Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all 1055 articles
Browse latest View live

মধুচক্রের আসর থেকে উদ্ধার ৩ নাবালিকা

$
0
0

কলকাতা : শহরে ফের মধুচক্রের হদিশ মিলল৷ মঙ্গলবার রাতে বাঁশদ্রোনি এলাকার বিধানপল্লীতে এই চক্রের হদিশ মেলে৷

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়৷ ঘটনাস্থল থেকে তিনজন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া নাবালিকাদের মধ্যে একজন একাদশ শ্রেণীর ছাত্রী৷

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদেরও৷ তাদের মধ্যে আছে ওই ফ্ল্যাটের মালিক এক দম্পতি এবং এক দালাল সহ ৩ জন৷ তাদের নাম পুর্ণ দত্ত, প্রিয়াঙ্কা দত্ত (স্বামী স্ত্রী ও ফ্ল্যাট মালিক) ও একতা শর্মা৷

The post মধুচক্রের আসর থেকে উদ্ধার ৩ নাবালিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


সূঁচ ফুটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণ সৎ বাবার

$
0
0

নয়াদিল্লি: ফের বাবা-মেয়ের সম্পর্ক কালিমালিপ্ত হল দিল্লিতে এক ঘটনা ঘটে যাওয়ার মাধ্যমে৷ তিন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ তার বিরুদ্ধে মামলা করে তারই স্ত্রী৷ তবে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক অভিযুক্ত৷

আরও পড়ুন: অন্তরঙ্গ ছবি ফাঁস করে দিয়েছে প্রেমিক! পরের ঘটনাটি জানলে হাড়হিম হবেই

সূত্রের খবর, দিল্লির নিউ অশোক নগর এলাকার ঘটনা এটি৷ অভিযুক্ত মহিলার দ্বিতীয় স্বামী৷ প্রথম পক্ষের থেকে এক মেয়ে ছিল মহিলার৷ কিছুদিন ধরেই তার তিন বছরের মেয়ে চুপচাপ হয়ে যাওয়া নজর এড়ায়নি মহিলার৷ এর কারণ জানার চেষ্টা করলেও সেই বাচ্চা মেয়েটি কিছু বলেনি৷

আরও পড়ুন: নাবালিকা কন্যাকে দিয়ে সেক্স র‍্যাকেট চালাত এই দম্পতি

এর মাঝেই গত ১৮ সেপ্টেম্বর মহিলার দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে জয়পুর চলে যায়৷ এরপরেই তার মেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে৷ কথা বলতে, হাসতে শুরু করে৷ এরপর মহিলা জানতে পারে তার দ্বিতীয় স্বামী বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে এবং হুমকিও দিয়েছিল, যদি সে এই কথা কাওকে জানালে তার গায়ে সূঁচ ফুটিয়ে দেবে অভিযুক্ত৷ এই ভয়েই মুখ খোলেনি বাচ্চাটি৷

আরও পড়ুন: খোদ শহরে রমরমিয়ে চলছে মধুচক্র, দেহ ব্যবসার কাছে ছাত্রীরা!

আইপিসি ৩৭৬/৬ ধারার পসকো আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে৷ পলুশের পলাতকের সন্ধানে নেমেছে৷ কাউন্সিলিং চলছে নিপীড়িত শিশুটির৷

The post সূঁচ ফুটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণ সৎ বাবার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

দীপাবলির মরশুমে মুর্শিদাবাদ সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র

$
0
0

পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: দীপাবলির মুখে সীমান্তে কোন রকম উত্তেজনা এড়াতে ভগবানগোলা থানার পুলিশের টানা তল্লাশি অভিযানে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন। সেই সঙ্গে পাকড়াও করা হল এক ব্যক্তিকে।

বছর ৩৪-এর ওই ধৃত ব্যক্তির নাম ফিটু শেখ। বৃহস্পতিবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার উত্তর প্রান্ত সাগরদীঘি থানার ইসলামপুর ফেরিঘাট এলাকার বাসিন্দা ফিটু শেখ ভগবানগোলা থানার গোবরা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরা-ঘুরি করছিল। তাতেই পুলিশের সন্দেহ জাগলে ওই যুবককে জিজ্ঞাসা শুরু করে। তার অসংলগ্ন কথা বার্তায় সন্দেহ হয় টহলরত পুলিশ বাহিনীর। সন্দেহ জেঁকে বসতেই শুরু হয় তল্লাশি। আর তাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক অটোমেটিক ৭.৬৫এমএম পিস্তল। পাঁচ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগজিন।

এই ব্যাপারে ভগবানগোলা থানার ওসি উৎপল দাস জানান, ধৃতকে জেরা করা হচ্ছে, কেনই বা সে ওখানে এসেছিল, কি ছিল তার উদ্দশ্যে, ওই অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র, কার্তুজ কার কাছে পৌঁছে দিতে এসেছিল সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে”। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫(১)(এ)/২৭আর্মস এক্টে মামলা রুজু হয়েছে।

The post দীপাবলির মরশুমে মুর্শিদাবাদ সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সেক্স র‍্যাকেট ভাঙতে গিয়ে এই মডেলের সঙ্গে যা হল জানলে হাড়হিম হয়ে যাবে

$
0
0

মুম্বই: ২৮ বছরের এক মডেলকে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হল। গত কয়েকদিন আগে ওই মডেলকে ধর্ষণ করে তিন ব্যক্তি।  অভিযুক্ত তিন ব্যক্তি পুলিশের সদস্য বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগে ঘটনাটি প্রকাশ্যে আসে।  এরপরেই বিষয়টি নড়েচড়ে বসে পুলিশ।  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পড়ুন আরও- দেখুন VDO: ইন্টারনেটে ভাইরাল দুঃসাহসিক সেক্স ভিডিও লিক

ধর্ষিতার বয়ান, ঘটনার দিন পুলিশের দুই সদস্য সুনীল খাপতে ও সুরেশ সূর্যবংশী এবং এক কনস্টেবল তিনজন মিলে গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেন।  তাদের কাছে খবর ছিল ওই হোটেলে সেক্স র‍্যাকেট চলে।  কিন্তু ঘটনাস্থালে গিয়ে কোনও সেক্স র‍্যাকেটের সন্ধান পায়নি পুলিশ। তখনই একটি ঘরে অভিযোগকারিনীকে দেখতে পেয়ে তাঁর কাছ থেকে মোটা টাকা দাবি করে অভিযুক্ত তিন পুলিশ। এর পরেই ওই মহিলাকে জোর করে কাছেই এক নিরিবলি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।  ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

পড়ুন আরও- নিউক্লিয়ার মিসাইল নিয়ে প্রস্তুত উত্তর কোরিয়া, সতর্ক করল CIA

The post সেক্স র‍্যাকেট ভাঙতে গিয়ে এই মডেলের সঙ্গে যা হল জানলে হাড়হিম হয়ে যাবে appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

পর্ন দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত যুবক! এরপর কি হল জানেন?

$
0
0

ওয়াশিংটন:   মানসিক চাপ, টেনশন কিংবা কিছু কিছু ক্ষেত্রে খাওয়াদাওয়ার সঠিক রুটিন না থাকলে যে কোনও মুহূর্তে হার্ট অ্যাটার্ক হতে পারে। ভাগ্য ভালো থাকলে সেই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটে যেতে পারে। যেমনটা ঘটেছে এই হাসপাতাল কর্মীর সঙ্গে। কিন্তু কীভাবে হৃদরোগে তাঁর মৃত্যু হল জানলে মাথা ঘুরে যেতেই পারে। কিংবা চমকেও উঠতে পারেন… যাই হোক মূল ঘটনায় আসা যাক।

নর্থ সেন্ট্রাল ব্রঙ্কস হাসপাতালের একটি ফাঁকা ঘরে একদিন ল্যাপটপে পর্ন দেখতে ব্যস্ত ছিলেন ওই হাসপাতাল কর্মী। কিছুক্ষণের মধ্যেই চরম উত্তেজিত হয়ে ওঠেন। আর কি! নিজেকে আর ধরে রাখতে পারলেন না ওই ব্যক্তি। পর্ণ দেখতে দেখতে সেখানেই শুরু করে দিলেন হস্তমৈথুন। আর এই অবস্থায় উত্তেজনা এমন চরমে উঠে যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষমেশ মৃত্যু হয় ওই হাসপাতাল কর্মীর। পরে এক সহকর্মী এসে তাঁর দেহ উদ্ধার করেন। আর সেই সময়ে ল্যাপটপে পর্ন চলতে দেখেন তিনি।

পুলিশ জানিয়েছে, মৃত ওই কর্মী তখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন। তবে পর্ন দেখতে দেখতে হার্ট অ্যাটাকে মৃত্যু এই প্রথম নয়। ২০০৮ সালে ইংল্যান্ডের ক্রয়ডনে পর্ন দেখতে দেখতে মৃত্যু হয় ২৩ বছর বয়সি এক যুবকের। তবে তার কয়েকদিন আগেই তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

The post পর্ন দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত যুবক! এরপর কি হল জানেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

গ্রাহক সেজে ঢুকে হাইপ্রোফাইল সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ

$
0
0

ফরিদবাদ: মাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা৷ সেন্ট্রাল থানার পুলিশ ফরিদাবাদের একটি আবাসনে হানা দিয়ে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ ঘটনাস্থল থেকে পাঁচ মহিলা সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, শহরে এই ধরণের আরও সেক্স র‍্যাকেট সক্রিয় রয়েছে শহরে।  সেগুলির খোঁজে খুব দ্রুত সেই জায়গাগুলিতে অভিযান চালানো হবে।

জানা গিয়েছে, সেন্ট্রাল থানার পুলিশের কাছে  এই বিষয়ে গোপন সূত্রে খবর আসে।  শহরের একটি আবাসনে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলছে৷ এরপরেই সেন্ট্রাল ওসি একটি দল গঠন করে এক পুলিশকর্মীকে গ্রাহক সাজিয়ে মাসাজ পার্লারে পাঠান৷ সেখানে কথা বলার পরেই ওই পুলিশকর্মী বাকি দলকে ইশারা করেন৷ এরপরেই পুলিশের দল মাসাজ পার্লারে হানা দেয়৷

ঘটনাস্থল থেকে পাঁচ যুবতী ও তিন যুবককে গ্রেফতার করা হয়৷ ধৃত যুবতীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ধৃত যুবতীরা দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ যুবতীদের মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহব্যবসায়ীরা একজন গ্রাহকের কাছ থেকে পাঁচ থেকে ১০ হাজার টাকা আদায় করেন৷ ভিন রাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে দেহব্যবসা করান হত বলে অভিযোগ৷

The post গ্রাহক সেজে ঢুকে হাইপ্রোফাইল সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সোশ্যাল মিডিয়াতে ফাঁস হস্টার ফুটবলারের সেক্স ভিডিও

$
0
0

মেক্সিকো সিটি: মেক্সিকোর জাতীয় দলের ফুটবলার অ্যালান পুলিডো যৌন কেলেঙ্কারিতে জড়ালেন মেক্সিকোর টিভি সঞ্চালিকা ভিভিয়ান কেপেডার সঙ্গে৷ যদিও ভিভিয়ান এর আগেও এক মার্কিনি গায়কের সঙ্গে যৌন কেচ্ছায় জড়িয়েছিলেন৷ ভিভিয়ানের কাছে এটা নতুন কোনও ব্যাপার নয়৷ ছ’মাসের মধ্যেই ফের নতুন কেচ্ছা৷

স্কাইপে ভিডিও চ্যাট দিয়েই তাঁদের যৌন কেচ্ছার সূত্রপাত৷ এরপর একাধিক ভিডিও ফাঁস হয়েছে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের৷ পুলিডো এক জায়গায় শুধুমাত্র অন্তর্বাস পরে স্ট্রিপ ডান্স করে ভিভিয়ানকে উত্তেজিত করে তোলারও চেষ্টা করেন৷ ফুটবলারদের জীবনে কেচ্ছা নতুন কিছু নয়৷ কিন্তু জাতীয় দলের জার্সিতে মাত্র ছ’টি ম্যাচ খেলা ফুটবলারের থেকে এ ধরণের ঘটনা অপ্রত্যাশিত৷

The post সোশ্যাল মিডিয়াতে ফাঁস হস্টার ফুটবলারের সেক্স ভিডিও appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মনুয়া কাণ্ডের ছায়া: স্বামীকে খুনের অভিযোগে শ্রীঘরে স্ত্রী ও তার প্রেমিক

$
0
0

স্টাফ রিপোর্টার, বসিরহাট: ফের মনুয়া কাণ্ডের ছায়া! স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাটি বসিরহাটের বাদুড়িয়ার৷

রবিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার নিজের গাড়ি থেকে সুমন ঘোষের (৩২) মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ সুমনবাবুর স্ত্রী প্রিয়া ও তাঁদের গাড়ির চালক তথা প্রিয়ার প্রেমিক সন্তু ঘোষকে গ্রেফতার করে৷ পুলিশের দাবি, জেরায় সন্তুর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেছেন প্রিয়া৷ ঘটনার তদন্তে পুলিশ বাদুড়িয়ায় গেলে স্থানীয় বাসিন্দারাও জানান, প্রিয়ার সঙ্গে তাঁদের গাড়ির চালকের অবৈধ সর্ম্পক দীর্ঘদিনের৷

বাসিন্দারা জানান, এই নিয়ে সুমনের সঙ্গে প্রিয়ার অশান্তিও হত৷ সম্প্রতি সন্তুকে চাকরি থেকে সরিয়ে দেন সুমন৷ তারপরই মৃত্যুর ঘটনা৷ তবে যেভাবে গাড়ির মধ্যে খুন করে সকলের নজর ঘোরানোর চেষ্টা হয়েছে, তাতে খুনের ঘটনায় পেশাদারিত্বের ছাপ দেখছেন তদন্তকারীরা৷ স্বাভাবিকভাবেই, সুমন খুনের কাণ্ডের পিছনে তৃতীয় কোনও ব্যক্তিকে কাজে লাগানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

The post মনুয়া কাণ্ডের ছায়া: স্বামীকে খুনের অভিযোগে শ্রীঘরে স্ত্রী ও তার প্রেমিক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করল স্বামী

$
0
0

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: পর পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করলেন স্বামী৷ পরে সেই ধারালো অস্ত্র হাতেই আদালতে আত্মসমপর্ণ করে ঘাতক স্বামী৷

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। পুলিশ ঘাতক সন্তোষ দাসকে গ্রেফতার করেছে৷ মৃত মধু দাসের (৩১) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

জলপাইগুড়ি কোতয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, এদিন সকালে অভিযুক্ত নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে৷ আমরা খুনের ঘটনাটি তদন্ত করে দেখছি।

পুলিশ সূত্রের খবর, জলপাইগুড়ি শান্তিপাড়ার বাসিন্দা মধু দাসের সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয় সন্তোষের। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। জেরায় পুলিশের কাছে সন্তোষের দাবি, পর পুরুষের সঙ্গে মধুর সম্পর্ক ছিল৷ মাঝে মধ্যে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতেন৷ আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতেন৷ সোমবার সকালেও ফের অশান্তি শুরু হয়৷ তখনই মাথা গরম হয়ে যাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মধুর৷

The post অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করল স্বামী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ইনিই কি তাহলে বিশ্বের সবথেকে সেক্সিয়েস্ট মহিলা?

$
0
0

লস অ্যাঞ্জেলস:   কিম কার্দেশিয়ান, জেনিফার লরেন্সদের পিছনে ফেলে বিশ্বে সেক্সিয়েস্ট মহিলার খেতাব জিতলেন মিচেল কিগ্যান৷  ‘এফএইচএম’ প্ত্রিকার আয়োজনে এক সমীক্ষায় এই শিরোপা পেলেন অভিনেত্রী৷

সারা বিশ্বের অভিনেত্রী-মডেলদের মধ্যেই  এই সমীক্ষা করা হয়েছিল৷ তবে বলা বাহুল্য, হলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই পাঠকের ভোট পেয়েছেন৷ সেই বিচারেই সেরা হয়েছেল মিচেল৷

গতবছর সেরা হয়েছিলেন জেনিফার লরেন্স৷ এবার তিনি পেয়েছেন তৃতীয় স্থান৷ দ্বিতীয় স্থানে আছেন কার্দেশিয়ানের শোয়ের বিখ্যাত স্টার কেন্ডল জেনর৷ এছাড়াও তালিকায় আছেন গায়িকা অ্যারাইনা গ্র্যান্ডে, সুপারমডেল কেট আপটন প্রমুখ৷

 

‘করোনেশন স্ট্রিট’ সিরিয়ালে মিচেল টিনার চরিত্রেঅভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান৷ পরে একই নামের ছবিতেওঅভিনয় করেন তিনি৷ ২০০৭ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও হলিউডের বড় বড় নামের সঙ্গেই তাঁর নামটিও উচ্চারিত হয়৷

তবে অভিনয়ের জন্য যেমন তিনি পরিচিত, তেমনই জনপ্রিয় তাঁর ‘সেক্সি’ লুকের জন্য৷ বহুবারই বিভিন্ন প্রতিযোগিতায় সেক্সিয়েস্ট হিসেবে খেতাব জিতেছেন তিনি৷ মোট ৯ বার পেয়েছেন এই জাতীয় পুরস্কার৷ শরীরি উদ্ভাসে উগ্র না হলেও, সৌন্দর্যে ও আবেদনেই এবারও বাজিমাত করলেন মিচেলই৷

The post ইনিই কি তাহলে বিশ্বের সবথেকে সেক্সিয়েস্ট মহিলা? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

কীভাবে ৪২ বছরের মহিলা ১৫ বছরের স্কুল ছাত্রের সন্তানের মা?

