Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all 1055 articles
Browse latest View live

প্রেমের টোপেই চোরের নাগাল পুলিশের

$
0
0

স্টাফ রিপোর্টার, বনগাঁ: চোরের দাপটে জেরবার বাসিন্দারা৷ রাতে বিরেতে তো বটেই, দিনের আলোতেও গৃহস্থর ঘরে হানা দিয়ে সোনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটছিল৷ স্বাভাবিকভাবেই, নিরাপত্তার প্রশ্নে জেরবার হতে হচ্ছিল থানার পুলিশ কর্মীদের৷ কিন্তু কিছুতেই চোরের নাগাল পাচ্ছিলেন না পুলিশ কর্তারা৷ অগত্যা, প্রেমের অভিনয়েই সাফল্য এল৷ ‘প্রেমিকা’বেশী কনস্টেবলের সঙ্গে ‘দেখা’ করতে গিয়ে শ্রীঘরে ঠাঁয় হল চোর বাবাজির! ঘটনাটি বনগাঁ থানা এলাকার৷

কয়েকদিন ধরে বনগাঁ থানা এলাকার একাধিক বাড়িতে সোনা সহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল৷ তদন্তে নামে পুলিশ একটি ফোন নম্বর জানতে পারে। এরপরই চোরকে ধরতে প্রেমের ফাঁদ পাতেন বনগাঁ থানার এক মহিলা কনেস্টবল৷ শুরু হয়ে ফোনে প্রেমালাপ৷ টেলিফোনেই একে অপরকে মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেন৷ এরপরই দেখা করার পরিকল্পনা৷
‘প্রেমিকা’বেশী কনস্টেবলের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধেয় বনগাঁ স্টেশনের এক নম্বর প্লাটফর্মে আসেন চোর বাবাজি৷ আগে থেকেই স্টেশন চত্বর ঘিরে রেখেছিলেন পুলিশ কর্মীরা৷ ‘প্রেমিক’ চোর স্টেশনে প্রবেশ করতেই তাঁকে হাতে নাতে পাকড়াও করেন পুলিশ কর্মীরা৷

জেরার মুখে ধৃত আব্দুল মণ্ডল চুরির কথা স্বীকার করেন৷ জেরায় ধৃত পুলিশকে জানায়, চোরাই সোনা বনগাঁর কে. জুয়েলার্সে বিক্রি করেছেন৷ এরপরই চোরাই সোনা কেনার অভিযোগে সংশ্লিষ্ট জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ সুত্রধরকে আটক করে পুলিশ৷ নিজেদের হেফাজতে চেয়ে আজ, বুধবার আব্দুলকে বনগাঁ আদালতে তোলা হয়েছে৷ চোর ধরা পড়ায় আপাতত বন্ধ হয়েছে চুরির ঘটনা৷ স্বাভাবিকভাবেই, চোর ধরার ক্ষেত্রে পুলিশের নয়া কৌশলে খুশি বনগাঁর বাসিন্দারা৷

The post প্রেমের টোপেই চোরের নাগাল পুলিশের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


রাতের অন্ধকারে ভগবানপুরে সারের বেনিয়ম ধরলেন আধিকারিকরা

$
0
0

স্টাফ রিপোর্টার, ভগবানপুর: বেনিয়মের অভিযোগ ছিলই৷ সেই অভিযোগের তদন্তে সারের দোকানে কৃষি আধিকারিকরা হানা দিতেই কেউ দোকানের ঝাঁপ বন্ধ করে পালালেন, কেউ বা কৃষি আধিকারিকদের পায়ে পড়লেন, শেষবারের মতো দোষ মুকুব করে দেওয়ার জন্য৷ মঙ্গলবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের বাসিন্দারা৷

সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও সারের কালোবাজির একাধিক অভিযোগ রয়েছে কৃষি দফতরে। অভিযোগগুলি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে ভগবানপুর ব্লকের ইয়াশপুর এলাকায় সারের দোকানগুলিতে অভিযান চালান ভগবানপুর-১ ব্লকের কৃষি আধিকারিক শক্তিপদ মঙ্গলের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। তদন্তে নেমে আধিকারিকরা দেখেন, ইউরিয়া সারের সরকারি দাম যেখানে ৬ টাকা, সেখানে কৃষকদের তা বিক্রি করা হচ্ছে ১০টাকা দামে৷ এমনকি অনুমতি ছাড়াই বিভিন্ন দোকানে নিয়ম বহির্ভূতভাবে মাছের খাবার, কৃষি ওষুধ বিক্রির তথ্যও হাতে নাতে পান তাঁরা৷

ভগবানপুর -১ ব্লকের কৃষি আধিকারিক শক্তিপদ মঙ্গল জানান, ‘‘দীর্ঘদিন ধরে সার দোকানে কালোবাজারির অভিযোগ ছিল৷ এদিন অভিযান চালিয়ে এলাকার ৫ টি দোকানে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট দোকানগুলিকে শোকজের নোটিস দেওয়া হয়েছে।’’ একই সঙ্গে সার দোকানের মালিকরা যাতে কোনওভাবে অসৎ উপায়ে সার বিক্রি করতে না পারে, তার জন্য এলাকার মানুষদের সদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পূর্ব মেদিনীপুর কৃষি নির্ভর জেলা হিসেবেই পরিচিত৷ ধান, পান, সবজি চাষের পাশাপাশি ভগভানপুর, কাঁথি ও নন্দকুমারে মাছের চাষ হয়ে থাকে। নিয়ম মেনে ওষুধ দেওয়া না হলে যেকোনও সময়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। তাই জেলার পাশাপাশি ব্লকস্তরের কৃষি আধিকারিকরা ব্লকে ব্লকে সার দোকানে অভিযান শুরু করেছেন।

The post রাতের অন্ধকারে ভগবানপুরে সারের বেনিয়ম ধরলেন আধিকারিকরা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মুর্শিদাবাদে গ্রেফতার মাদক পাচার চক্রের চাঁই

$
0
0

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: ধরা পরে জেল খেটেও কোন পরিবর্তন হয়নি আন্তঃরাজ্য মাদক কারবারের চাঁইয়ের। তাই ছাড়া পেয়ে ফের মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক হেরোইন কারবারের বড়-সড় নেটওয়ার্ক বানিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে জাহাঙ্গীর কবির।

এই খবর পেয়েই ময়দানে কোমর বেঁধে নেমে পরে পুলিশও। আর তাতেই শেষ রক্ষা হল না ওই চাঁইয়ের। লালগোলা পুলিশের জালে আবারও বমাল ধরা পরে যায় জাহাঙ্গীর কবির। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ তল্লাশি অভিযানে নেমে উন্নত মানের লক্ষাধিক টাকার হেরোইন সমেত পাকড়াও করে তাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার বিলবরা কোপরা অঞ্চলের রামনগরের বাসিন্দা জাহাঙ্গীর আন্তঃ রাজ্য মাদক কারবারে নতুন মুখ নয়। বহুদিন ধরেই হেরোইন পাচারের যুক্ত থেকেছে সে।বছর দুয়েক আগেও কোটি টাকা মূল্যের উন্নত মানের ৩.৫ কেজি হেরোইন সমেত গ্রেপ্তার হয় জাহাঙ্গীর।জেল খেটে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় কিং পিন হবার দৌড়ে হাত পাকাতে শুরু করে। ইতিমধ্যেই বাংলাদেশও তার নেটওয়ার্কের হদিসও পেয়েছে পুলিশ।

বিগত ছয় মাসে কেবল লালগোলা থানা এলাকা থেকেই ৭৪ জন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।তাদের কাছ থেকে কোটি টাকা মূল্যের ২১ কেজির উপর মাদক হেরোইন ও ৩০০ কেজি মাদক তৈরির কাঁচামালও বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত এবারও নির্দিষ্ট জায়গায় মাদক পৌঁছে দেবার জন্য বাড়ি থেকে গভীর রাতে বেড়ায় এই কারবারী।গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার ব্লু-প্রিন্ট বানিয়ে জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়কের যশইতলা মোড়ে অভিযান শুরু করেন। এই অভিযানে গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের কাছ থেকে উদ্ধার হয় ৪১০ গ্রাম হেরোইন। নারকটিক ড্রাগস এন্ড সাইকট্রপিক সাবস্টান্স অ্যাক্টে আদালতে তোলা হলে বিচারক তাকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই ব্যাপারে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার বলেন, “ধৃত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাংলাদেশ লিঙ্ক ও অন্যান্য কোথায় যোগাযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারবারের সাথে যুক্ত কাউকে রেয়াদ করা হবে না।”

The post মুর্শিদাবাদে গ্রেফতার মাদক পাচার চক্রের চাঁই appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

কোচিং সেন্টারে মাসের পর মাস ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক

$
0
0

পাটনা: গুরু-শিষ্য সম্পর্কে যে এমন দিনও আসতে পারে তা যেন চিন্তা-ভাবনার উর্দ্ধে৷ কিন্তু বিহারের এক কোচিং সেন্টারে ঘটেছে এমনই এক লজ্জাজনক ঘটনা যা দুশ্চিন্তায় ফেলবে আপনাকেও৷ দলসিংহরায় জায়জপট্টি সিগরেট ফ্যাক্টরি রোডের একটি কোচিং-এর শিক্ষক সুমন কুমার তার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মাসের পর মাস যৌন সম্পর্ক স্থাপন করতে থাকে৷

আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম

কি ঘটেছে?
সূত্রের খবর, ছাত্রীটিকে ভুলিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস শারীরিক সম্পর্কে জোর করে ওই শিক্ষক৷ ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসে৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন কুমারকে গ্রেফতার করে৷ ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য৷

আরও পড়ুন: ‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’

পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হয়৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ তবে অভিযুক্ত নিজেকে নির্দোষ বলেই জানিয়েছে৷ তবে নির্যাতিতা যে তিন মাস ধরে ওই কোচিং সেন্টারে পড়ছে তা স্বীকার করেছে অভিযুক্ত৷

The post কোচিং সেন্টারে মাসের পর মাস ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

চাকরির টোপ দিয়ে মহিলাকে ধর্ষণ

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: চাকরির টোপ দিয়ে শহরে ডেকে এনে ধর্ষণ করা হয়েছে এক যুবতীকে। এমনই অভিযোগ উঠেছে উত্তর কলকাতার বটতলা থানা এলাকার এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষিতা তরুণীর বাড়ি হুগলি জেলার ডানকুনিতে। অভিযুক্ত যুবক রানা দে-র সঙ্গে অনেক আগে থেকেই আলাপ ছিল ওই তরুণীর। নিয়মিত ফোনে কোথাও হতো।

অভিযোগ, পই মহিলাকে বিউটি পার্লারে চাকরির টোপ দিয়ে কলকাতায় আসতে বলে অভিযুক্ত রানা। কথা অনুযায়ী মায়ের সঙ্গে কলকাতায় আসে ওই তরুণী। এরপরে কথার ছলে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে রানা। নিগৃহীতা তরুণী পুলিশকে আরও জানিয়েছেন যে রানা তাঁর উপরে চড়াও হলে তাঁর মা প্রতিবাদ করার চেষ্টা করে। সেই মহিলাকেও মারধোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রানার বিরুদ্ধে।

বুধবার রাতে বটতলা থানায় রানা দে-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নিগৃহীতা তরুণী। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত রানা দে।

The post চাকরির টোপ দিয়ে মহিলাকে ধর্ষণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

‘শুধু নগ্ন হয়ে আমার সামনে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে’

$
0
0

লন্ডন:  আইএস জঙ্গিদের কব্জায় রয়েছে অন্তত পাঁচ হাজার মহিলা। তাদের সবাইকে অপহরণ করে যৌন ক্রীতাদাসে পরিণত করে রেকেছেন আইসিস জঙ্গিরা। আইসিস জঙ্গিদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসার পরে এভাবেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন আরও এক নির্যাতিতা।

বছর কুড়ির এক মহিলা জানিয়েছেন তেমনই এক তাঁর অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, একদিন সকালে হঠাত করেই বাড়ি থেকে জোর করে তাকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটি আইএস ডেরায়। সেখানে এক অন্ধকার ঘরে জনা ৪০০ মহিলাদের সঙ্গে আটকে রাখা হয়েছিল। দশ দিন পর তাদের চোখ বন্ধ করে একটা গাড়িতে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়া হল এক বাড়িতে। সেখানে তাকে বিক্রি করে দেওয়া হল। এরপর সে অন্তত তিন চার বার বিক্রি করা হয়েছে।

তাঁর কথায়, বেশ কয়েকজন মহিলাকে বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়। সব জায়গাতেই তাদের যৌন ক্রীতদাসি করে রাখা হত। শেষবার একটি বুড়োর কাছে বিক্রি করা হয় তাকে। সে জিজ্ঞেস করেছিল, আরবি রান্না করতে পারে কি না। ।

প্রতুত্তরে ওই মহিলা জানিয়েছিল না, সে রান্না করতে পারে না। কিন্তু এরপরেও রান্না শিখিয়ে দেওয়ার নাম করে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বুড়োর বাড়িতে যাওয়ার পর তাকে সহ্য করতে হয় অন্য রকম অত্যাচার। বুড়োটা বলত, কোনও কাজ করতে হবে না, সে যেন নগ্ন হয়ে তার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে। এক রাতে বুড়ো ঘুমিয়ে পড়ার পর সে পালিয়ে যায়।

আইএস জঙ্গিদের কবলে থাকা অন্য এক মহিলা জানিয়েছেন, ১২ থেকে ১৫ বছরের বালিকাদের যৌন ক্রীতদাসি করে ডেরায় রেখে দেয় আইএস জঙ্গিরা। তাদের ওপর দিনের পর দিন চলে নির্যাতন, ধর্ষণ।

The post ‘শুধু নগ্ন হয়ে আমার সামনে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র‍্যাকেট

$
0
0

মুম্বই: ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্রের আসর ভাঙল পুলিশ৷ মুম্বইয়ের এক অভিজাত এলাকা মীরা রোডে হানা দিয়ে পুলিশ একটি ম্যাসাজ পার্লারের মুখোশ খুলে দিয়েছে৷ এই আসর চালানোর অভিযোগে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তিন যুবতী সহ পার্লারের ম্যানেজারকে গ্রেফতার করেছে৷

পুলিশ আধিকারিক সুরেশ খেড়েকর জানিয়েছেন, তারা খবর পেয়েছিলেন যে ওই ম্যাসেজ পার্লারে লুকিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলছে৷ এরপরেই রাতে নকল গ্রাহক পাঠিয়ে পুলিশ দেহ ব্যবসা চালানোর হাতেনাতে প্রমাণ পায়৷ এরপরেই ওই ম্যাসেজ পার্লাসে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানোর সময় পার্লার থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন যুবতীকে গ্রেফতার করা হয়৷ এছাড়াও ওই পার্লার থেকে প্রচুর পরিমাণে আপত্তিজনক জিনিস উদ্ধার করা পুলিশ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চালানো হবে।  তাদের কাছে বেশ কিছু জায়গায় সেক্স-র‍্যাকেট চালানোর খবর রয়েছে।  কিন্তু প্রমাণ না মেলায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না।  তবে খুব শীঘ্রই অভিযান চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

The post ২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র‍্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ফ্রিজে মিলল যুবকের তিন টুকরো মৃতদেহ

$
0
0

নয়াদিল্লি : বন্ধুর হাতে বন্ধু খুন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সাইদুলাযাব এলাকায়৷অভিযোগ, নৃশংস ভাবে খুন করে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশের দাবি, অভিযুক্ত যুবক বাঙালি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম বিপিন যোশী৷ তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন৷ তাঁর পরিবারের দাবি, গত দু’দিন ধরে বিপিনের খোঁজ মিলছিল না৷ পুলিশের কাছে প্রথমে না গিয়ে তাঁরা নিজেরাই খোঁজ শুরু করেন বিপিনের৷ খুঁজতে খুঁজতে তাঁরা দক্ষিণ দিল্লির ওই এলাকায় হাজির হন৷ সেখানেই একটি ফ্ল্যাটে থাকেন বাদল মণ্ডল৷ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা বাদল দিল্লিতেই একটি বারে কাজ করে৷ সেখানে বিপিনও কাজ করত৷ তাই বাদলের ফ্ল্যাটেই বিপিনের সন্ধানে আসেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁদের দাবি, তখন ফ্ল্যাটে ছিল না৷ তবে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁর সন্দেহ হয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷

আরও পড়ুন: ২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র‍্যাকেট

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ হাজির হয়৷ তারা তালা ভেঙে ঘরে ঢোকে৷ সেখানে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখে ফ্রিজের মধ্যে রাখা বিপিনের দেহ৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় বিপিনের মৃতদেহটি তিন টুকরো অবস্থায় ছিল৷ওই ঘর থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুমান, বিপিনকে খুনের পর ওই অস্ত্র দিয়েই তিন টুকরো করেছে বাদল৷ তার বিপিনের শরীরের তিনটি টুকরো সে ফ্রিজের মধ্য ঢুকিয়ে রেখে পালিয়ে গিয়েছে৷

দিল্লি পুলিশ জানিয়েছে, বাদলের সন্ধানে তল্লাশি চলছে৷ সে যেহেতু এ রাজ্যের পুরুলিয়ার বাসিন্দা৷তাই বাদল পালিয়ে এ রাজ্যে নিজের বাড়িতেও আসতে পারে বলে মনে করছে পুলিশ৷ তাই এ রাজ্যের পুলিশের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে দিল্লি পুলিশ৷

আরও পড়ুন: ‘শুধু নগ্ন হয়ে আমার সামনে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে’

এদিকে কেন এই খুন, তা এখনও জানতে পারেনি পুলিশ৷ তবে পুলিশের দাবি, তদন্ত শুরু হয়েছে৷ বারে কাজ করার সময় কোনও ঘটনার জেরে এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে৷

The post ফ্রিজে মিলল যুবকের তিন টুকরো মৃতদেহ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


২৪জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এই ‘জনপ্রিয়’প্রযোজকের বিরুদ্ধে

$
0
0

ওয়াশিংটন: অস্কার আকাডেমি থেকে বের করে দেওয়া হল হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভি উইনস্টিনকে৷ প্রায় ২৪জন মহিলাকে যৌন উৎপীড়নের অভিযোগ ওঠে এই প্রযোজকের বিরুদ্ধে৷ উল্লেখ্য, হার্ভির প্রায় ৮০টি ছবি অস্কার জিতেছে৷

ইউএস আকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স-এর দুই তৃতীয়াংশের বেশি সদস্য হার্ভিকে বের করে দেওয়ার স্বপক্ষে মত দিয়েছেন বলে জানা গিয়েছে৷ হলিউডে প্রভাবশালী এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে প্রথমেই নাম আসে হার্ভির৷ অস্কার বোর্ড থেকে বের করে দেওয়ার পর, অস্কার অ্যাওয়ার্ডের জন্য কোনও ছবির সুপারিশ বা অংশগ্রহণকারীদের জন্য ভোট, কিছুই করতে পারবেন না অভিযুক্ত পরিচালক৷

আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী রোজ ম্যাকগোবান অভিযোগ জানান, এক হোটেলে হার্ভি তাকে ধর্ষণ করে৷ অ্যাঞ্জেলিনা জোলি এবং নিগিনথ পাল্ট্রো, এই দুই অভিনেত্রীও অভিযোগ তোলে হার্ভির বিরুদ্ধে৷ ধর্ষণের পর, হার্ভির ভয়ে নাকি চুপ থাকতে হয়েছে অনেক মহিলাকেই৷ বহু অভিনেত্রীকেই হার্ভি মিটিং বা পার্টির নামে হোটেলে ডেকে মাসাজ করতে বাধ্য করত৷ এইভাবে শুরু হত যৌন উৎপীড়ন৷

শোনা যায় একটি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক জানান, একটি ইন্টারভিউয়ের পর হার্ভি তাকে আমন্ত্রণ জানিয়েছিল তাকে, এবং তার সঙ্গে সেক্স কনট্র্যাক্ট-এ স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছিল৷

The post ২৪জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এই ‘জনপ্রিয়’ প্রযোজকের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে আত্মহত্যারর চেষ্টা স্বামীর

$
0
0

পাঁশকুড়া: পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে স্ত্রী। এই সন্দেহের উপর ভিত্তি করেই গলা টিপে স্ত্রীকে খুন করে ফেলল স্বামী। শুধু তাই নয়, নিজেও বিষ খেয়ে জীবন শেষ করে দিতে চাইল একইসঙ্গে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলারর পাঁশকুড়ার রাধাবল্লভচকে। মৃতআর নাম খুকু প্রামানিক। ১৬ বছর বয়সী ওই কিশোরী ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় খুকুর স্বামীকে তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ প্রামানিক গত দুবছর আগে তার বিয়ে হয়। কিন্তু বিয়ে কয়েকমাস কাটতে না কাটতে স্ত্রীর সাথে মনমালিন্য শুরু হয়। বিষয়টি এত দূর গড়ায় যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওই দম্পতির। এরপর গত পাঁচ মাস আগে তমলুক থানার ঔষদপুর এলাকার নাবালিকার খুকুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী অন্য কারোর সাথে আছে এই সন্দেহে প্রায় বাড়িতে অশান্তি লেগেই থাকত। মারধরও করা হত বলে অভিযোগ। আর সেই অশান্তির কারনেই আজ সকালে বাড়ির মধ্যে স্ত্রীর গলাটিপে খুনকরে নিজে বিষ খেয়ে আত্ম্যহত্যা করার চেস্টা করে। প্রতিবেশীরা জানতে পেরে আহত অবস্থায় প্রসেনজিৎকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসারর জন্য নিয়ে যায়। আহত অবস্থায় প্রসেনজিৎ অমলুক জেলা হাসপাতালে রয়েছে।

ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তমলুক জেলা হাসপাতালে। আহত প্রসেনজিৎকে পুলিশ নজর রেখেছে।

The post পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে আত্মহত্যারর চেষ্টা স্বামীর appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার রোহিঙ্গা যুবক

$
0
0

হায়দরাবাদ: জাল আধার কার্ড তৈরি এবং অনুমতি ছাড়া দেশে থাকার অভিযোগে ১৯বছরের এক তরুণকে গ্রেফতার করল পুলিশ৷ এই কাজে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ৷ রোহিঙ্গা যুবকের নাম মহম্মদ আজামুদ্দিন ওরফে মোল্লা আজামুদ্দিন এবং অপর ব্যক্তির নাম রিয়াজুদ্দিন মোল্লা(৩৬)৷ উভয়েই জামা-কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত৷ বালাপুরের বার্মা হাট থেকে তাদের গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: রোহিঙ্গা তাড়াতে সুপ্রিম নির্দেশ উপেক্ষা করে পথে বজরং

রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানা গিয়েছে, আজামুদ্দিন মায়ানমার থেকে আসে৷ সে এবং তার পরিবার বাংলাদেশে কক্স বাজারে শরনার্থী হিসেবে বসবাস করছিল৷ প্রায় ১ বছর আগে আজামুদ্দিন এবং রিয়াজুদ্দিনের দেখা হয়৷ রিয়াজুদ্দিনের কথা অনুযায়ী আজামুদ্দিন টাকা রোজগারের জন্য কলকাতায় আসে৷ তখন থেকে রিয়াজুদ্দিনের জন্য কাজ করে সে মাসিক ৬,০০০ টাকার বিনিময়ে৷ অবৈধভাবে তাকে আশ্রয়ও দেয় রিয়াজুদ্দিন৷

আরও পড়ুন: রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো নিয়ে সুপ্রিম ধাক্কা মোদীর

শুধু তাই নয়, আজামুদ্দিনকে অবৈধভাবে জাল তথ্যের ভিত্তিতে আধার কার্ড পেতে সাহায্যও করে, যা ফরেনার্স অ্যাক্ট-কে বিরোধী৷ রিয়াজুদ্দিন সম্প্রতি আজামুদ্দিনকে হায়দরাবাদে নিয়ে আসে৷ পুলিশ এই দু’জনকেই গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে আইপিসি ৪২০ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৮ এবং ৪৭১ ধারাতে এবং ফরেনার্স অ্যাক্ট-এর উল্লঙ্ঘনের জন্য মামলা দায়ের করে৷

The post জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার রোহিঙ্গা যুবক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ভয় দেখিয়ে প্রতি রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে পাঠাতো সৎ বাবা

$
0
0

পাটনা: বিহারের পূর্ণিয়া জেলার সদর থানা এলাকায় যে ঘটনা ঘটল, তা জানলে বাবা-মেয়ের সম্পর্ক থেকে যেন বিশ্বাস উঠে যাবে৷ সৎ বাবাই ধর্ষণ করে ১৩বছরের নাবালিকাকে৷ একবার, দুবার নয়, গত তিন বছর ধরে লাগাতার এই অপরাধ করে চলেছে সেই ব্যক্তি৷ নির্যাতিতার মায়ের অভিযোগে ঘটনা প্রকাশ্যে আসে৷ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

আরও পড়ুন: ২৪জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এই ‘জনপ্রিয়’ প্রযোজকের বিরুদ্ধে

পুলিশের বক্তব্য অনুযায়ী, পূর্ণিয়ার গুলাববাগ এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত৷ সে রাতে তার সৎ মেয়েকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নিজের কাছে ডেকে পাঠাত, আর তারপরেই তাকে ধর্ষণ করত৷ ওই ব্যক্তির ভয়ে কখনোই মুখ খোলেনি নির্যাতিতা৷ কিন্তু এতদিন ধরে সেই অত্যাচার সহ্য করার পর সে একদিন সবকিছু তার মা-কে জানায়৷ প্রথমে মেয়েটির কথা তার মা বিশ্বাস না করলেও, পরে সব শুনে পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতার মা৷

আরও পড়ুন: কোচিং সেন্টারে মাসের পর মাস ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক

পূর্ণিয়া মহিলা থানার পক্ষ থেকে মাধুরী কুমারী সোমবার জানান, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতে পসকো-র বিভিন্ন ধারা সহ নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে৷ রবিবারই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা তিনি৷ তিনি আরও জানান, অভিযুক্ত ওই ব্যক্তি অন্যান্য অপকর্মের জন্য ইতিপূর্বে জেলে গিয়েছে৷ নির্যাতিতার চিকিৎসা চলছে এবং সমগ্র ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

The post ভয় দেখিয়ে প্রতি রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে পাঠাতো সৎ বাবা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সারা রাস্তা ওর একটা হাত আমার স্কার্টের মধ্যে ছিল: মল্লিকা

$
0
0

নয়াদিল্লি: হলিউড অভিনেত্রী এলিসা মিলানোর #MeToo অভিযানে সাড়া দিয়ে নানা দেশের মহিলারা নিজেদের সঙ্গে হওয়া যৌন উৎপীড়ন না নির্যাতনের কথা প্রকাশে আনছেন৷ আর এবার এই অভিযানের অংশ হিসেবেই নিজের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী-কমেডিয়ান মল্লিকা দুয়া, যিনি একটি বিজ্ঞাপনে টিন্ডার আন্টির ভূমিকাতেই আবারও এসেছেন লাইমলাইটে৷

আরও পড়ুন: ভয় দেখিয়ে প্রতি রাতে মেয়েকে নিজের ঘরে ডেকে পাঠাতো সৎ বাবা

উল্লেখ্য, এলিসার #MeToo ট্যুইটে এখনও পর্যন্ত ২৭,০০০-এরও বেশি ট্যুইটে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা-অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন৷ কমেডিয়ান মল্লিকা দুয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, তাঁর যখন ৭বছর বয়স ছিল তখন তিনিও যৌন অত্যাচারের শিকার হয়েছেন৷

আরও পড়ুন: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় যুবতীর স্তনে এভাবে কোপ!

তিনি লেখেন- আমিও…আমি নিজের গাড়িতে বসেছিলাম৷ আমার মা গাড়ি চালাচ্ছিলেন, আকর আমার সঙ্গে পিছনের সিটে সে বসেছিল৷ আর সারা রাস্তা তার হাত আমার স্কার্টে ছিল৷ আমি মাত্র ৭বছরের ছিলাম এবং আমার দিনিন ১১বছরের৷ সেই ব্যক্তির একটা হাত আমার স্কার্টের ভিতরে আর একটা হাত দিদির পিঠে ছিল৷ আমার বাবা সে সময় অন্য গাড়িতে ছিলেন, কিন্তু বাবা তাকে হাতেনাতে ধরে বেধড়ক পিটিয়েছিল৷

The post সারা রাস্তা ওর একটা হাত আমার স্কার্টের মধ্যে ছিল: মল্লিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

যৌনতায় অরাজি! ২৪ ঘন্টায় ২৪ বার ধর্ষণ করা হয় মহিলাকে

$
0
0

দামাস্কাসঃ ইয়াজিদিদের ওপর, বিশেষ করে ইয়াজিদি মেয়েদের ওপর আইএসআইএস জঙ্গিদের অত্যাচারের কথা নতুন নয়৷ আট হোক বা আশি, সব বয়সের মেয়েদের ওপরেই চোখ এই জঙ্গিগোষ্ঠীর৷ সুযোগ পেলেই ধরপাকড়, অত্যাচার, গণহত্যা তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে নিত্য নতুন অত্যাচার, যা শুনলে শিউরে উঠবে যে কেউ৷ দুঃস্বপ্নেও এমন ঘটনার কথা ভাবতে পারবেন না আপনি৷ মেয়েদের ওপর হওয়া এমনই কিছু অত্যাচারের কথা জানিয়েছে খোদ অত্যাচারিত যৌনদাসীরা, যারা কোনওক্রমে পালিয়ে আসে এই জঙ্গিদের ডেরা থেকে৷

সুযোগের অপেক্ষা৷ আর সময়মতো কার্যসিদ্ধি৷ এমনই মন্ত্রে বছরের পর বছর নিজেদের কামনা বাসনা চরিতার্থ করে চলেছে এই জঙ্গিগোষ্ঠী৷ তাদের রাগ, তাদের আক্রোশ থেকে বাঁচতে পারে না একরত্তি মেয়েরাও৷ ১-৯বছর বয়সের বাচ্চারা তাদের কাছে মণি-মানিক্যের থেকেও দামি৷ পরিণত বয়সে যৌনদাসী হিসেবে ব্যবহার করার আগেই, ছোটবেলাতেই বিক্রি করে দেওয়া হয় এদের৷ আর এক্ষেত্রে ছোটদের মূল্য সব থেকে বেশি ধার্য করেছে এই জঙ্গিরা৷ ইয়াজিদি নারী এবং শিশুদের অপহরণ করার পর তাদের অবর্ণনীয় কুমারিত্ব পরীক্ষায়র জন্য পাঠানো হয়, নির্দিষ্ট জায়গায়৷ তারপর পরীক্ষার ফলাফলই তাদের মূল্য ধার্য করে দেয়, আর সেই অনুযায়ীই তাদের পাঠানো হয় বিভিন্ন জায়গায় যৌনদাসী হিসেবে৷

এই অত্যাচার থেকে বাঁচতে যে সব মেয়েরা নিজেদের সৌন্দর্য নানাভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে, তাদের ভাগ্যে আরও নির্যাতন জোটে৷ তাদের প্রিয়জন, পরিবারের সদস্য অথবা স্বামী-পুত্রকে চোখের সামনে নির্মমভাবে হত্যা করে এই জঙ্গিরা৷ শোনা যায়, বারবার ধর্ষণের শিকার হয়ে এমনই এক মহিলা আগুণের ওপর ঝাঁপ দেয়, নিজের সৌন্দর্য নষ্ট করার জন্য৷ যৌন কার্যে সম্মতি না দিলে, অকথ্য অত্যাচারের শিকার হতে হয় তাদের৷ এমনকি লোহার খাঁচার মধ্যে তাদের ঢুকিয়ে অগ্নিসংযোগের খবরও শোনা গিয়েছে৷

শুধু তাই নয়, এরা অনেকক্ষেত্রে মেয়েদের অপহরণ করে বিক্রিও করে না, রেখে দেয় নিজেদের কাছেই৷ নিজেদের ভোগবিলাসের জন্য এরা ঘন ঘন অপহরণ করে, অথবা মেয়ে কেনা বেচা করে৷ সারাদিন ধরে চলে যৌন নির্যাতন৷ আর সেই কাজে বাধা দিলে ভাগ্যে জোটে প্রহার৷ সেই সঙ্গে বাড়ির কাজ, হাজার এক ফাই ফরমাশও মেনে চলতে হয় এই মেয়েদের৷ খাওয়া দাওয়া যাকে বলে নাম কে ওয়াস্তে, শুধুই শরীর শরীর খেলায় এই জঙ্গি গোষ্ঠী পিষে ফেলে হাজার হাজার শরীর৷ তাদের লালসার হাত থেকে রেহাই পায়না, ৭ বছরের বাচ্চাও৷ রেহাই পায় না গর্ভবতী মহিলা৷

আত্মহত্যা করতে গিয়েও দুর্ভাগ্যক্রমে যারা বেঁচে যায়, তাদের পরিণাম শুনলে আরও ভয়ে শিউরে উঠবেন আপনিও৷ ২৪ঘন্টায় ২৪ বারের বেশিও ধর্ষিতা হয়েছে বহু মেয়ে৷ তাঁদের জীবনের কোনো দামই নেই এইসব জঙ্গিদের কাছে৷ যতক্ষণ মেয়েদের শরীরে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণই তাদের ভোগ করে চলে এরা৷ শুধুমাত্র ভোগ্যপণ্য আর অত্যাচারের জন্য দিনের পর দিন এরা এই খেলায় মেতে রয়েছে৷ চলছে অপহরণ, খুন, ধর্ষণ৷ পালিয়ে আসা মেয়েরা আজ অনেকেই মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসার চেষ্টায়৷ তবে অত্যাচারের সেই দিনরাত্রি সত্যিই কি স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভব৷ নাকি তাকে ভুলতে গেলে বারবার চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর সেই মুহুর্তগুলো, যেখানে নারী শুধুই সেক্সটয়, যা ইউজ় অ্যান্ড থ্রো-এর বেশি কিছু নয়৷

The post যৌনতায় অরাজি! ২৪ ঘন্টায় ২৪ বার ধর্ষণ করা হয় মহিলাকে appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

খোদ আয়কর দফতরের অফিসারের বাড়িতে রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট

$
0
0

জয়পুর: গোলাপি শহরে রাত রঙিন করার এক বড়সড় চক্রের সন্ধান পেল পুলিশ৷ হদিশ মিলল বড়সড় একটি সেক্স র‍্যাকেটের ৷ তাও আবার এক আয়কর দফতরের আধিকারিকের বাড়িতেই গড়ে উঠেছিল এই মধুচক্রের আসর৷

রাজস্তান পুলিশ সুত্রে খবর, জয়পুরে এক আয়কর আধিকারিকের বাড়িতে ভাড়ায় থাকা বেশ কয়েকজন যুবতী এই মধুচক্রের আসর গড়ে তুলেছিল৷ স্থানীয় থানার পুলিশ ওই আধিকারিকের বাড়িতে হানা দিয়ে এই সেক্স র‍্যাকেট কার্যত ভেঙে গুড়িয়ে দেয়৷ পুলিশি হানায় মধুচক্রের সঙ্গে জড়িত তিন যুবতী এবং এক যুবক গ্রাহককে গ্রেফতার করেছে৷ পুলিশের সুত্র বলছে, শ্যামনগরের কিষাণনগর কলোনিতে আয়কর দফতরের আধিকারিকে বাড়িটি গত ছ’মাস ধরে ভাড়া নিয়ে বসবাস করছিল ওই যুবতীরা৷

পুলিশ জানাচ্ছে, গ্রেফতার হওয়া এক যুবতী পুনম মুম্বই এবং অরবিনা খাতুন দিল্লির বাসিন্দা৷ আর এই চক্রের পাণ্ডা প্রিয়া শেঠ মূলত পালির কাছে ফালনা এলাকার বাসিন্দা৷ এই তিন যুবতীর সঙ্গে পুলিশ জয়পুরের বাসিন্দা গজানন্দা শর্মা নামে এক গ্রাহককে গ্রেফতার করেছে৷ এই অভিযানে পুলিশ প্রিয়ার হেফাজত থেকে ৫০ হাজার, পুনমের কাছ থেকে ১২ হাজার এবং অরবিনার হেফাজত থেকে ১৮ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে৷

সৌঢ়ালার পুলিশ সুপার প্রেমদান রত্নু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ জানতে পেরেছিল শ্যামনগরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলে৷ বাইরে গ্রাহকদের আনা হত ওখানে৷ প্রিয়া বাইরে থেকে নিত্য নতুন মেয়েদের ওই বাড়িতে হাজির করত৷ বেশ কিছুদিন ধরেই এই আসর চলছিল৷

The post খোদ আয়কর দফতরের অফিসারের বাড়িতে রমরমিয়ে চলছে সেক্স-র‍্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ করেছিল এই সাধু

$
0
0

সুরাট: ধর্ষণের অভিযোগে গ্রেফতার জৈন সাধু শান্তিসাগরের নানান কীর্তি এবার উঠে আসছে প্রকাশ্যে৷ শান্তিপাঠের নামে কি কি কান্ড করে বেড়াত এই সাধু তা জানলে চমকে যাবেন আপনিও৷ এক সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, মহিলাদের নগ্ন ছবি হোয়াটস্অ্যাপে চাইত এই শান্তিসাগর৷ শুধু তাই নয়, দক্ষিণার নামে মহিলাদের নাচ করতে বলত৷

আরও পড়ুন: কিশোরী ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জৈন সাধু

কি অভিযোগ ওঠে?
সূত্রের খবর, এই সাধুর কাছে এক পরিবার আসে, যে পরিবারের তরুণীর ওপরই নজর পড়ে শান্তিসাগরের৷ তার বাবা-মা-এর সঙ্গে কথা বলে ওই তরুণীকে শিষ্যা করে নেয় সে৷ ধীরে ধীরে তরুণীকে মেসেজ এবং ফোন করতে শুরু করে ওই সাধু৷ পাশাপাশি, জপের নামে ওই তরুণীর থেকে নগ্ন ছবিও তাইত সে৷ একদিন তরুণীকে জপ করানোর নামে রাতে থেকে যেতে বলে ওই অভিযুক্ত৷ তার কথা শুনে তরুণী রাতে থেকে যায়৷ নিজের ঘরে নির্যাতিতাকে নিয়ে গিয়ে তার শরীরে ময়ূরের পাখা লাগিয়ে কাপড় খুলতে বাধ্য করে৷ আর তারপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে৷

আরও পড়ুন: যৌনতায় অরাজি! ২৪ ঘন্টায় ২৪ বার ধর্ষণ করা হয় মহিলাকে

তরুণী তার পরিবারের কাছে সমস্ত কিছু জানালে প্রথমে তার কথায় কারও বিশ্বাস হয়নি৷ তার চিকিৎসা করানোর পরই তাকে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে মা-বাবার কাছে৷ কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে আসেন তাঁরা৷ বাধ্য হয়েই নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই সাধুকে৷

The post ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ করেছিল এই সাধু appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

নাবালিকদের দিয়ে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার মডেল

$
0
0

মুম্বই: আরব সাগরের তীরের মুম্বই শহর শুধুমাত্র বাণিজ্য নগরী নয়। ভারতীয় তথা বিশ্বের চলচ্চিত্রের একটি বড় ক্ষেত্র হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী শহর। অনেক রঙিন স্বপন নিয়ে সেখানে পাড়ি জমান অনেকেই।  সেই স্বপনকেই হাতিয়ার করে ‘সেক্স র‍্যাকেট’ চালাচ্ছিল ২৪ বছরের এক তরুণী। রবিবার পুলিশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই মডেল তরুণীকে।  সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে আরও দুই বালিকাকে।

পড়ুন আরও- ২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র‍্যাকেট

পুলিশ সূত্রে খবর, মুম্বই শহরে কাজের খোঁজে আসা উঠতি মডেলদের সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নিয়ে এসে তাঁদের দিয়ে মধুচক্র চালাতো।  ভারতীয় দণ্ডবিধির ৩৭৩ ধারায় ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে বহু উঠতি মডেলদের ছবি সহ একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

পড়ুন আরও- জিওকে ধাক্কা দিয়ে বাজারে আসছে ২০০০ টাকার 4G ফোন

The post নাবালিকদের দিয়ে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার মডেল appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে খুন করা হল জনপ্রিয় গায়িকাকে

$
0
0

নয়াদিল্লি: হরিয়ানার পানিপথ থেকে দিল্লিতে বাড়ি ফিরে আসার সময় গুলিতে মৃত্যু হয় ২২ বছর বয়সী গায়িকা হর্ষিতা দাহিয়ার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছ’বার গুলি করা হয় তার কাঁধে এবং কপালে, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

একটি সংবাদ সংস্থাকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানা লোকগীতি গায়িকা হর্ষিতা পানিপথের একটি গ্রামে অনুষ্ঠান করার পর দিল্লিতে ফেরার পথে এই ঘটনা ঘটে৷ বিকেল ৪টে নাগাদ চামরারা গ্রামের কাছে দু’জন ব্যক্তি একটি কালো গাড়িতে হর্ষিতার গাড়িকে ওভারটেক করে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়৷ ওই দুই ব্যক্তির দাবি অনুযায়ী, গাড়ি থেকে ড্রাইভার, হর্ষিতার দুই সঙ্গী এবং অন্য আরও একজন সংগীতশিল্পী বেরিয়ে আসতে বাধ্য হয়৷ আর তারপরেই তারা হর্ষিতাকে একের পর এক গুলি করে৷

আরও পড়ুন: ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ করেছিল এই সাধু

জানা গিয়েছে, সম্প্রতি হর্ষিতা দাহিয়া সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইল ভিডিও পোস্ট করে জানায়, তাকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছে, তবে তাতে সে একেবারেই ভীত নয়৷ তবে সে এই বিষয়ে পুলিশকে কিছু জানিয়েছে কি না তা এখনও জানা যায়নি৷

সূত্রের খবর, তবে তিহার জেলের এক গ্যাংস্টার এই বিষয়টির সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ হর্ষিতার খুনের পর একটি মামলাও দায়ের করা হয়েছে৷ হারিয়ানার রাগিনি গান এবং নাচের জন্য হর্ষিতা জনপ্রিয় ছিলেন৷

পোস্ট মর্টেম রিপোর্ট থেকে নাকি জানা গিয়েছে, হর্ষিতাকে ৮ বার গুলি করা হয়েছে৷ যার মধ্যে একটি শরীরের এপার ওপার হয়ে গিয়েছে৷ তবে তার বোন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বলে জানা গিয়েছে৷ যেখানে সে জানায়, তার স্বামীই রয়েছে এই হত্যার পিছনে৷

The post সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে খুন করা হল জনপ্রিয় গায়িকাকে appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

অন্তরঙ্গ ছবি ফাঁস করে দিয়েছে প্রেমিক! পরের ঘটনাটি জানলে হাড়হিম হবেই

$
0
0

হায়দরাবাদ: একান্ত মুহুর্তের অন্তরঙ্গ ছবি ফাঁস করে দিয়েছে প্রেমিক৷ সেই কারণেই অপমানে রাসায়নিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা৷ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগারাম জেলার রামভদ্রপুরম এলাকার ঘটনা৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় ওই মহিলার৷ তার পর থেকে তিনি আলাদা থাকতেন৷ মহিলার একটি ১৫ বছরের কন্যা সন্তান রয়েছে৷ প্রায় ১০ আগে প্রেমিকের বাড়িতে যান ওই মহিলা৷ সেখানেই অন্তরঙ্গ মুহুর্ত নিজের মোবাইলে তলে রাখেন তার প্রেমিক৷

কিন্তু এরকিছুদিন পরেই সেই ভিডিও বন্ধুদের মোবাইলে পাঠিয়ে দেয় মহিলার প্রেমিক৷ ঘটনায় অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা৷ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল৷ মহিলার তরফ থেকে তার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলেই সূত্রের খবর৷

The post অন্তরঙ্গ ছবি ফাঁস করে দিয়েছে প্রেমিক! পরের ঘটনাটি জানলে হাড়হিম হবেই appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

নাবালিকা কন্যাকে দিয়ে সেক্স র‍্যাকেট চালাত এই দম্পতি

$
0
0

তিরুঅনন্তপুরম: নাবালিকা মেয়েকে দিয়ে দু বছর ধরে দেহব্যবসা করাচ্ছিলেন এক দম্পতি৷ কেরলার মালাপ্পুরম এলাকার ঘটনা৷ অভিযুক্ত সহ আরও ১০ জনকে এই ঘটনার জন্য গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, চাইল্ড লাইনে একটি উড়ো ফোন যায় যে, মালাপ্পুরমের কোট্টাকাল এলাকায় অবৈধভাবে নাবালিকাকে দিয়ে দেহব্যবসা করান হচ্ছে৷ চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে৷ এরপরেই ওই দম্পতিকে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধার করা হয়৷

ওই নাবালিককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে চাইল্ড লাইন৷ নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়েছে৷ নাবালিকা পুলিশকে জানিয়েছে, তার বাবা-মা নরপিশাচ৷ তারা জোর করে তাকে দিয়ে দেহব্যবসা করাত এবং গ্রাহকদের কাছ থেকে প্রায় তিন হাজার টাকা করে নিত৷ পুলিশ সূত্রে খবর, এই সেক্স র‍্যাকেট সঙ্গে কমপক্ষে ২৫ জন জড়িত রয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

The post নাবালিকা কন্যাকে দিয়ে সেক্স র‍্যাকেট চালাত এই দম্পতি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

Viewing all 1055 articles
Browse latest View live