স্টাফ রিপোর্টার, বনগাঁ: চোরের দাপটে জেরবার বাসিন্দারা৷ রাতে বিরেতে তো বটেই, দিনের আলোতেও গৃহস্থর ঘরে হানা দিয়ে সোনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটছিল৷ স্বাভাবিকভাবেই, নিরাপত্তার প্রশ্নে জেরবার হতে হচ্ছিল থানার পুলিশ কর্মীদের৷ কিন্তু কিছুতেই চোরের নাগাল পাচ্ছিলেন না পুলিশ কর্তারা৷ অগত্যা, প্রেমের অভিনয়েই সাফল্য এল৷ ‘প্রেমিকা’বেশী কনস্টেবলের সঙ্গে ‘দেখা’ করতে গিয়ে শ্রীঘরে ঠাঁয় হল চোর বাবাজির! ঘটনাটি বনগাঁ থানা এলাকার৷
কয়েকদিন ধরে বনগাঁ থানা এলাকার একাধিক বাড়িতে সোনা সহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল৷ তদন্তে নামে পুলিশ একটি ফোন নম্বর জানতে পারে। এরপরই চোরকে ধরতে প্রেমের ফাঁদ পাতেন বনগাঁ থানার এক মহিলা কনেস্টবল৷ শুরু হয়ে ফোনে প্রেমালাপ৷ টেলিফোনেই একে অপরকে মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেন৷ এরপরই দেখা করার পরিকল্পনা৷
‘প্রেমিকা’বেশী কনস্টেবলের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধেয় বনগাঁ স্টেশনের এক নম্বর প্লাটফর্মে আসেন চোর বাবাজি৷ আগে থেকেই স্টেশন চত্বর ঘিরে রেখেছিলেন পুলিশ কর্মীরা৷ ‘প্রেমিক’ চোর স্টেশনে প্রবেশ করতেই তাঁকে হাতে নাতে পাকড়াও করেন পুলিশ কর্মীরা৷
জেরার মুখে ধৃত আব্দুল মণ্ডল চুরির কথা স্বীকার করেন৷ জেরায় ধৃত পুলিশকে জানায়, চোরাই সোনা বনগাঁর কে. জুয়েলার্সে বিক্রি করেছেন৷ এরপরই চোরাই সোনা কেনার অভিযোগে সংশ্লিষ্ট জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ সুত্রধরকে আটক করে পুলিশ৷ নিজেদের হেফাজতে চেয়ে আজ, বুধবার আব্দুলকে বনগাঁ আদালতে তোলা হয়েছে৷ চোর ধরা পড়ায় আপাতত বন্ধ হয়েছে চুরির ঘটনা৷ স্বাভাবিকভাবেই, চোর ধরার ক্ষেত্রে পুলিশের নয়া কৌশলে খুশি বনগাঁর বাসিন্দারা৷
The post প্রেমের টোপেই চোরের নাগাল পুলিশের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল