে রাজেশ এবং ওই মহিলাকে হেফাজতে নেয়৷

আরও পড়ুন: আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল-ধর্ষণ, গ্রেফতার অভিনেতা

ডিসিপি নূপুর প্রসাদ জানিয়েছেন, রাজেশ ওই মহিলাকে বলে যে তার বাবা আইএএস আধিকারিক৷ এবং সে নিজেও বছরে ৫০লাখ টাকা বেতনের চাকরি করে৷ আর তার পরিবার মুম্বইতে থাকে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে এর আগে আরও ৫জন মহিলার সঙ্গে রাজেশ এই কুকর্ম করেছে৷

The post সিনেমার কায়দায় শারীরিক সম্পর্কের ভিডিও তুলে মহিলাদের ব্ল্যাকমেল appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


পৈশাচিক! নাবালিকাকে বিবস্ত্র করে ভিডিও তুলে গণধর্ষণ

$
0
0

রাঁচি: নির্ভয়া কাণ্ডেরই যেন একের পর এক প্রতিফলন৷ আর এবার সেই পৈশাচিক, ঘৃণ্য কাজটি ঘটল ঝাড়খণ্ডে৷ ঝাড়খণ্ডের দুমকা এলাকার এক নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ নির্যাতিতা হাসপাতালে বেঁচে থাকার শেষ লড়াই চালিয়ে যাচ্ছে৷

আরও পড়ুন: প্রতিবাদী মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

কি ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা তার বন্ধুর সঙ্গে স্কুটিতে করে সন্ধে ৬টা নাগাদ ঘর থেকে বেরিয়ে দিগ্ঘি রিং রোডে ঘুরতে যাওয়ার জন্য বের হয়৷ রাস্তায় কয়েকজন যুবকের এই দুজনের পিছু করতে শুরু করে হঠাৎ৷ প্রথমে সেই যুবকেরা টাকা দাবি করতে থাকে৷ ওই দুই কিশোরী টাকা দিতে অস্বীকার করলে, যুবকেরা তাদের মারতে শুরু করে৷ এরপরই সেই যুবকেরা আরও কয়েকজনকে ফোন করে সেখানে ডেকে নেয়৷ প্রায় ২০জনের মতো সেখানে জমা হয়৷ আর এই দুজনের মধ্যে একজনের পোশাক খুলে দিয়ে তাকে এক এক করে ধর্ষণ করতে থাকে৷

ওই নাবালিকা বেঁহুশ হয়ে গেলে, তাকে সেই অবস্থাতেই পাশের একটি পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে যায়৷ রাত প্রায় ১১টা নাগাদ জ্ঞান ফিরলে কোনওরকমে সে কাছের থানাতে গিয়ে সবকিছু জানায়৷ পুলিশ ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করায়৷ প্রায় ১২জনকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে৷ যার মধ্যে ৫জনকে শনাক্তও করেছে ওই দুই কিশোরী৷

আরও পড়ুন: জল নিয়ে বিবাদের জেরে মহিলাকে বিবস্ত্র করে মার

এদিকে খাদ্য ও সরবরাহ মন্ত্রী সরযূ রায় হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে এবং নির্যাতিতাকে সরকারী সাহায্যও করা হবে৷ বিজেপি নেতা শিবপূজন পাঠক এই ঘটনাকে বিকৃত মানসিকতার পরিচয় বলেন এবং সেই সঙ্গে তিনি জানান, এইসব ঘটনা যাতে আর না হয় তার জন্য সমাজকেও এগিয়ে আসতে হবে৷ মহিলা কমিশনের প্রধান কল্যাণী শরণও ঘটনার তীব্র নিন্দা করে জানান, মহিলারা বর্তমানে কোথাও সুরক্ষিত নয়৷ শুক্রবার মহিলা কমিশনের একটি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুমকা যাবে বলে জানা গিয়েছে৷

The post পৈশাচিক! নাবালিকাকে বিবস্ত্র করে ভিডিও তুলে গণধর্ষণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সাবধান! চাকরি পাইয়ে দেওয়ার নামে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা

$
0
0

নয়াদিল্লি:  প্লেসমেন্ট এজেন্সির আড়ালে রমরমিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ৷ আর তা দিনে দিনে তা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করল বিভিন্ন সমাজসেবী সংস্থা৷

সমাজসেবী হিসাব অনুযায়ী, রাজধানীতে প্রায় তিন হাজার প্লেসমেন্ট সংস্থা আছে৷ বচপন বাঁচাও আন্দোলনের সদস্য রাকেশ সেঙ্গার মতে, এই প্লেসমেন্ট এজেন্সিগুলি এক এক ধরনের পাচারচক্রের হাব হয়ে উঠেছে৷ জোর করে বিয়ে দেওয়া থেকে শুরু করে দেহব্যবসা সবটাই রমরমিয়ে চলেছে বলে অভিযোগ। এমনকি, মহিলা পাচার চলছে বলেও অভিযোগ। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে এই পাচারকারী চক্রের টিকি বাঁধা রয়েছে মূলত ঝাড়খণ্ডের কোলিয়ারি তথা খনি অঞ্চলে৷ সেখান থেকেই দিল্লিতে ঘাঁটি গেড়ে এই প্লেসমেন্ট সংস্থাগুলি গড়ে তুলছে পাচারকারীরা৷ এর পর দর কষাকষির ভিত্তিতে বিভিন্ন জায়গায় প্রাপ্তবয়স্ক নারী সহ বহু নাবালিকাকেও পাচার করা হচ্ছে বলে অভিযোগ৷ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এই ব্যবসা৷ ঝাড়খণ্ডের মতো পিছিয়ে পড়া রাজ্যের নারীদেরই প্রাথমিকভাবে এই ব্যবসার পুঁজি হিসাবে ধরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই ধরনের প্লেসমেন্ট এজেন্সিগুলি৷

অধিকাংশ ক্ষেত্রেই দিল্লি সহ লাগোয়া ফরিদাবাদ, গুরগাঁও এবং নয়ডায় পয়সাওয়ালা লোকজনের বাড়িতে পরিচারিকার কাজে পাঠানো হচ্ছে নাবালিকাদের৷ ১১ থেকে ১৪ বছরের মেয়েদের বাড়ির কাজে পাঠানো হয়ে থাকে৷ ১৪ থেকে ১৬ ঘণ্টা খাটানো হয় তাদের৷ কিছু মেয়েকে আবার পাঠানো হয় হরিয়ানায়৷ বিয়ের নামেও নাবালিকা জোগান দেয় এই সংস্থাগুলিই৷ পাশাপাশি হরিয়ানা এবং পাঞ্জাবে শ্রমিকের কাজে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ঝাড়খণ্ডের মেয়েদের৷

The post সাবধান! চাকরি পাইয়ে দেওয়ার নামে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

হোয়াটস অ্যাপের মাধ্যমে জানেন কীভাবে দেহ ব্যবসা চলছে রাজ্যে?

$
0
0

হায়দরাবাদঃ  বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল হায়দরাবাদ পুলিশ৷ গোচিবোবালি এলাকায় দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই গ্রাহকসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এছাড়াও দেহ ব্যবসার সঙ্গে জড়িত যুবতীদেরও উদ্ধার করে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, সমস্ত যুবতী মুম্বই ও পুণের বাসিন্দা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে অনলাইনে বিজ্ঞাপণের মাধ্যমে এরা দিনের পর দিন রমরমিয়ে সেক্স র‍্যাকেট চালাত৷ গোপন সূত্রে হানা দিয়ে বড়সড় এই সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরোটাই অনলাইনের মাধ্যমে চালাত অভিযুক্তরা। যাতে কেউ না বুঝতে পারে সেজন্যে র‍্যাকেট চলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গ্রাহক থেকে সেক্স-র‍্যাকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা সম্পূর্ণটাই হত ফেসবুক-হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়াতে। এমনকি, গ্রাহকদের হোয়াটস অ্যাপের মাধ্যমে যুবতীদের ছবি পাঠানো হত৷ গ্রাহকের যুবতী পছন্দ হলে তারা ওই বাড়িতে গ্রাহকদের ডেকে নিয়ে আসত৷ যদিও এভাবে আর বেশিদিন চলা সম্ভব হয়নি।

গোপন সূত্রে খবর পেয়ে গ্রাহক সেজে ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকেই চক্ষুচড়ক অবস্থা পুলিশের। দেখা যায়, ঘরের মধ্যেই রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট। এরপরেই হাতেনাতে দেহ ব্যবসার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

The post হোয়াটস অ্যাপের মাধ্যমে জানেন কীভাবে দেহ ব্যবসা চলছে রাজ্যে? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

স্কুলে ধর্ষণের শিকার ৫ বছরের নাবালিকা

$
0
0

নয়াদিল্লি : স্কুল চত্বরের মধ্যেই ধর্ষণের শিকার হল এক স্কুলছাত্রী৷ বয়স মাত্র ৫ বছর৷ ঘটনাটি ঘটেছে দিল্লির গান্ধীনগরের এক পাব্লিক স্কুলে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

মেয়েটির সঙ্গে ঠিক কী হয়েছে, তা প্রথমে জানা যায়নি৷ গুরুতর শারীরিক জখম নিয়ে সে বাড়ি যায়৷ মেয়েটির বাবা জানিয়েছেন, বাড়ি এসে সে তার মাকে ঘটনার কথা জানায়৷ তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ডাক্তার তাকে দেখার পর জানায় ৫ বছরের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে৷ তারপরই খবর দেওয়া হয় পুলিশে৷

ঘটনায় মেয়েটির বাড়ির তরফে থানায় FIR-ও দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ “আমরা খুশি যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ আমরা চাই ওর কঠিন শাস্তি হোক৷” বলেছেন মেয়েটির বাবা৷ তবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷

ঘটনায় যৌন নির্যাতনের শিশু সুরক্ষা আইন (POCSO)-এর আওতায় মামলা দায়ের করেছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

The post স্কুলে ধর্ষণের শিকার ৫ বছরের নাবালিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

পার্লারের আড়ালে জানেন কীভাবে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা?

$
0
0

ফরিদাবাদঃ  ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ। দেহ ব্যবসা চালানোর অভিযোগে পার্লারের মালিক সহ পাঁচ যুবতিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ জেলার এক শপিং মলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুধু এখানেই নয়, শহরের একাধিক পার্লারে এখন নজর রাখছে পুলিশ। এমনকি, বিভিন্ন পার্লারে হানা দেওয়ারও হুমকি পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ফরিদাবাদের ইরোজ মলে পঙ্কজ কেডিয়া নামের এক ব্যক্তি ম্যাসাজ পার্লার চালাচ্ছে ৷ সবথেকে বড় ব্যাপার পুলিশ আধিকারিকরা জানতে পারেন, সেখানে ম্যাসাজের আড়ালে রমরমিয়ে চলেছে দেহ ব্যবসা। এরপরেই সেখানে কাস্টমার সেজে হানা দেন পুলিশ আধিকারিকরা। দেখেন, পার্লারের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। হাতেনাতে পার্লারের মালিক সহ পাঁচ যুবতিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককেও। পুলিশ সূত্রে খবর, মূলত কাস্টমার সঙ্গে যোগাযোগের কাজ করে দিত এই যুবক। ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পার্লার থেকে বেশ কয়েকটি ল্যাপটপ সহ প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে।

The post পার্লারের আড়ালে জানেন কীভাবে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মোদীর ছবি আঁকায় এই মুসলিম মহিলার সঙ্গে কি হল জানেন?

$
0
0

লখনউঃ  দোষ শুধু মন থেকে প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর ছবি এঁকেছিলেন! আর সেজন্যে এক মুসলিম মহিলাকে বেধড়ক মারধর করে শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বালিয়ায়। এভাবে গৃহবধুকে মারধর এবং বাড়ি থেকে বার করে দেওয়ার ঘটনায় স্তম্ভিত সমাজ !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বরে সিকান্দারপুর থানার বাসারিকপুর গ্রামের পারভেজ খানের সঙ্গে বিয়ে হয় নাগমা পারভীনের। অভিযোগ, একদিন নিজের মনে মোদী এবং যোগীর ছবি একে ফেলে পারভীন। এটাই তাঁর দোষ! এরপরেই শ্বশুর বাড়ির লোকজন ব্যাপক মারধরে করে বলে অভিযোগ। বেধড়ক মারধর করে তাঁকে বাড়ি থেকে বার করে দেয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয় থানায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

The post মোদীর ছবি আঁকায় এই মুসলিম মহিলার সঙ্গে কি হল জানেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

স্পা আড়ালে রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট! অশ্লীল অবস্থায় উদ্ধার মহিলা

$
0
0

নয়াদিল্লি:  ফের বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ। ফরিদাবাদ থানার সেন্ট্রাল এলাকার সিটি মলে হানা দিয়ে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করে পুলিশ৷ ঘটনাস্থলে থেকে হাতেনাতে পাঁচ যুবতী ও তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ অভিযোগ, দিনের পর দিন লোকচক্ষুর আড়ালে রমরমিয়ে চলছিল সেক্স-র‍্যাকেট। পুলিশ জানিয়েছে, তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে, সেক্টর ১২র সিটি মলের রিয়েল এশিয়ান স্পা মাসাজ পার্লারে মধুচক্রের ব্যবসা চলছে৷ খবর পাওয়ার পরেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে দল গঠন করা হয়৷ সন্ধ্যায় এক পুলিশকর্মী গ্রাহক সেজে পার্লারে যায়৷ কথা পাকা হওয়ার পর পার্লারে তল্লাশি চালানো হয়৷

পুলিশ পার্লারের ভিতর থেকে এক যুবক যুবতীকে অশ্লীল অবস্থায় উদ্ধার করে৷ ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ যুবতীকে গ্রেফতার করেছে৷ এছাড়াও পার্লারের মালিক মুকেশ সৌরোতের সঙ্গে দুই অন্য যুবককেও গ্রেফতার করা হয়েছে৷ মল থেকে সেক্স র‍্যাকেটের পার্দাফাঁস করার পর পুলিশ নজরদারি শুরু করে৷ ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ ধৃত যুবতীদের মেডিকেল টেস্ট করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবতীরা উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, নেপাল, দিল্লি ও ফরিদাবাদের বাসিন্দা৷

The post স্পা আড়ালে রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট! অশ্লীল অবস্থায় উদ্ধার মহিলা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


মধুচক্রের আসর থেকে হাতেহাতে ধরা পড়েন মধ্যমণি এই সাত অভিনেত্রী

$
0
0

হাইপ্রোফাইল সেক্স র‍্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে৷ এই খবর প্রকাশ্যে আসতেই সোনালী পর্দার আড়ালের অন্ধকার জনসমক্ষে বেরিয়ে এসেছে৷ এই প্রথম যে কোন বিখ্যাত অভিনেত্রী সেক্স র‍্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়েছেন তা একেবারেই নয়৷ এর আগেও অনেক অভিনেত্রী দেহব্যবসায় জড়িত ছিলেন যাদের পুলিশ গ্রেফতার করেছিল৷

পড়ুন আরও- স্পা আড়ালে রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট! অশ্লীল অবস্থায় উদ্ধার মহিলা

যদিও শ্বেতার মত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রীর এই ধরণের কাজে লিপ্ত থাকাটা স্বভাবতই অবাক করা৷ কিন্তু এটাই বোধহয় এই জাঁকজমকের দুনিয়ার বাস্তব সত্য৷ বিখ্যাত তামিল অভিনেত্রী ভুবনেশ্বরীও দেহব্যবসার জড়িত ছিলেন৷ এই অভিযোগে দুই মডেলের সঙ্গে চেন্নাই পুলিশ গ্রেফতার করেছিল এই অভিনেত্রীকে৷ ২০০৯ সালের অক্টোবরে ভুবনেশ্বরীর প্রতিবেশীরাই পুলিশকে জানিয়েছিল, তার বাড়িতে অনের রাত পর্যন্ত বিভিন্ন লোকের আসা যাওয়া লেগে থাকে৷ এরপরেই পুলিশ তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে৷ তদন্তে জানা যায় ভুবনেশ্বরীর এই সেক্স র‍্যাকেটের সঙ্গে তামিল ও তেলেগু ছবির অভিনেত্রীরাও রয়েছেন৷

পড়ুন আরও- আফগান আকাশে যুদ্ধে প্রস্তুত ভারতের উপহার হেলিকপ্টার Mi-35

তামিল ছবির অপর অভেনত্রী এষা আনসারিকেও যোধপুর পুলিশ সেক্স র‍্যাকেট চালানোর অপরাধে গ্রেফতার করে৷ ২০১৩ সালে এশাকে তার তিন পুরুষ সঙ্গীর গ্রেফতার করা হয়৷ পুলিশি তদন্তে জানা যায়, এশা দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের সেক্স পরিষেবা দিতেন৷ ইন্টারনেটের মাধ্যমেই এশার এই সেক্স র্যা কেট চলত৷ এই অভিনেত্রী বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ও ‘চলতে চলতে’ ছবিতে কাজ করেছেন৷

পড়ুন আরও- বাজারে এল স্যামসাং এর নতুন হ্যান্ডসেট Galaxy Note Eight

‘লাইফ কি তো নিকল পরি’ ছবি দিয়েই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী মিষ্টি মুখার্জি৷ মিষ্টিকেও দেহব্যবসার অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল৷ ফ্যাশন ডিজাইনার রাকেশ কটোরিয়ার সঙ্গে আপত্তিজনক অবস্থায় ধরা পড়েন মিষ্টি৷ ১৫ তলার এই ফ্ল্যাটবাড়ি উদ্ধার হয় প্রায় একলক্ষ নীল ছবির সিডি ও ডিভিডি৷ পুলিশ মিষ্টির সঙ্গে তার বাবা ও ভাইকেও গ্রেফতার করে৷ কারণ দেহব্যবসার সঙ্গে মিষ্টির গোটা পরিবারই জড়িত ছিল৷
এই লিস্টে রয়েছে বিখ্যাত অভিনেত্রী যমুনার নামও৷ ২০১১ সালে দেহব্যবসার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে৷ ক্রাইম ব্রাঞ্চের পুলিশ আট যুবতী ও একগ্রাহকের সঙ্গে অভিনেত্রী যমুনাকে গ্রেফতার করে৷

পড়ুন আরও- চিনকে চাপে রাখতে এবার নেপালের সঙ্গে ‘যুদ্ধ-মহড়া’ ভারতীয় সেনার

তেলেগু ধারাবাহিকের বিখ্যাত অভিনেত্রী শ্রবণীকে ২০১৩ সালের অক্টোবর মাসে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একটি হাই প্রোফাইল সেক্সর্যা কেটের সঙ্গে যুক্ত ছিলেন৷ পুলিশের তদন্তকারী দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করে৷ এছাড়ও অপর এক তেলেগু অভিনেত্রী সায়রা বানো ও জ্যোতিও সেক্স র‍্যাকেটের সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০১০ সালে হায়দরাবাদ পুলিশ স্প্রিং স্বর্গ অ্যাপার্টমেন্ট থেকে এই র‍্যাকেটের পর্দাফাঁস করে৷

The post মধুচক্রের আসর থেকে হাতেহাতে ধরা পড়েন মধ্যমণি এই সাত অভিনেত্রী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ওয়েবক্যামে ন্যুড ভিডিও চ্যাট করার আগে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন!

$
0
0

ফোন, মোবাইল বা ইমেল হ্যাকিং এখন গা-সওয়া৷ হ্যাক হলেও পাসওয়ার্ড বদলে দাওয়া ব্যস৷ কিন্তু গোপন মুহুর্ত বাজারে ছড়িয়ে পড়লে কি হবে ভেবে দেখেছেন? ফোন মোবাইল ছেড়ে এবার নজর রাখা হচ্ছে ওয়েবক্যামের ছবির উপর৷ অভিযোগ উঠেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এই তথ্য কাজে লাগিয়েই মানুষের চরিত্র লুঠের চেষ্টা করছেন৷

এক সংবাদ সংস্থার দাবি, ব্রিটেনের সিগন্যালস ইনটেলিজেন্স ডিভিশন ওয়েবক্যাম ভিডিওর সাহায্যে গোপন ভিডিওর ছবি সংগ্রহ করছে৷ ইয়াহুর মাধ্যমে যারা ভিডিও চ্যাট করেন, তাদের ছবি আর এর গোপন থাকছে না৷ ৫ মিনিট অন্তর ওয়েবক্যামের ছবির স্ক্রিনশট নেওয়া হচ্ছে৷ সংবাদ সংস্থাটির সূত্র অনুযায়ী ওই গোয়েন্দা সংস্থার কাছে য়ে ছবি রয়েছে তার বেশিরভাগ অংশই নগ্নতা ও যৌন আচরনে পরিপূর্ণ৷

অপটিভ নার্ভ নামের এই সিস্টেমের মাধ্যমে ঠিক কতদিন ধরে এবং মোট কত জনের উপর এই গোয়ান্দাগিরি চালানো হয়েছে তা যদিও এখনও স্পষ্ট করে জানা যায়নি৷ তবে সংবাদসংস্থা জানিয়েছে, ২০০৮ সালেই এই সংস্থা প্রায় ১৮ লক্ষ ইয়াহু গ্রাহকের উপর নজরদারি চালিয়েছিল৷ ২০১২ সাল পর্য়ন্ত চলেছিল এই কার্যকলাপ৷ এডওয়ার্ড স্নোডেনের নথিপত্র থেকেই এই তথ্য উঠে এসেছে৷

গোটা বিশ্বে ইয়াহুর গ্রাহকের সংখ্যা প্রায় আট কোটি৷ ইয়াহু অবশ্য জানিয়েছে ওয়েবক্যাম হ্যাকিংয়ের বিষয়ে তারা কিছুই জানেননা৷ যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি হয় তবে গ্রাহকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে৷ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোয়েন্দা সংস্থার হাতে কীভাবে এল তা নিয়েই ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে৷ নিরাপত্তার জন্য য়ে এনক্রিপশন প্রক্রিয়া কাজে লাগানো হয়, তার চোখে ধূলো দিয়ে গোপনে আড়ি পাততে সক্ষম হয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা৷

হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য কাজে লা এই গোয়েন্দা সংস্থাটি সুপরিকল্পিতভাবে অনেক মানুষের চরিত্র নষ্ট করার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে৷

The post ওয়েবক্যামে ন্যুড ভিডিও চ্যাট করার আগে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

চিনে পাচারের আগেই বারাসত থেকে উদ্ধার ১০০ কোটির সাপের বিষ

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ চিনে পাচার করতে গিয়ে সিআইডি’র জালে তিন অভিযুক্ত৷ উত্তর ২৪ পরগনার বারাসতের রথতলা থেকে নারায়ন দাস, দেবজ্যোতি বসু এবং বুদ্ধদেব খাড়া নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি’র স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)৷

কোটি টাকার সাপের বিষ পাচারকাণ্ডে ধৃত দুই শিক্ষক

ধৃতদের জেরা করে সিআইডি জানতে পেরেছে, চিনে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে চোরাপথে এই বিষ ভারতে নিয়ে আসা হচ্ছিল৷ কলকাতা হয়ে চিনে পাচার করার আগেই গোপনসূত্রে খবর পেয়ে বিএসএফ, বন দফতর এবং সিআইডি যৌথভাবে অভিযান চালায়৷ আগামিকাল ধৃতদের বারাসত আদালতে তোলা হবে৷

কোটি টাকার সাপের বিষ পাচারকাণ্ডে ধৃত দুই শিক্ষক

সূত্রের খবর, কাঁচের তিনটি জারে করে কেউটে সাপের বিষ পাচার করা হচ্ছে এই খবর পেয়ে বারাসতের রথতলায় অপেক্ষা করছিল সিআইডি ও বন দফতরের একটি দল৷ পাচারকারীদের গাড়ির বিবরণও তাদের কাছে ছিল৷ সেইমতো গাড়িটি এসে পৌঁছতেই আটক করা হয় পাচারকারীদের৷ তাদের কাছে থাকা কাগজের পেটির ভিতর থেকেই বিষ ভরতি তিনটি জার বাজেয়াপ্ত করা হয়৷ এই পরিমাণ বিষের বাজারদর প্রায় ১০০ কোটি টাকা৷

জেরায় ধৃতেরা জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের কাছে অন্য একটি টিমের কাছে বিষের জারগুলি তুলে দেওয়ার কথা ছিল৷ তারপর সেখান থেকে আকাশপথেই চিনে পাচারের পরিকল্পনা ছিল বলে মনে করছে তদন্তকারীরা৷ সিআইডি মনে করছে, ধৃতেরা এই চক্রে যুক্ত হলেও এরা মূলত পাচারের দায়িত্বেই ছিল৷

ধৃতদের জেরা করে এই চক্রের মূল পান্ডাদের গ্রেফতার করার চেষ্টা করবে সিআইডি৷ পাশাপাশি, কোন পথে এই সাপের বিষ চিনে পাচার করা হত তাও জানার চেষ্টা করবে সিআইডি৷ প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, ওষুধ তৈরির উদ্দেশ্যেই সাপের বিষ চিনে পাচার হচ্ছিল৷ এবিষয়ে আরও জানার জন্য ধৃতদের জেরা করা হবে৷

উদ্ধার হওয়া বিষের জারগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তারা সেগুলি পরীক্ষাগারেও পাঠানোর প্রস্তুতি শুরু করেছে৷ ডিআইজি সিআইডি (অপারেশন) নিশাদ পারভেজ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

The post চিনে পাচারের আগেই বারাসত থেকে উদ্ধার ১০০ কোটির সাপের বিষ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

জানেন কীসের লোভে এই ছাত্রী জানেন শরীর বেচলেন? আঁতকে উঠবেন

$
0
0

বরোদা: আধুনিক গ্যাজেটের প্রতি কতটা লোভাতুর এ প্রজন্ম, তা বোধহয় এই ঘটনা থেকেই স্পষ্ট। গুজরাতের বছর ১৩-র এক ছাত্রী গ্যাজেটের লোভে একবছর ধরে নিজের শরীর বিকিয়ে দিয়েছেন।  খোদ ছাত্রীর মুখে চাঞ্চল্যকর এই কথা শুনে তাজ্জব তার মা ও কাউন্সিলার। ছাত্রীর বয়ান, অ্যান্ড্রয়েড মোবাইল ও হাই এন্ড গ্যাজেটের লোভেই দেহব্যবসায় নেমেছিল সে।

ছাত্রীর মা শুভনপুরায় একটি মুদিখানার দোকান চালান। তিনি ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তাঁর মেয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে। কিন্তু গত সপ্তাহে তাঁর মেয়ে এসে মা’কে গর্ভবতী হয়ে পড়ার খবর দিতেই চমকে ওঠেন। নিয়ে যান স্থানীয় এক কাউন্সিলারের কাছে। কাউন্সিলারার অফিস সূত্রে খবর, মেয়েটির মা মোটেও জানতেন না যে মেয়ে এভাবে দেহ বিকিয়ে দিয়েছে।

The post জানেন কীসের লোভে এই ছাত্রী জানেন শরীর বেচলেন? আঁতকে উঠবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

এই শহর কীভাবে সেক্স-সিটি হয়ে উঠছে জানলে সত্যিই চমকে যাবেন

$
0
0

ভারতের সাইবার সিটিতে বাড়ছে সেক্স র‍্যাকেট৷ একের পর এক সেক্স র‍্যাকেটের মামলা সামনে আসছে পুলিশের৷ গত সপ্তাহে সন্ধান পাওয়া সাইবার সিটির সেক্স র‍্যাকেটের মামলা চলাকালীন রবিবার রাতে একটা বড়সড় মধুচক্রের সন্ধান পেল পুলিশ প্রশাসন৷শহরের এই বেড়ে চলা সেক্স র‍্যাকেট সামনে চলে আসায় রীতিমতো তাজ্জব পুলিশ আধিকারিকরা৷ কিন্তু কীভাবে পুলিশ সাইবার সেক্স র‍্যাকেট ভেঙে গুড়িয়ে দিচ্ছে?

পড়ুন আরও- ভারতের এই ১০ সেক্স স্ক্যান্ডেল প্রকাশ্যে আসতেই কেঁপে উঠেছিল দেশ

হরিয়ানার গুরগাঁও ভারতের সাইবার সিটি বলেই পরিচিত৷ এই সাইবার সিটিতে ইন্টারনেটের মতোই বিদ্যুতের গতিতে বাড়ছে মধুচক্র৷ রীতিমতো সক্রিয় সেক্স র‍্যাকেট৷ রবিবার এমনই একটা বড়সড় চক্রের ভাণ্ডাফোঁড় করে দিন পুলিশ৷ গুড়গাঁওয়ের ডিএলএফ এলাকায় পুলিশ এই সেক্স র‍্যাকেটের সন্ধান পায়৷ তার পরেই গুড়িয়ে দেওয়া হয় চক্রটিকে৷ গ্রেফতার করা হয়েছে পাঁচ মহিলাসহ দুই যুবককে৷

পড়ুন আরও- ‘শত্রু’ জাপানের রমরমা দেখে ভারতে ঘেঁষতে চাইছে চিন

গোপন সুত্রে পুলিশ খবর পেয়েছিল, মেক্স হাসপাতালের আশপাশে কোথাও গত কয়েকমাস ধরে একটি বড়সড় সেক্স র‍্যাকেট বেশ সক্রিয়৷ রবিবার  সেক্টর-২৯ থানার পুলিশের একটা বড় দল ওই এলাকায় হানা দেয়৷ এই চক্রকে পাকড়াও করতে এক পুলিশ কর্মী সেখানে গিয়েছিলেন গ্রাহক সেজে৷ তারপরই চক্রটি জালে তোলে গুড়গাঁওয়ের পুলিশ৷

কীভাবে জালে তোলা হল এই চক্রটিকে?

এক পুলিশ কর্মী গ্রাহক সেজে ওই চক্রের সঙ্গে যোগাযোগ করে৷ শর্ত পাকা করে পুলিশ কর্মীকে গোটা টিমকে সংকেত দেন৷ এর পরই সেখানে পুলিশ হানা দেয়৷ তখনই পাঁচ মহিলা এবং দুই যুবককে জালে তোলে পুলিশ৷ গুরগাঁও পুলিশ জানাচ্ছে, গ্রেফতার হওয়া পাঁচ মহিলা দিল্লির ছাবলা এলাকার বাসিন্দা৷ এরা মূলত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থেকে গ্রাহক ধরে রোজগার করত৷ ধৃত দুই যুবক আসারাম এবং সুনীল এই ব্যবসায় মূলত দালালির কাজ করত৷  বিভিন্ন এলাকা থেকে মেয়ে জোগার করে ওই ডেরায়য় পৌঁছে দিত আসারাম এবং সুনীল৷

কীভাবে সাইবার সিটিতে চলছে সেক্স রাকেট?

ডিএলএফের  অতিরিক্ত পুলিশ সুপার দলবীর সিং বলছেন, সাইবার সিটিতে বেশ কিছুদিন ধরেই মধুচক্রের ব্যবসা রমারমা হয়ে উঠছিল৷ এই চক্রগুলি ভাঙতে পুলিশও সচেষ্টা হয়৷ এর জন্য একটা নীল-নকশা তৈরি করা হয়৷ শুরু হয় লাগাতর অভিযান৷ মাস দুই আগে ডিএলএফ এলাকায় একটা বড়সড় মধুচক্র ব্যবসা ভেঙে গুড়িয়ে দিতে পারা গিয়েছিল৷ তিনি জানাচ্ছেন, পুলিশের এই লাগাতর অভিযানেও বন্ধ করা যাচ্ছিল না মধুচক্রের ব্যবসা৷ গত দুই মাসে বেশ কয়েকটি বড়সড়  আসর ভাঙতে পারা গিয়েছিল৷ তিনি বলছেন, পুলিশ এই অভিযান চলতেই থাকবে৷

