নয়াদিল্লি: ফিল্মি কায়দায় মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তারপর তাদেরই ব্ল্যাকমেল করতে করতে শেষমেশ পুলিশের জালে এক ব্যক্তি৷ আর তার যাবতীয় কুকীর্তির অনুপ্রেরণা হল বলিউডের সুপারহিট ছবি লেডিস ভার্সেস রিক্কি বহেল৷
আরও পড়ুন: উচ্চবিত্ত মহিলাদের নগ্ন অবস্থায় এমএসএস বানিয়ে কীভাবে ব্ল্যাকমেল চলছে দেখুন!
কি ঘটেছিল?
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিল্লিতেই৷ দিল্লির বিবেক বিহারের বাসিন্দা রাজেশ গর্গ৷ ছবি দেখে সেই বুদ্ধিকেই কাজে লাগিয়ে ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইল খোলে দিল্লির এই ব্যক্তি৷ আর সেখানেই বিভিন্ন মহিলার সঙ্গে আলাপ করে, তা শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে নিয়ে যেত সে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে সেসবের ভিডিও করত রাজেশ৷ আর সেই ভিডিওকে পরে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করত ওই মহিলাদের৷ আর এই ফাঁদেই পড়ে এক মহিলা৷ মহিলার সঙ্গে ম্যাট্রিমনি সাইটে কথা বলে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় রাজেশ৷ তার সঙ্গে তারই টাকাতে বিভিন্ন জায়গায় ঘুরে তাকে মুম্বই নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল সে৷
জানা যায়, রাজেশ মহিলাকে তার চাকরি থেকে শুরু করে তার পরিবার সব বিষয়েই মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিল ওই মহিলাকে৷ মহিলাও নিজের বাড়িতে কিছু না জানিয়ে বেরিয়ে এসেছিল রাজেশের জন্য৷ এমনকি শারীরিক সম্পর্কও হয় দুজনের মধ্যে৷ মহিলার নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে নয়াদিল্লির রেল স্টেশন থেকে রাজেশ এবং ওই মহিলাকে হেফাজতে নেয়৷
আরও পড়ুন: আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল-ধর্ষণ, গ্রেফতার অভিনেতা
ডিসিপি নূপুর প্রসাদ জানিয়েছেন, রাজেশ ওই মহিলাকে বলে যে তার বাবা আইএএস আধিকারিক৷ এবং সে নিজেও বছরে ৫০লাখ টাকা বেতনের চাকরি করে৷ আর তার পরিবার মুম্বইতে থাকে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে এর আগে আরও ৫জন মহিলার সঙ্গে রাজেশ এই কুকর্ম করেছে৷
The post সিনেমার কায়দায় শারীরিক সম্পর্কের ভিডিও তুলে মহিলাদের ব্ল্যাকমেল appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল