Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all 1055 articles
Browse latest View live

গোয়া থেকে মাদক সহ গ্রেফতার ১

$
0
0

ক্যালাঙ্গুটে (গোয়া) : মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল ক্যালাঙ্গুটে পুলিশ৷ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়৷ তারা দুজনেই কেরলের বাসিন্দা৷

আরও পড়ুন : হরিয়ানা পুলিশের জালে ধরা পড়ল হানিপ্রীত

ওই ব্যক্তির নাম আবদুল হাসনির সাওয়াজ৷ বয়স ২৩ বছর৷ কেরলের মঞ্জেশ্বরমের বাসিন্দা৷ পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করে৷ তার কাছ থেকে ২৭০ গ্রাম ভাং সহ তাকে গ্রেফতার করা হয়৷ বাজারে এর দাম ৩০ হাজার টাকা৷ এছাড়া তার থেকে হেরোইনও বাজেয়াপ্ত করে পুলিশ৷ আন্তর্জাতিক বাজারে এর দাম ১০ হাজার টাকা৷

২ ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ৷ তবে এখানেই ইতি নয়৷ তল্লাশি ও তদন্ত এখনও চলছে৷

The post গোয়া থেকে মাদক সহ গ্রেফতার ১ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


অন্ধকার ঘরে দুই স্ত্রীয়ের সাহায্যে যুবতীকে লাগাতার ধর্ষণ ভন্ড তান্ত্রিকের

$
0
0

সুরাট: দুই স্ত্রীয়ের সাহায্যে ২৩ বছরের এক যুবতীকে চারদিন ধরে ধর্ষণ করল এক ভন্ড তান্ত্রিক৷ গুজরাটের সুরাটের আম্রলির ঘটনা৷ ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে ভূপত ওরফে মামা চৌহান নামের তান্ত্রিক ও তার দুই স্ত্রী মনা ও রমাকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷

পড়ুন আরও- যৌন চাহিদা মেটানোর সঙ্গে পরিবারের সঙ্গেও কথা বলতে পারে সেক্স ডল ‘সামান্থা’

নির্যাতিতা যুবতী নিখোঁজ বাবার খোঁজে পরিটিত একজনের পরামর্শে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল৷ তান্ত্রিক গোপন শক্তির সাহায্যে যুবতীর বাবাকে ফিরিয়ে আনার আশ্বাস দেয়৷ কিন্তু শর্ত হিসেবে তান্ত্রিকের কিছু নির্দেশ মানতে বলে যুবতীকে৷ এরপরেই সে যুবতীকে সহবাসের জন্য চাপ দিতে শুরু করে৷

পড়ুন আরও- অ্যান্টি ট্যাংক মিসাইল তৈরিতে হাত মেলাল ভারত ও ফ্রান্স

এই ভাবেই চারদিন ধরে যুবতীর উপর যৌন নির্যাতন চালায় ওই তান্ত্রিক৷ তান্ত্রিকের দুই স্ত্রী যুবতীকে ঘটনা কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়৷ কিন্তু যুবতী হুমকি উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে৷ নির্যাতিতা আপাততত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

The post অন্ধকার ঘরে দুই স্ত্রীয়ের সাহায্যে যুবতীকে লাগাতার ধর্ষণ ভন্ড তান্ত্রিকের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মণিপুরি জঙ্গির বয়ানে কলকাতায় ডাকাতির সূত্র খুঁজছে পুলিশ

$
0
0

স্টাফ রিপোর্টার: দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ডাকাতির ঘটনায় মণিপুরি জঙ্গি সংগঠনের নাম উঠে আসায় গোয়েন্দা বিভাগ চিন্তিত৷ এই ডাকাতির মামলায় অন্যতম অভিযুক্ত লিশম ইবুমগতম্বা সিং৷ তাকে নিজেদের হেফাজতে নিল পুলিশ৷ তার বাড়ি পূর্ব ইম্ফল৷

শিলিগুড়িতে ডাকাতি করে গিয়ে ধরা পড়েছিল লিশম ও আরও দুই দুষ্কৃতী৷ পরে জানা যায়, ধৃতেরা প্রত্যেকেই মনিপুরের জঙ্গি সংগঠন কেসিপি (কাংলেইপাক কমিউনিস্ট পার্টি) সদস্য৷ তদন্তে উঠে আসে এই কেসিপি জঙ্গিরা কলকাতায় যোধপুর পার্কে ডাকাতির সঙ্গে জড়িত৷

এমন তথ্য মিলতেই ধৃত তিন জঙ্গিকে হেফাজতে নিতে আলিপুর আদালতে আবেদন করেছিল কলকাতা পুলিশ৷ সেই আবেদনের ভিত্তিতে বুধবার আদালত কেসিপি জঙ্গি লিশম সিংকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ আইনি প্রক্রিয়া অনুসারে বাকি দুই দুষ্কৃতীকে অবিলম্বে হেফাজতে নেওয়া হবে৷

আরও পড়ুন: কলকাতার ডাকাতিতে মণিপুরি জঙ্গি-মাও গন্ধ খুঁজছে পুলিশ

জানা গিয়েছে, প্রাথমিক জেরায় মণিপুরি জঙ্গি লিশম যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে৷ তবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে কলকাতা পুলিশের দাবি, লিশম ও বাকি দুই দুষ্কৃতী যোধপুর পার্কের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত৷