The post এই শহর কীভাবে সেক্স-সিটি হয়ে উঠছে জানলে সত্যিই চমকে যাবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ধর্ষণের গল্প বানিয়েছে ৪ বছরের নাবালিকা, বলল পুলিশ

$
0
0

বেঙ্গালুরু : স্কুলে তাকে শারীরিক হেনস্তা করা হয়েছে বলে বাড়িতে জানিয়েছিল এক বছর চারেকের নাবালিকা৷ মেয়ের কথার উপর ভিত্তি করে পুলিশে অভিযোগ জানিয়েছিল তার পরিবার৷ এবার সেই অভিযোগ অস্বীকার করল পুলিশ৷ বলল, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ মেয়েটি গল্প বানাচ্ছে৷ এমন কিছুই তার সঙ্গে হয়নি৷ প্রমাণস্বরূপ মেয়েটির পরিবারকে CCTV ফুটেজ দেখিয়েছে পুলিশ৷

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি স্কুলে৷ ৪ বছরের নাবালিকার বাবা মা অভিযোগ করেছিলেন, স্কুলে তাঁদের মেয়েকে শারীরিক হেনস্তা করা হয়েছে৷ স্কুলের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা৷ অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে বমি করতে শুরু করে মেয়েটি৷ শারীরিকভাবে ক্লান্তও ছিল সে৷ কী হয়েছে জিজ্ঞাসা করা হলে সে বলে, ওয়াচম্যান কাকু তাকে মারধর করেছে৷ বাথরুমে তার প্যান্ট টেনে খুলে দিয়েছে৷ মেয়ের মুখে এমন কথা শুনে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা৷ চিকিৎসক মেয়েটিকে রামাইয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ এরপর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার চেক-আপ করা হয়৷ কিন্তু কোনও শারীরিক নির্যাতনের প্রমাণ মেলেনি৷ হাসপাতাল থেকেই পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন মেয়েটির মা৷

অভিযোগ পেয়ে স্কুলের ৫ জন নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশ৷ তারপর CCTV ফুটেজ খতিয়ে দেখে৷ ডিসিপি (নর্থ) চেতন সিং রাঠোর জানিয়েছেন, এই ছাত্রীর স্কুলে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হয়েছে৷ কোথাও দেখা যায়নি যে মেয়েটিকে শারীরিক হেনস্তা করা হয়েছে৷ মেয়েটির বক্তব্যের সঙ্গে ফুটেজের কোনও মিল নেই৷

CCTV ফুটেজটি মেয়েটির বাবা মাকেও দেখানো হয়েছে৷ তাঁরাও দেখেছেন তাঁদের মেয়েকে কোনও শারীরিক হেনস্তা করা হয়নি৷ ইস্যুটি নিয়ে স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব হয়েছিলেন আরও ১০০ অভিভাবক৷ ফুটেজটি তাদেরও দেখানো হয়েছে৷

ডিসিপি জানিয়েছেন, দুপুরের খাবার খাওয়ার আগে মেয়েটি ঠিক ছিল৷ খেলাধূলা করেছে৷ ১৫ মিনিট পরে মাথা টেবিলে নামিয়ে রেখে সে বিশ্রাম নেয়৷ তারপর থেকেই বমি করতে শুরু করে৷ সম্ভবত খাবারে কোন সমস্যার কারণেই সে বমি করছিল৷

কিন্তু মেয়েটি কেন নিরাপত্তাকর্মীর উপর অভিযোগ তুলল?

গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনার পর মেয়েটির মা তাকে ভালো স্পর্শ ও মন্দ স্পর্শ নিয়ে বুঝিয়েছিলেন৷ বুঝিয়েছিলেন ওই ঘটনায় কীভাবে নিরাপত্তাকর্মী কাজটি করেছিলেন৷ ওইটাই মেয়েটির মাথায় গেঁথে গিয়েছিল৷ মনে করা হচ্ছে, গুরুগ্রামের ঘটনার অনুকরণে গল্প সাজিয়ে নেয় সে৷ সেটাই মাকে জানায়৷

 

The post ধর্ষণের গল্প বানিয়েছে ৪ বছরের নাবালিকা, বলল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

নকল টাকার আন্তর্জাতিক চক্র ফাঁস, গ্রেফতার ৫

$
0
0

লখনউ : ফাঁস হল নকল টাকার একটি আন্তর্জাতিক চক্র৷ এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ নকল যে টাকাগুলি উদ্ধার করা হয়েছে তার মূল্য ১৬ লাখ টাকা৷ শুধু ভারতীয় টাকা নয়৷ কিছু বিদেশি নকল মুদ্রাও উদ্ধার করা হয়েছে৷

যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম মুস্তাক আহমেদ খান, প্রবীণ কুমার, পঙ্কজ সাইনি, নীরজ সাইনি ও গজেন্দ্র সাইনি৷ মুস্তাক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা৷ প্রবীণ কুমারের বাড়ি কানপুর দেহাত জেলায়৷ পঙ্কজ মোরাদাবাদের বাসিন্দা৷ নীরজ ও গজেন্দ্র থাকে আমরোহায়৷ পুলিশ জানিয়েছে, পঙ্কজ, মুস্তাক ও নীরজকে আমরোহার হংসপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ গজেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে মোরাদাবাদ থেকে৷ প্রবীণ কুমারকে গুরুগ্রামের ডিএলএফ কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে৷

তাদের কাছে থেকে ১৫.১৩ লাখ টাকার নকল মুদ্রা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এছাড়া অর্ধসমাপ্ত ১.০৭ লাখ মূল্যের নকল টাকা উদ্ধার করা হয়েছে৷ ২৭ হাজার আসল টাকাও পাওয়া গিয়েছে৷ একটি আমেরিকান ডলার, ৫০০ কিয়াত মুদ্রা উদ্ধার করা হয়েছে৷ সলেই সঙ্গে পাওয়া গিয়েছে ৫, ১০ ও ২০ মূল্যের মালয়েশিয়ান মুদ্রা এবং ১০০ ভাটের ২টি থাই নোট৷ প্রিন্টের জন্য প্রয়োজনীয় কাগজ, মুদ্রণযন্ত্র ও কালিও পাওয়া গিয়েছে৷ এছাড়া পুলিশ কম্পিউটর, প্রিন্টারষ ইন্টারনেট রুটার, প্যান কার্ড, ডেবিট কার্ড, পাসপোর্ট ও পরিচিতিপত্রও উদ্ধার করেছ৷

আসল টাকা ব্যবহার করে নকল টাকা তৈরি ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে৷ নোট, মুদ্রণের সরঞ্জাম ও অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে৷ পুলিশের প্রশ্নের উত্তরে গজেন্দ্র জানিয়েছে, তারা ২ বার ব্যাংকক ও ১ বার মালয়েশিয়া গিয়েছিল৷ জাকির খান ওরফে গুলজার খানের সঙ্গে তারা দেখা করে৷ গুলজার খান পাকিস্তানের বাসিন্দা৷ পেশায় সে একজন নকল টাকার কারবারী৷ তারও খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ৷

The post নকল টাকার আন্তর্জাতিক চক্র ফাঁস, গ্রেফতার ৫ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


নিজের শরীরের বিনিময়ে দুই বন্ধুকে স্বামীকে খুনের প্রস্তাব দিল স্ত্রী

$
0
0

ওয়ারশ: পোল্যান্ডের বাসিন্দা এক মহিলা স্বামীকে খুনের বিনিময়ে সহবাসের প্রস্তাব দিলেন তার দুই বন্ধুকে৷ তার স্বামী পার্কে ঘুরতে গেলে দুই বন্ধুকে দিয়ে স্বামীকে খুন করান ওই মহিলা৷ এরপরেই দুজনকে সহবাসের প্রস্তাব দেন তিনি৷ অভিযুক্ত মহিলা জোএন্না গ্রেবোক্সি নিজের প্রতিবন্ধী স্বামীকে জানায় যে সে তার প্রেমীকে বাড়িতে নিয়ে আসতে চায়৷ কিন্তু স্বামী এতে আপত্তি জানালে সে তার স্বামীকে খুনের পরিকল্পনা করে৷

স্বামীকে খুনের বিনিময়ে মহিলা নিজের প্রেমী ও তার বন্ধুকে  যৌন সম্পর্ক স্থাপণের প্রস্তাব দেয়৷ এরপরেই তারা দুজনে মহিলার স্বামীকে খুন করে৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তার মৃত স্বামীর সঙ্গে বেশ কয়েকমাস প্রেম করার পরেই বিয়ে করেছিল৷ এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের করে নিয়েছিল মৃত স্বামী৷

ডেইলি মেলের খবর অনুযায়ী, কোর্টে শুনানির সময় জানা যায়, সে তার প্রেমীকে ফোন করে জানিয়েছিল যে তার স্বামী পার্কে ঘুরতে গিয়েছে৷ এরপরেই মহিলার প্রেমী ও তার বন্ধু পার্কে গিয়ে মহিলার স্বামীকে খুন করে৷ তারা বাড়ি ফিরে এলে মহিলার দুজনেই সঙ্গে সহবাস করে৷ অন্যদিকে মহিলার স্বামীর মৃতদেহ পার্কেই পরে থাকে৷ পার্কের অন্যান্য লোকেরা পুলিশের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন৷ তদন্তে নেমে মহিলার ফোন রেকর্ড চেক করলেই পুলিশ সত্য সম্পর্কে জানতে পারে৷
স্বামীর খুনের ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত মহিলাকে ২৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে পুলিশ৷ এখনও তার প্রেমি ও বন্ধুর শাস্তির শুনানি হয়নি৷ অভিযুক্ত মহিলার সন্তানদের দেখাশোনা করছে প্রশাসন৷

The post নিজের শরীরের বিনিময়ে দুই বন্ধুকে স্বামীকে খুনের প্রস্তাব দিল স্ত্রী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

যুবককে ‘বেডে’ আহ্বান সুন্দরী ডাক্তারের! পিছনের কারণটা আশ্চর্যের

$
0
0

নয়াদিল্লি: মোবাইলে মহিলাদের উত্যক্ত করার ঘটনা প্রায়ই শোনা যায়৷ তবে এবার এক মহিলা চিকিৎসকের বুদ্ধিতে এক পাগল প্রেমি পুলিশের জালে ধরা পড়ল৷ আসলে, দিল্লির এক যুবক আফগানী বংশোদ্বূত এক মহিলা চিকিৎসকে বারবার ধর্ষণের হুমকি দিচ্ছিল, তাকে অশ্লীল এসএমএস পাঠাচ্ছিল৷ মহিলা ডাক্তার এই হুমকিতে বিরক্ত হয়ে উঠেছিলেন৷ সেই কারণেই তিনি যুবককে হাতে নাতে ধরার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করলেন৷

এই মহিলা ডাক্তার যুবককে সহবাসের প্রস্তাব দেন৷ সহবাসের প্রস্তাব পেয়ে যুবকের অবস্থা যে হাতে চাঁদ পাওয়ার মত৷ সেই অমনি নাচতে নাচতে ডাক্তারের জালে ধরা দিল৷ মহিলা ডাক্তার অভিযুক্ত যুবকে ভালবাসা ও সহবাসের প্রস্তাব দিয়ে লাজপতনগর মেট্রো স্টেশনে আসতে বলে৷ অভিযুক্ত মেট্রো স্টশনে পৌঁছলেই পুলিশ তাকে গ্রেফতার করে৷

যদিও এই বুদ্ধি প্রয়োগ পুরোপুরি মহিলার নয়৷ যুবকের ব্যবসার অতিষ্ট হয়ে মহিলা চিকিৎসক থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশই অভিযুক্তকে ধরার জন্য এমন পরিকল্পনা করেন৷ পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের করে৷

 

The post যুবককে ‘বেডে’ আহ্বান সুন্দরী ডাক্তারের! পিছনের কারণটা আশ্চর্যের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সম্পত্তির লোভে দিদিকে অপহরণ করে খুনে অভিযুক্ত ভাই

$
0
0

স্টাফ রিপোর্টার, বনগাঁ: সম্পত্তির লোভে দিদিকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে৷ অভিযোগ, গুরুতর জখম অবস্থায় দিদিকে হাসপাতালের সামনে ফেলে দিয়ে পালিয়ে গেল ভাই৷

পরে হাসপাতালেই মৃত্যু হয় জখম দিদির৷মৃতার বোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালের সামনে শনিবার রাতে গুরুতর জখম অবস্থায় এক মহিলাকে ফেলে দিয়ে পালিয়ে যায়৷ হাসপাতালের তরফেই তাঁকে ভর্তি করা হয়৷ কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়৷পরে জানা যায় ওই মহিলার নাম শাহিদা দফাদার৷ তিনি নদীয়া গাংনাপুর থানার আইশমালি গ্রামের বাসিন্দা৷ খবর পেয়ে হাসপাতালে আসেন শাহিদার ছোট বোন হাফিজা৷ তিনিই দাদা মান্নান দফাদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর দাবি, দীর্ঘদিন ধরে দিদির সঙ্গে তাঁর দাদার পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছে৷ বহুবার এ নিয়ে দুজন প্রকাশ্য ঝামেলায় জড়িয়েছেন৷অভিযোগ, মান্নান দিদির সই জাল করে ওই সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল৷ মাসখানেক আগে হঠাৎ মান্নান এ নিয়ে দিদির সঙ্গে মীমাংসার প্রস্তাব দেয়৷ দিদিকে ডেকেও পাঠায়৷

কিন্তু সেখান থেকেই শাহিদাকে অপহরণ করা হয় বলে অভিযোগ হাফিজার৷তাঁর দাবি, দাদা মান্নানই দিদিকে অপহরণ করে৷ আর তার পর সম্পত্তি হাতাতে দিদিকে মারধর করে বনগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়৷ হাফিজার অভিযোগ, সম্পত্তি জালিয়াতি করে হাতিয়ে নেওয়ার কুকীর্তি ঢাকতেই মান্নান শাহিদকে খুন করেছে৷তিনি পুলিশের কাছে মান্নানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷তবে মান্নানকে এখনও গ্রেফতার করা যায়নি৷ পুলিশ জানিয়েছে, মান্নানের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে৷

The post সম্পত্তির লোভে দিদিকে অপহরণ করে খুনে অভিযুক্ত ভাই appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

আত্মহত্যা নাকি খুন, গোলকিপারের মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য

$
0
0

স্টাফ রিপোর্টার, শ্রীরামপুর: আত্মহত্যা নাকি খুন, কলকাতা পোর্ট ট্রাস্টের গোলকিপার স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার (২১) মৃত্যুর ঘটনায় রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে৷

শনিবার গভীর রাতে ফেসবুকে আত্মহত্যার পোস্ট দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পরের দিন শ্রীরামপুর স্টেশন এলাকা থেকে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়৷ যদিও এদিন তৃণমূলের স্থানীয় এক কাউন্সিলার, তাঁর স্বামী সহ ৭জনের নামে শ্রীরামপুর জিআরপি-তে এফআইআর দায়ের করেছেন মৃতর পরিজনেরা৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

রাজার পরিজনদের দাবি, নবমীর রাতে পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী নাগের ভাইয়ের সঙ্গে গোলমাল হয় রাজার৷ এরপরই মৌসুমী ও তাঁর স্বামী পিন্টু নাগ দলবল নিয়ে চড়াও হয় স্নেহাশিসের বাড়িতে৷ পরিজনদের দাবি, সেই সময় স্নেহাশিসের বাড়িতে কেউ ছিলেন না৷ বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ এমনকি প্রতিবেশীরা তাঁকে বাঁচাতে গেলে কাউন্সিলারের বাহিনী রিভলবার হাতে ভয় দেখায় বলে অভিযোগ৷

যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলারের স্বামী পিন্টু নাগ বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি৷ আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে৷ এবিষয়ে সেই রাতে ফেসবুকে স্নেহাশিসের স্ট্যাটাসের প্রসঙ্গও উত্থাপন করছেন তিনি৷ প্রসঙ্গত, ফেসবুক স্ট্যাটাসে স্নেহাশিস লিখেছিলেন, “আসি সবাই, আর থাকতে মন করছে না এই সমাজে৷ সবাই স্বার্থপর৷ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷’’ যদিও স্নেহাশিসের মা রিঙ্কু দেবীর দাবি, “আমার ছেলে আত্মহত্যা করার ছেলে নয়৷ লড়াই করে বাঁচতে জানে৷ ওকে খুন করে দেহ রেললাইনে ফেলে দিয়ে আসা হয়েছে৷’’

ফলে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে৷ যদিও তরুণ প্রতিভাবান ফুটবলারের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে৷

The post আত্মহত্যা নাকি খুন, গোলকিপারের মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

‘রোজ রাতে আমাকে একাধিক পুরুষ ছিঁড়ে খায়’

$
0
0

লখনউ: নয়ডাতে পুলিশ গ্রেফতার করল এমন এক ব্যক্তিকে যে কিনা নিজের স্ত্রীকেই দেহব্যবসার কাজে নামতে বাধ্য করে৷ কয়েক বছর আগে নেপালেই এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয় নির্যাতিতার৷ এরপর তাকে ভারতে নিয়ে আসা হয়৷ নিজের স্ত্রীকে প্রায় রোজই মারধোর করত ওই ব্যক্তি৷ আর এবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ৷

আরও পড়ুন: স্পা-এর আড়ালে রমরমিয়ে চলছে দেহব্যবসা

কি ঘটেছিল?
সূত্র অনুযায়ী, সেক্টর ২৭-এর মামলা এটি৷ অভিযুক্ত নিতিন ৪বছর আগে ওই মহিলাকে জোর করে বিয়ে করে৷ এরপর দু’জনে নেপালেই থাকত৷ কিন্তু ২মাস আগে হঠাৎই নিতিন তার স্ত্রীকে নিয়ে ভারতে আসে৷ নয়ডার সেক্টর ২৭-এ একটি বাড়ি ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করে৷

আরও পড়ুন: নিজের মেয়েকে দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে

নির্যাতিতা পুলিশকে জানায়, নিতিন প্রায়শই তাকে মারধোর করত৷ দেহব্যবসার কাজে বারবার তাকে বাধ্য করত নিতিন৷ সে এসব করতে অস্বীকার করলেও, অভিযুক্ত তাকে জোর করতে থাকে৷ আর এই রোজ ঝামেলা চলত স্বামী-স্ত্রী-র মধ্যে৷ শেষ পর্যন্ত এই নির্যাতন থেকে মুক্তি পেতে সে পুলিশের দ্বারস্থ হয়৷

আরও পড়ুন: হোয়াটস-অ্যাপের মাধ্যমে মহিলাদের ছবি পাঠিয়ে অবাধে চলছে দেহব্যবসা!

পুলিশের বক্তব্য অনুযায়ী, নির্যাতিতা জানায়, নিতিন তাকে জোর করেই বিয়ে করেছিল৷ আর তার বক্তব্যের ওপর ভিত্তি করেই পুলিশ মামলা দায়ের করে তদন্তে নামে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷

The post ‘রোজ রাতে আমাকে একাধিক পুরুষ ছিঁড়ে খায়’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

Viewing all 1055 articles
Browse latest View live