যোধপুর পার্কে ডাকাতির ঘটনার দিন দোকানের সিসিটিভি খারাপ ছিল৷ এখানেই সন্দেহ দানা পাকছে৷ কেউ কি তবে মণিপুরি জঙ্গি সংগঠন কেসিপি-কে সাহায্য করছে কলকাতায় ? লিশমকে লাগাতার জেরায় মিলবে অনেক সূত্র সেই সূত্র ধরে রহস্য সমাধান হবে দ্রুত৷ জানিয়েছে কলকাতা পুলিশ৷

কেসিপি একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন৷ ১৯৮০ সাল থেকে মণিপুরে এই সংগঠন সক্রিয়৷ মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় তাদের কিছু ঘাঁটি আছে৷

The post মণিপুরি জঙ্গির বয়ানে কলকাতায় ডাকাতির সূত্র খুঁজছে পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মালদহে বধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা জমি মাফিয়াদের

$
0
0

 

স্টাফ রিপোর্টার, মালদহ: জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এক ব্যক্তির স্ত্রীকে বাড়ি থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করল জমি মাফিয়ারা৷ মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে মেয়েও৷

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহর হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসিঘাটায়৷ গুরতর আহত অবস্থায় মা-মেয়েকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷

লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও প্রধান অভিযুক্ত রাজু শেখ পলাতক৷ ওই জমি মাফিয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েচে, তুলসিঘাটার জঙ্গল লাগোয়া গ্রামে একটি পরিবারের বেশ কিছু চাষের জমি রয়েছে৷ অভিযোগ, সেই জমি ক্রয়ের জন্য ওই পরিবারের ওপর চাপ দিচ্ছিলেন রাজু শেখ৷

থানায় লিখিত অভিযোগে আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এদিন দলবল নিয়ে বাড়িতে হানা দেয় রাজু৷ বাড়ির গৃহবধূকে বাড়ি থেকে জোর করে পাশের জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়৷ মাকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হন ওই গৃহবধূর মেয়েও৷ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসায় অভিযুক্তরা পালিয়ে যায়৷

স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে মা ও মেয়েকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

The post মালদহে বধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা জমি মাফিয়াদের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

স্ত্রীকে মারধরের অভিযোগে ধৃত গায়ক

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের মারধরের অভিযোগে গ্রেফতার এক গায়ক৷ ধৃতের নাম রাহুল মিত্র৷ বুধবার সার্ভে পার্ক থানায় রাহুলের নামে মারধরের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুদেষ্ণা মিত্র৷ অভিযোগ পেয়েই পুলিশ রাহুলকে গ্রেফতার করে৷ ধৃতের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় পরে জামিন পেয়ে যায় রাহুল৷

পুলিশ জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর আলিপুর আদালতে দাম্পত্য কলহের অভিযোগ করেছিলেন সুদেষ্ণা৷ তারপর ৩০ সেপ্টেম্বর বিজয়ার দিন সন্তানদের নিয়ে সার্ভে পার্ক এলাকায় বাপেরবাড়িতে যান তিনি৷ সেদিন অভিযোগের বিষয়টি জানতে পারে রাহুল৷ তখন সুদেষ্ণার বাপেরবাড়িতে গিয়ে সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন তাকে বাধা দিলে স্ত্রী-সহ শ্বশুর, শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ৷

অবশেষে বুধবার তার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করে তার স্ত্রী৷ সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাহুলকে৷

The post স্ত্রীকে মারধরের অভিযোগে ধৃত গায়ক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

‘নাচ-গানের প্রশিক্ষণ দেওয়ার নামে দেহব্যবসায় বাধ্য করত’

$
0
0

রায়পুর: ফের দেহব্যবসার কান্ড প্রকাশ্যে এসে চাঞ্চল্য ছড়াল৷ ছত্তিশগড় থেকে যুবতীদের বিহারে এনে জোর করে নাচ-গান-দেহব্যবসার কাজে বাধ্য করার ঘটনা সামনে উঠে এসেছে৷ তবে শুধু ছত্তিশগড় বা বিহার নয়, এর জাল যে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে৷ ছত্তিশগড়ে এমন এক চক্র সক্রিয় যারা ছত্তিশগড়ের মেয়েদের টার্গেট করে তাদের বিহারে তুলে এনে নাচে-গানে দক্ষ করে তোলে, আর তারপর তাদের দেহব্যবসার কাজে নামতেও বাধ্য করে৷ জানা যায়, এইসব মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের বিনিময়ে মোটা টাকার লোভ দেখিয়ে আনা হয়৷ আর এই প্রলোভনে পা দিয়েই এই দেহব্যবসার জালে জড়িয়ে পড়ে বহু যুবতী৷

আরও পড়ুন: মালদহে বধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা জমি মাফিয়াদের

এমনই এক চক্রের হাত থেকে পালিয়ে আসে এক নির্যাতিতা৷ সে জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে তাকে বিহারের মালিয়াবাগে নিয়ে আসা হয়৷ সেখানে তাকে নাচ-গানের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়৷ পাশাপাশি তাকে দশ হাজার টাকাও দেওয়া হয়৷ অনেক জায়গায় তাকে নিয়ে গিয়ে নাচ-গানও করানো হয় বলে জানায় সে৷ আর সেইসঙ্গে দেহব্যবসার কাজে নামবার জন্য চাপ দেওয়া শুরু হয় তার ওপর৷ নির্যাতিতা পুলিশকে জানায়, মালিয়াবাগের তিনটি ফার্মহাউসে ৫০-এর বেশি মেয়ে রয়েছে৷ সব মেয়েদের ছোট ছোট কাপড় পরিয়ে অশ্লীল নাচের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে৷ এখানে ছত্তিশগড় ছাড়া ওডিশা, মহারাষ্ট্র থেকে অনেক মেয়েকে তুলে এনে আটকে রাখা হয়েছে৷

আরও পড়ুন: অন্ধকার ঘরে দুই স্ত্রীয়ের সাহায্যে যুবতীকে লাগাতার ধর্ষণ ভন্ড তান্ত্রিকের

পুলিশের বক্তব্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে অনেক স্থানীয় বাসিন্দারাও জড়িয়ে রয়েছে৷ স্থানীয়দের মাধ্যমেই কম বয়সী মেয়েদের নিয়মিত খোঁজ পায় এই চক্র, আর সেখান থেকেই তারা বেরিয়ে পড়ে শইকারের খোঁজে৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে৷ পাশাপাশি দু’টি দল তৈরি করে নির্যাতিতাকে সঙ্গে নিয়ে বিহারে রওনা দিয়েছে অভিযুক্তদের খোঁজে৷

The post ‘নাচ-গানের প্রশিক্ষণ দেওয়ার নামে দেহব্যবসায় বাধ্য করত’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

স্কুলেই অবাধে চলছে ‘কুমারী’ মেয়ে বেচা-কেনা! কীভাবে জানলে চমকে যাবেন

$
0
0

বেজিং: স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো ও তাদের উপর অত্যাচার করার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ এই ঘটনার সঙ্গে নামী ব্যবসায়ীরাও জড়িত রয়েছেন যারা কোটি টাকার বিনিময়ে কুমারী মেয়েদের কিনে নিতেন৷ চাঞ্চল্যকর এই ঘটনা চিনের শানক্সি প্রদেশের৷

পুলিশ সূত্রে খবর, স্কুল পড়ুয়াদের কোটি টাকার বিনিময়ে কেনার পর ব্যবসায়ীদের একটি দল তাদের উচ্চপদস্থ আধিকারিকদের ‘উপহার’ হিসেবে দিতেন৷ যারা ওই নাবালিকাদের যৌন শোষণ করতেন ও তাদের উপর নৃশংস অত্যাচার চালাতেন৷ এই ঘটনার পুলিশ একাদশ শ্রেণির ছয়জন পড়ুয়াকে গ্রেফতার করেছে৷ যদিও তাদের মধ্যে একজনের বয়স ১৬ বছরের কম হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ টিওআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনা একেবারেই পূর্ব পরিকল্পিত৷ ব্যবসায়ীরা স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীদের কুমারি মেয়ে নিয়ে আসার জন্য প্রায় দুই কোটি টাকা দিতেন৷ এই ছাত্রীরা দশম শ্রেণীর ছাত্রীদের ফাঁসিয়ে ব্যবসায়ীদের হাতে তুলে দিত৷ এদের একাধিক লোক ধর্ষণ করত ও অত্যাচার চালাত৷

পুলিশ সূত্রে খবর, সাতজন একাদশ শ্রেণীর ছাত্রী পাঁচজন দশম শ্রেণীর ছাত্রীকে হুমকি দেয় ও তাদের নগ্ন ছবি তোলে৷ নগ্ন ছবির সাহায্যে তারা নিচু ক্লাসের ছাত্রীদের ব্ল্যাকমেল করতে থাকে৷ এই অত্যাচারের কারণে দুই ছাত্রীর সহ্যের বাঁধ ভেঙে যায় তারা এই বিরুদ্ধে সরব হয়৷ স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে নির্যাতিতারা কিছু ছবি প্রকাশ করে যেখানে গভীর আঘাতের চিহ্ন ছিল৷

নির্যাতিতাদের বাবা জানিয়েছেন, দশম শ্রেণীর পাঁচ ছাত্রী যখন আধিকারিকদের সঙ্গে সহবাস করতে অস্বীকার করে তখন তাদের মারধর করা হয় ও শারীরিক সম্পর্ক তৈরির জন্য বাধ্য করা হয়৷ অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে একজন ব্যবসায়ীদের থেকে ১.২ কোটি টাকা নিয়েছিল৷ অন্য এক ছাত্রী ৮০ লক্ষ টাকা নিয়েছিল৷ ব্যবসায়ীরা তাদের বলেছিল, উচ্চপদস্থ আধিকারিকদের দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়ায় জন্য তারা কুমারী মেয়েদের তাদের কাছে পাঠায়৷

যদিও এই মামলায় অভিযুক্ত ব্যবসায়ী ও আধিকারিকদের পরিচয় এখনও জানা যায়নি৷ এই ঘটনার সঙ্গে জড়িত এক আধিকারিককে পুলিশ হেফাজতে নিয়েছে৷ এছাড়াও চিনা সরকার স্কুল প্রশাসন ও শিক্ষা বিভাগকেও কড়া বার্তা জানিয়েছেন৷

The post স্কুলেই অবাধে চলছে ‘কুমারী’ মেয়ে বেচা-কেনা! কীভাবে জানলে চমকে যাবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

জনপ্রিয় এই অভিনেত্রীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত বাঙালি ব্যবসায়ী

$
0
0

মুম্বই: অভিনয়ের টানে পঞ্জাবের এক অভিনেত্রী বিমানসেবিকার চাকরি ছেড়ে পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। মুম্বইতে এসে আলাপ হয় এক বাঙালি ব্যবসায়ীর ছেলে অমিত শেনয়ের সঙ্গে।  অভিযোগ, এই অমিত নাকি বিবাহিত হয়েও গোপনে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছেন ওই অভিনেত্রীর সঙ্গে। নিগৃহীতা প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দিতে চাপ দিলে ওই ব্যবসায়ী সোশ্যাল সাইটে অভিনেত্রীর নগ্ন ছবি পোস্ট করে। এরপরেই থানায় ধর্ষণের অভিযোগ জানাতে যান ওই যুবতী।

কিন্তু পুলিশে অভিযোগ জানাতে গেলে থানায় মহিলা পুলিশ না থাকায় সঠিক এফ আই আর লিপিবদ্ধ করা হয়নি বলেও অভিযোগ করেছেন নিগৃহীতা অভিনেত্রী।

গত কয়েক মাস আগে অভিনেত্রীকে গোপনে এক মন্দিরে বিয়ে করেন অমিত।  কিন্তু রেজিস্ট্রি করে বিয়ে করতে চাপ দিলে তার নগ্ন ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার হুমকি দেন অভিযুক্ত যুবক। তখনকার মতো ছেড়ে দিলেও এবছরের শুরু দিকে ফের ওই অভিনেত্রীকে ফোন করে মুম্বইয়ের এক হোটেলে ডাকেন অমিত। ভয় দেখান, না এলে নগ্ন ছবিগুলি প্রকাশ্যে এনে ফেলবেন। সেই রাতে হোটেলের ঘরে ওই অভিনেত্রীর সঙ্গে অস্বাভাবিক রতিক্রিয়া করেন বলে অভিযোগ অমিতের বিরুদ্ধে। এরপরেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন যুবতী।

The post জনপ্রিয় এই অভিনেত্রীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত বাঙালি ব্যবসায়ী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনসম্পর্ক! অতঃপর…

$
0
0

গুড়গাঁও: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এরপরই যুবতী গর্ভবতী হলে সে পালিয়ে তার গ্রামে চলে আসে৷ মৌনপুরের খরগজিত নগরের বাসিন্দা সত্যবীর গুরগাঁওয়ে এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করে৷ যুবতী গর্ভবতী হলে যে দিল্লি থেকে পালিয়ে চলে আসে৷ তাকে খুঁজতে ওই মৌনপুরি পৌঁছে স্ত্রীয়ের সঙ্গে ওই যুবককে ধরে ফেলে যুবতী৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবক হেফাজতে নিয়ে দিল্লি পুলিশকে খবর দিয়েছে৷

বরনাহাল থানার হাকিমপুর নিবাসী সত্যবীর চৌহান গুড়গাঁওয়ের একটি কোম্পানিতে চাকরি করত৷ সত্যবীর আগে থেকে বিবাহিত ছিল৷ একই কোম্পানিতে ওই যুবতীও চাকরি করত৷ চাকরির সূত্রেই তাদের আলাপ হয়৷ নিজেকে অবিবাহিত বলে সে ওই যুবতীকে বিবাহের প্রস্তাব দেয়৷ মেয়েটি রাজী হওয়ার পর তারা দিল্লির কাপসহেডা থানা এলাকায় একটি ঘর ভাড়া করে একসঙ্গে থাকতে শুরু করে৷ এরপরই যুবতী হঠাৎ গর্ভবতী হয়ে যায় এবং বিয়ের জন্য চাপ দিতে শুরু করে৷ সেসময় যুবক বাবার চিকিৎসার কথা বলে মৌনপুরি ফেরৎ চলে আসে৷ ছেলে হওয়ার পর যুবতী ফোন করে সত্যবীরকে জানায়৷ এরপর থেকে সত্যবীর ফোন ধরা বন্ধ করে দেয় এবং পুলিশে খবর দিলে যুবতীকে প্রাণে মারার হুমকি দেয়৷ এরপরই মেয়েটি সত্যবীরের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করে৷

এফআইআরের কথা শুনে সত্যবীর নিজের মোবাইল বন্ধ করে দেয়৷ যুবতীও ছাড়বার পাত্রী নয়, সে সত্যবীরকে খুঁজতে শুরু করে৷ শুক্রবার সে তার পুত্রসন্তানকে নিয়ে মৌনপুরি আসে৷ সত্যবীরের বাড়িতে এসে সে তাকে তার স্ত্রীয়ের সঙ্গে উদ্ধার করে৷ এরপরই এসপিকে খবর দেয় ওই যুবতী৷ এসপী শ্রীকান্ত সিংয়ের নির্দেশে পুলিশ পৌঁছে সত্যবীরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ এরপর দিল্লি পুলিশকেও এই ঘটনার খবর দেওয়া হয়৷

The post বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনসম্পর্ক! অতঃপর… appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য খুন যুবতি

$
0
0

হায়দরাবাদ : দোষ বলতে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন৷ সেই কারণেই তাঁকে খুন হতে হল৷ অভিযোগ উঠেছে তার ফিয়সেঁর উপর৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কাছে কুকটপল্লিতে৷

মৃতার নাম আর সৌম্যা৷ বয়স ১৯ বছর৷ কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি৷ অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন তিনি৷ ফিয়সেঁ কে কৃষ্ণাইয়া এটা মেনে নিতে পারতেন না৷ পেশায় তিনি ক্যাব ড্রাইভার৷ শুক্রবার রাতে কৃষ্ণাইয়া কুকটপল্লি থানায় এসে সেকথা স্বীকার করেন৷ বলেন, সৌম্যা সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন৷ অন্য এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে তিনি সন্দেহ করতেন৷ ফোনেও চ্যাট করতেন সৌম্যা৷ সেই কারণে তিনি সৌম্যাকে শ্বাসরোধ করে খুন করেন৷ মৃতদেহ কুকটপল্লির কাছে আইডিএল লেকের কাছে ফেলে দেন৷

শনিবার সকালে সৌম্যার দেহ উদ্ধার করা হয়৷ পুলিশ সূত্রে খবর, দুজনেই কুকটপল্লির শাহপুর এলাকার বাসিন্দা৷ ২ মাস আগে তাঁদের এনগেজমেন্ট হয়৷ কৃষ্ণাইয়াকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ তিনি স্বীকার করেছেন, সৌম্যার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা পছন্দ ছিল না তাঁর৷ এই নিয়ে একাধিকবার সৌম্যাকে সতর্ক করেছেন কৃষ্ণাইয়া৷ তবু কলেজের বন্ধুদের সঙ্গে চ্যাট করতেন সৌম্যা৷ শুক্রবার সন্ধ্যাবেলা চিন্তল এলাকায় যান তাঁরা৷ সেখানেই সৌম্যাকে শ্বাসরোধ করে খুন করা হয়৷ তারপর মৃতদেহ একটি ব্যাগে ভরে মোটর সাইকেলে করে আইডিএল লেকে নিয়ে আসেন কৃষ্ণাইয়া৷

ঘটনায় সৌম্যার মা মেয়ের নিখোঁজ হওয়ার জন্য থানায় ডায়রি করেছেন৷

The post সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য খুন যুবতি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

রাজ-নেত্রীর একেবারে নগ্নছবি ফাঁস

$
0
0

হলি-বলি অভিনেত্রীদের নগ্নছবি ফাঁস হওয়া আজকাল আর কোন নতুন ব্যপার নয়৷ প্রতিনিয়তই এক আধজন সুন্দরী অভিনেত্রীর নগ্ন ছবি ছবি ফাঁস হচ্ছে ইন্টারনেটের দয়ায়৷ তবে এবার একজন রাজ-নেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের লোকসভার সদস্য ওল্গা ইউল্চাকের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে৷ যদিও ইউক্রেনের এই সাংসদ দাবি করেছেন তোন আইক্লাউড হ্যাকার তার ছবি চুরি করে নিয়েছে৷

৩০ বছরের ওল্গার নগ্ন ছবি প্রকাশের পর সারা ইউক্রেন জুরে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কিন্তু ওল্গা জানিয়েছেন এর জন্য তিনি মোটেও লজ্জিত নন ৷ এমনকি এতে তার জীবনে কোন ফারাক পড়বে না বলেও জানিয়েছেন এই সুন্দরী সাংসদ৷ ওগ্লা পাল্টা জবাবে জানিয়েছেন, তার ওই ছবি শিল্পের প্রতীক, এতে একজন নারীকে কখথনই দমিয়ে রাখা যায়না৷

ওল্গা বলেন, ‘আদকের যুগে মহিলাদের নগ্ন ছবিকে অশ্লীল বলে মনে করা হয়৷ আমি একাট বুঝতে পারি না৷ আমার মনে হয় এটা কেবলই শিল্প৷’ তিনি আরও বলেন, এই বিশ্ব সমস্ত গুণী ব্যক্তির শিল্পকে সম্মান করে যেমন, বেল গাঁ, টিটিয়ান বা কোন শিল্পী৷ তারা নগ্নতার সৌন্দর্যকেই সামনে এনেছিলেন যার প্রশংসাও হয়েছে৷ তেব তার বেলায় এমন অন্যথা কেন হচ্ছে বলেই প্রশ্ন তুলেছেন ইউক্রেনের এই সুন্দরী সাংসদ৷

আগামী ২৬ অক্টোবর ইউক্রেনে সংসদীয় নির্বাচন হতে চলেছে৷

 

 

The post রাজ-নেত্রীর একেবারে নগ্নছবি ফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

‘বাবা-মা আমাকে জোর করে রোজ রাতে দেহ ব্যবসায় নামতে বাধ্য করত’

$
0
0

অমরাবতী: বাবা-মা’ই তাঁকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিল। এই অভিযোগের কথা জানিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ। তিনি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী এলাকার বাসিন্দা। আত্মহত্যার আগে নিজেই রেকর্ড করা এক ভিডিওতে তিনি এই অভিযোগের কথা জানিয়েছেন। জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ভিডিওতে ওই মহিলা স্পষ্ট জানিয়েছেন, তাঁর বাবা-মা ও ভাই তাঁকে দেহ ব্যবসায় বাধ্য করেছিল। তিনি বার বার বাধা দিয়েছিলেন । কিন্তু, কোনও লাভ হয়নি। একটা সময়ের শুরু হয় তাঁর উপর মারধর, অত্যাচার। বাধা দিতে গেলে তাঁকে ধর্ষণ করা হয় বলেও জানিয়েছেন তিনি। এমনকী সেই ধর্ষণের ভিডিও রেকর্ডও করেছিল তাঁরই পরিবারের লোকজন।

সেই ভিডিও দেখিয়ে তাঁকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হত। দিনে দিনে তাঁর জীবন নরক হয়ে উঠেছিল। তাঁর স্বামী ও সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল এক ব্যক্তি। তাঁকে একজনের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল তাঁর মা। তাই শেষমেশ এই পথ বেছে নিতে বাধ্য হন ওই মহিলা। আত্মহত্যার জন্য বাবা-মা ও ভাইকে দায়ী করে গিয়েছেন ওই গৃহবধূ।

The post ‘বাবা-মা আমাকে জোর করে রোজ রাতে দেহ ব্যবসায় নামতে বাধ্য করত’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

দেহ ব্যবসায় রাজি না হওয়ায় যুবতীর স্তনে এভাবে কোপ!

$
0
0

মুম্বই: সাত মাসের মধ্যে দু’টি গণধর্ষণের মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছে মহারাষ্ট্র৷ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ঠিক সেই সময়ই মহারাষ্ট্রে নারী নির্যাতনের এক চরম ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপিত হল৷ দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কেটে নেওয়া হল তরুণীর স্তন৷ ঘটনায় প্রধান অভিযুক্তও একজন মহিলা৷ রুবি নামে দেহ ব্যবসা চক্রের ওই পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বছর ২৪-এর নির্যাতিতা তরুণী৷ ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি এলাকা৷

গুজরাত থেকে পাচার হয়ে ভিওয়ান্ডির অন্ধ গলিতে এসে পড়েছিল তরুণী৷ এরপর তার উপর চাপ বাড়াতে শুরু করে রুবির সাগরেদরা৷ কিন্তু কিছুতেই রাজি করান যায়নি একরোখা মেয়েটাকে৷ ফলে চরমে পৌঁছয় অত্যাচার৷ ১৯ মার্চ আলম ও আরফাজ নামে দুই সাগরেদের সাহায্যে ওই তরুণীর স্তন কেটে নেয় রুবি৷ ঘটনার কথা জানাজানি হতে স্থানীয়রাই পুলিশে খবর দেন৷ হাসপাতালে পাঠান হয় নির্যাতিতাকে৷

চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ বাকরুদ্ধ হয়ে গিয়েছেন৷ ঘটনার তদন্তকারী অফিসার রজন সাস্তে জানান, রুবিকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে৷ তার দুই সাগরেদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাসি চলছে৷

The post দেহ ব্যবসায় রাজি না হওয়ায় যুবতীর স্তনে এভাবে কোপ! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

শিক্ষিকার নগ্ন ছবি চুরি করে ইন্টারনেটে ফাঁস!

$
0
0

ওয়াশিংটন:  শিক্ষিকার ফোন থেকে নগ্ন ছবি চুরি করে তা ইন্টারনেটে ফাঁস! অভিযুক্ত তাঁরই এক ছাত্র। যদিও ওই ছাত্রের বিরুদ্ধে কোনও শাস্তিই দেওয়া হয়নি। উল্টে ওই শিক্ষিকাকেই বরখাস্ত করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার সাউথ ক্যারোলিনার ইউনিয়ন কাউন্টি হাই স্কুলে। ১৬ বছর বয়স্ক শিক্ষার্থীর ওই কাণ্ডে শিক্ষিকাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলটিতে মেকাট্রনিক্স (কম্পিউটার প্রোগ্রামিং) বিষয়ের শিক্ষিকা লেই অ্যান আর্থার তার ফোনটিকে ভুলবশত ক্লাসরুমের ডেস্কে ফেলে রেখেই চলে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। কিন্তু যা ঘটার তা ততক্ষণে ঘটে গিয়েছে! তার অনুপস্থিতিতে তার ফোন থেকে তারই একটি অর্ধনগ্ন ছবি চুরি করে তা ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে তাঁরই এক ছাত্র।

স্কুলের তরফে জানানো হয়েছে, আর্থার প্রায়ই শিক্ষার্থীদের তার ফোন ব্যবহারের অনুমতি দিতেন। তারপরও তিনি কী করে এমন একটি ছবি ফোনে রাখলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ওই শিক্ষিকাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সঙ্গে, অভিযুক্ত ছাত্রকে শিক্ষার্থীকে সাইবার ক্রাইম ও ‘ভয়েরিজম’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ‘ভয়েরিজম’ বলতে কাউকে নগ্ন বা কারও সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তৃতীয় কোনও ব্যাক্তির যৌন আকাঙ্ক্ষা মেটানোকে বোঝায়। তবে, অভিযোগে এই শিক্ষার্থীকে ‘অপ্রাপ্তবয়স্ক’ বলা হয়েছে।

The post শিক্ষিকার নগ্ন ছবি চুরি করে ইন্টারনেটে ফাঁস! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

অবৈধ প্রেমে লিপ্ত স্ত্রী, কোপাল স্বামী

$
0
0

হাওড়া: প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল স্ত্রী। সেই কারণে স্ত্রীকে ধারাল কোপাল স্বামী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বালি থানা এলাকার জিটি রোডে। অভিযুক্ত ব্যক্তির নাম রাজকুমার ঠাকুর। স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্ত মহিলার নাম পূজা ঠাকুর। তাঁকে গুরুতর জখম অবস্থায় বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতের দিকে পূজা তাঁর প্রেমিকের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। সেই সময় ঘটনাস্থলে চলে আসে রাজকুমার। দু’জনকে একসঙ্গে দেখে রাগে ফেটে পরে সে। ধারাল অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায় নিজের স্ত্রীর উপরে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় পূজার প্রেমিক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

The post অবৈধ প্রেমে লিপ্ত স্ত্রী, কোপাল স্বামী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’

$
0
0

সিমলা: ‘খুব তাড়াতাড়িই তোমায় বিয়ে করব’, এই প্রতিশ্রুতি দিয়েই দিনের পর দিন যুবতীর যৌন নির্যাতনের অভিযোগ যুবকের বিরুদ্ধে৷ হোটেলে নিয়ে গিয়েও যুবতীর সঙ্গে সহবাস করে ওই যুবক৷ কিন্তু যুবতী বিয়ের কথা বললেই সে সম্পর্কে অস্বীকার করে৷ একদিন যুবতীকে হোটেলে একা রেখে পালিয়েই যায় অভিযুক্ত যুবক৷ সিমলার চিড়গাঁও এলাকার ঘটনা৷ চিড়গাঁও থানায় রামপুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা যুবতী৷ যুবতীর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

যুবতী তার বয়ানে জানিয়েছে,  একটি অনুষ্ঠানে যুবকের সঙ্গে পরিচয় হয় তার৷ এরপরেই যুবতীকে রামপুরের একটি হোটেলে নিয়ে যায়৷ সেখানেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ।  বিয়ের কথা বললেই অভিযুক্ত যুবক রেগে যেত বলে অভিযোগ।  একদিন রামপুরে যুবতীকে একা ফেলে রেখে সে পালিয়ে যায়৷ এরপরেই নিজের বাড়ি পৌঁছে বাড়ির লোকেদের ঘটনার কথা জানায় যুবতী৷ ফোনেও যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যুবতী৷ কিন্তু যুবক তার ফোনের উত্তর দেয়নি৷ এরপরেই শুক্রবার রাতে চিড়গাঁও থানায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷

নির্যাতিতা তরুণী জানিয়েছেন, প্রত্যেক রাতে জোর করে সে শারীরিকভাবে আমার সঙ্গে মিলিত হতে চাইত সে।   এই বিষয়ে বারন করলেও কোনও কথা অভিযুক্ত যুবক শুনত না বলে অভিযোগ নির্যাতিতা তরুণীর।

The post ‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’মৌলানা করিম

$
0
0

নয়াদিল্লি: রামরহিমের পর এবার উঠে এল আরও এক নাম৷ নাম তার মৌলানা করিম৷ ৩২বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ কাজকর্ম করে যাচ্ছিল এই ব্যক্তি৷ মৌলানা করিমকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ৷ জানা গিয়েছে, অভুক্ত এই ব্যক্তির আসল নাম আফতাব ওরফে নাটে৷ কিন্তু সে মৌলানা করিম নাম নিয়ে সকলের চোখে ধুলো দিয়ে নিজের কারবার চালিয়ে যাচ্ছিল৷ আর এই কারবার সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও!

আরও পড়ুন: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় যুবতীর স্তনে এভাবে কোপ!

সূত্রের খবর, ৩৯ জন মহিলাকে ধর্ষণ করেছিল মৌলানা করিম৷ তিন তালাকে নির্যাতিত মুসলিম মহিলাদের হালালার নামে যৌন শোষণের কাজ করত করিম৷ এনকাউন্টার স্পেশালিস্ট অনিরুদ্ধ সিং (তামিল ছবিতে অভিনয় করেছিলেন), এডিজি এলাহাবাদ এসবি সাওয়ন্তের নেতৃত্বে মৌলানা করিমকে বলিউডি কায়দায় গ্রেফতার করেন৷

আরও পড়ুন: ‘বাবা-মা আমাকে জোর করে রোজ রাতে দেহ ব্যবসায় নামতে বাধ্য করত’

১৯৮৫ সাল থেকে খোঁজ চলছিল অভিযুক্তের৷ জানা যায়, মন্দির, মসজিদ, দরগাকেই সে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল৷ দরগাতে আগত প্রত্যেককে সে নিজের পরিচয় একজন তান্ত্রিক বলে জানাত৷ ভূত-প্রেত-সমস্যা দূর করার নামে তাদের থেকে টাকাও লুঠত৷ এসপি সিটি জানান, এই মৌলানা করিম নিজেকে হালালা-নিকাহ এক্সপার্ট বলে দাবি করত৷

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনসম্পর্ক! অতঃপর…

জানা যায়, পুলিশের হাত থেকে বাঁচতে প্রতি ১৫দিন অন্তর নিজের সিম কার্ড বদলে দিত সে এবং গোপনে-সতর্কতা অবলম্বন করে যোগাযোগ করত নিজের পরিবারের সঙ্গে৷ তবে পরিবারে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাদের৷ তবে পরিবারের ওপর নজরদারি চালানোর ফলেই শেষে মৌলানা করিমের হদিশ পাওয়া যায়৷ পুলিশের হাতে ধরা পড়ার পর সে জানায়, এলাহাবাদের শাহগঞ্জ থানা এলাকাতেই থাকত সে৷

The post ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

চার্চের ভিতরে এই নাবালিকার সঙ্গে যা হল জানলে লজ্জা পাবেন!

$
0
0

তিরুঅনন্তপুরম: গ্রেফতার করা হল কেরলের এক যাজককে৷ চার্চে ১০বছর বয়সী এক স্কুল ছাত্রীকে যৌন উৎপীড়ন করার মামলায় সোমবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷

আরও পড়ুন: ‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’

পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি রবিবারের ঘটনা৷ নির্যাতিতা বাইবেল শোনার জন্য চার্চে গিয়েছিল৷ অভিযুক্ত দেবরাজ(৬৫)-কে সোমবার গ্রেফতার করা হয়৷ দেবরাজ, কন্দনথিট্টা সিএসআই চার্চের যাজক ছিল৷

আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম

পুলিশ জানিয়েছে, ওই যাজকের বিরুদ্ধে পকসো এবং আইপিসি-র ৩৭৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়াকর জন্য যখন তিনি চার্চে যান তখন এই ঘটনা দেখেন তিনি৷

আরও পড়ুন: ‘নাচ-গানের প্রশিক্ষণ দেওয়ার নামে দেহব্যবসায় বাধ্য করত’

পুলিশের বক্তব্য, গত এক বছর ধরে দেবরাজ যাজকের কাজ করত৷

The post চার্চের ভিতরে এই নাবালিকার সঙ্গে যা হল জানলে লজ্জা পাবেন! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

উপবাস না করার অপরাধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর

$
0
0

নয়াদিল্লি: করবা চৌথে উপবাস করেননি স্ত্রী৷ এই অপরাধে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীকে৷ আর তারপরেই আত্মঘাতী হল স্বামী৷ আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির রোহিণী এলাকায়৷

জসবিন্দর সিং নামে বছর বত্রিশের ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই গোটা ঘটনা ঘটেছে ওই দম্পতির ৪ বছরের শিশুর চোখের সামনে।

আরও পড়ুন: চার্চে যাজকের যৌন উৎপীড়নের শিকার নাবালিকা

ওই দম্পতি সম্প্রতি ডিভোর্সের জন্য আদালতে আবেদন করেন৷ কিছুদিন ধরে তারা আলাদাই থাকছিলেন বলে জানা গিয়েছে। রবিবার আদালতের নির্দেশ মেনে মেয়েকে দেখতে স্ত্রীর বাড়িতে যান জসবিন্দর। সঙ্গে তার ভাই ও বোনও ছিলেন বলে সূত্রের খবর৷ সেখানে ছাদে গিয়ে দুজনেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরেই স্ত্রীকে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকেন জসবিন্দর৷ কোনও রকমে নিজেকে বাঁচিয়ে রক্তাক্ত অবস্থায় নিচে ছুটে নেমে আসেন ওই মহিলা৷ সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সবাই ছাদে জসবিন্দরের কাছে যান৷

আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম

সবাইকে একসঙ্গে ছাদে উঠে আসতে দেখে চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন জসবিন্দর। বিএসএ হাসপাতালে জ্ঞান ফেরার পর আহত মহিলা জানিয়েছেন, গত পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু তারপরেই নানা সমস্যা শুরু হয় তাদের মধ্যে ৷ যার জেরে তাঁরা আলাদা হয়ে যান। গত পাঁচ বছরে এই প্রথম তিনি করবা চৌথের ব্রত পালন করেন নি। এই ঘটনা নিয়েই রীতিমতো অসন্তুষ্ট ছিলেন জসবিন্দর৷

এদিকে এই ঘটনার পরই কে এন কাটজু থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার বাড়ির তরফে৷ দুজনের মধ্যে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

The post উপবাস না করার অপরাধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন! জানলে চমকে যাবেন

$
0
0

কলকাতা: শুধু ফুটবলরারাই নন, ক্রিকেটাররাও যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছেন একাধিকবার৷ কখনও প্রকাশ্যে কখনও বা গোপনে৷ কিন্তু যৌনতার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তাঁরা৷ এ ব্যাপারে সবার উপরে শেন ওয়ার্ন৷ খেলার পাশাপাশি বিছানাতেও অসাধারণ ক্যারিজ্মা দেখিয়েছেন ওয়ার্ন৷ কিংবদন্তি এই অজি স্পিনারের কেরিয়ারে যৌন কেচ্ছা লেগেই থাকত৷ যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ ওয়ার্ন৷ সাল ২০০০৷ বছর পনেরো আগের ঘটনা আজও টাটকা৷ সে সময় স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডেপুটি ছিলেন ওয়ার্ন৷

এক ব্রিটিশ নার্সকে ফোন করে অশ্লীল কথা বলাই নয়, নোংরা এসএমএস করতেও পিছপা হননি তিনি৷ এর ঠিক তিন বছর পরেও ফের যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন৷ ২৫ বছরের একটি মডেলের সঙ্গে বিছানায় কেরামতি দেখান স্পিনের জাদুকর৷ যা দেখে সেই মডেলও শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন৷ শোনা যায় শেনের মাঠের সাফল্যের কারণই মহিলা সঙ্গ৷ একই রাতে একাধিক মহিলাকে সয্যসঙ্গী করা ছিল ওয়ার্নের নেশা৷

ওয়ার্ন থেকে এবার কেভিন পিটারসেনে আসা যাক৷ ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান ভ্যানিসা নিমোর সঙ্গে এক মাস সহবাস করে তাঁকে ভুলে যান৷ ভ্যানেসা জানিয়েছিলেন কেপি তাঁকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন৷ বাদ যাননি নিউজিল্যান্ডের স্পিডস্টার ড্যারেল টাফি৷ ২০০৫-এ ২৩ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর সেক্স ভিডিও ফাঁস হয়ে যায়৷ যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেনা বলেই দাবি করেন৷

ভারতের চির প্রতিদ্ধন্দ্বী পাকিস্তান৷ দলের প্রাক্তন সেরা তিন কিংবদন্তি ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক ও সইদ আফ্রিদিরও নাম জড়ায় এ ব্যাপারে৷ ২০০০-এ করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীদের মাঝে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আফ্রিদিকে৷ তাঁর সঙ্গে ছিলেন হাসান রাজা ও আতিক উল জামান৷ যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে করাচির হোটেলে মেয়েরা তাঁদের অটোগ্রাফ নিতেই এসেছিল৷ নব্বইয়ের দশকের শেষে ওয়াসিম ও সাকলিন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন৷ ওখানকার বিখ্যাত স্ট্রিপ ক্লাবে তাঁদের যাওয়ার কথা প্রকাশ্যে চলে আসে৷

The post ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির সেরা পাঁচকাহন! জানলে চমকে যাবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

Viewing all 1055 articles
Browse latest View live