$
0
0

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বুলমর হেমটন শহরে এক অদ্ভূত ঘটনা সামনে এসেছে৷ এক ৪২ বছরের মহিলা ১৫ বছরের এক স্কুল ছাত্রের সন্তানের মা হলেন৷ হেলেন কার্টরাইট নামের এই মহিলা পুলিশের কাছে স্বীকার করেন যে বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি নিজের থেকে প্রায় ২৭ বছরের ছোট একটি নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন৷ তিনি এও স্বীকার করেন যে তিনি আগে থেকেই জানতেন ছেলেটি নাবালক৷

খবর অনুযায়ী মহিলার সঙ্গে নাবালকের প্রথম দিকে ফ্লার্টিয়ের সম্পর্ক ছিল৷ কিন্তু এরপর তারা একে অপরের কাছে আসে৷ ওই মহিলা গত বছর নিজের বাড়িতে ওই নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে৷ কিছু মাস বাদে আগে থেকেই দুই সন্তানের জননী এই মহিলা গর্ভবতী হন ও নাবালকের সন্তানের জন্ম দেন৷ এখন বাচ্চাটির বসয় পাঁচ মাস৷ ছেলেটির ১৬ বছর বয়স হলে তাদের মধ্যে দূরত্ব কতমে শুরু করে৷ এই সম্পর্কের কারণেই কার্টরাইট নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন৷

এই মামলায় আদালত কার্টরাইকে দুইবছরের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ কিন্তু সন্তানের জন্ম দেওয়ার কারণে কোর্ট তাকে জেল থেকে মুক্তি দেয়৷ মহিলাকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে ১০ বছরের জন্য সেক্স অফেন্ডিংয়ের তালিকায় ফেলেছেন৷ এছাড়াও পুলিশকে নির্দেশকে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর কয়েকবছর নিয়মিত নজর রাখার জন্য যাতে সে এই ধরনের কাজে ফের লিপ্ত হতে না পারে৷ মামলা পুলিসের কাছে পৌঁছানোর পর মহিলা নাবালকের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিলেন৷ কিন্তু ফের তারা দুজনে তাদের সন্তানকে নিয়ে একসঙ্গেই রয়েছেন৷

 

 

The post কীভাবে ৪২ বছরের মহিলা ১৫ বছরের স্কুল ছাত্রের সন্তানের মা? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ মদ্যপের, ভিডিও হল ভাইরাল!

$
0
0

বিশাখাপত্তনম: প্রকাশ্যে রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করল এক মদ্যপ ব্যক্তি৷ আর এই ঘটনাকে কেউ ভিডিও রেকর্ড করে, আর তাই পৌঁছে যায় পুলিশের হাতে৷ পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্তকে৷

আরো পড়ুন: সোশ্যাল মিডিয়াতে ফাঁস হস্টার ফুটবলারের সেক্স ভিডিও

সূত্রের খবর, গঞ্জি শিবা (২০) নামের এক তরুণ মদ্যপ অবস্থায় ছিল৷ ফুটপাতে বসা মানসিক ভারসাম্যহীন এক অসুস্থ মহিলার ওপর তার নজর যায়, আর তাকেই সে টার্গেট করে৷ এই সময় এক অটোচালক সমগ্র ঘটনা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে নেয়৷ যেখানে নাকি স্পষ্ট দেখা গিয়েছে ওই মহিলাকে মদ্যপ তরুণ ধর্ষণ করেছে৷ কিন্তু ঘটনার ভিডিও রেকর্ডিং হলেও, চারপাশে লোকজন যাতায়াত করলেও, মহিলাকে বাঁচানোর চেষ্টা করতে কেউ এগিয়ে না আসায় ফের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷

আরও পড়ুন: পর্ন দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত যুবক! এরপর কি হল জানেন?

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বদায়ুঁতে দেড় বছরের একটি মেয়েকে ধর্ষণ করে এক ব্যক্তি৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি৷ আইপিসি ৩৭৬ ধারার পকসো আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ৷

The post মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ মদ্যপের, ভিডিও হল ভাইরাল! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

হোটেল থেকে প্রকাশ্য রাস্তা! দেখুন কীভাবে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা

$
0
0

লখনউ: উত্তর প্রদেশে মরমিয়ে চলছে দেহ ব্যবসা৷ রাস্তার ধারে হোক কিংবা রেস্তোরার কেবিনে অবলীলায় চলছে দেহ ব্যবসা৷ উত্তর প্রদেশের কানপুর শহর বর্তমানে খবরের শিরোনামে৷ কানপুরের নবাবগঞ্জ এলাকার দুটি রেস্তোরায় হানা দিয়ে শুক্রবার দুপুরে চার প্রমিযুগল কে আপত্তিজনক অবস্থায় গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা৷ এছাড়াও ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফির বই, কন্ডোম ও আপত্তিজনক জিনিষ উদ্ধার করা হয়৷

পুলিশ সূত্রে খবর দুপুরে এই দুই রেস্তোরায় পুলিশ আধিকারিকেরা একসঙ্গে হানা দিলে যুবক-যুবতীরা পালাতে শুরু করে৷ একটি রেস্তোরা থেকে তিন যুবক ও তিন যুবতীকে অশ্লীল অবস্থায় উদ্ধার করা হয়৷ অন্য রেস্তোরা থেকে দুই যুবক যুবতীকেও অশ্লীল অবস্থায় পাওয়া যায়৷ এদের সঙ্গে একটি রেস্তোরার মালিককেও গ্রেফতার করা হয়৷ এছাড়াও রেস্তোরার এক কর্মচারীকেও গ্রেফতার করা হয়৷ ধৃতদের নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়৷

অন্যদিকে উত্তরপ্রদেশের রামপুরে একটি হোটেলের সামনে দাড়িয়ে থাকা স্করপিও গাড়ি থেকে চার যুবক ও দুই যুবতীকে অশ্লীল অবস্থায় গ্রেফতার করে সিভিল লাইন্স পুলিশ৷ দুই যুবতী গোয়ালিয়রের বাসিন্দা৷ যদিও যুবকদের মধ্যে তিন জন নয়ডা ও একজন বারাবঙ্কি এলাকার বাসিন্দা৷ খবর পেয়েই পুলিশ হোটেল চত্বরে হানা দেয়৷ পুলিশ এদের আপত্তিজনক অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাদা রঙের স্করপিও গাড়িও থানায় নিয়ে আসা হয়৷ স্করপিওর মালিকের কাছে গাড়ির কাগজ না থাকায় গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ও যুবক যুবতীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে চালান করে দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকেরা নয়ডা বা দিল্লিতে কাজ করেন৷ তারা চার দিনের জন্য দুই যুবতীকে নিয়ে নৈনিতাল গিয়েছিল৷ দুই যুবতীর বাড়িতেও খবর দিয়েছে পুলিশ৷

The post হোটেল থেকে প্রকাশ্য রাস্তা! দেখুন কীভাবে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

বিদেশী মহিলাদের কল গার্ল হিসাবে ব্যবহার করে চলছে সেক্স-র‍্যাকেট

$
0
0

সাইবার সিটিতে আবার বড়সড় সেক্স র‍্যাকেট ভাঙল পুলিশ৷ হাই প্রোফাইল এই মধুচক্রের আসর থেকে পুলিশ পাঁচ যুবক এবং এক বিদেশি-সহ পাঁচ কলগার্লকে গ্রেফতার করেছে৷

পুলিশ জানাচ্ছে, সেক্স র‍্যাকেটটি সমগ্র দিল্লি-এনসিআর জুড়ে ছড়িয়ে রয়েছে৷ সাইবার সিটি গুরগাঁও থেকে গ্রেফতার হওয়া যুবকরা পুলিশের জেরায় জানিয়েছে, তারা দিল্লি-এনসিআরের বেশ কিছু নামকরা হোটেলে কলগার্ল সরবরাহ করে থাকে৷ সাইবার সিটিতে এই মাসেই আরও একটি সেক্স র‍্যাকেটের সন্ধান পেয়েছিল পুলিশ৷ সব মিলিয়ে এই বছর এখনও পর্যন্ত পাঁচটি বড়সড় মধুচক্রের আসর ভাঙল পুলিশ৷

গুরগাঁওয়ের পুলিশ কর্তা বিবেক শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন সুত্রে খবর পাওয়া নিউ গুরগাঁওয়ে এই হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট চলছে৷ প্রাপ্ত সুত্রে ধরে পুলিশকর্মী নকল গ্রাহক সেজে ওই মধুচক্রে ঢুকে পড়ে৷ সংকেত পেতেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সোহানা রোডে জাল পেতে চক্রের সদস্যদের গ্রেফতার করে৷এই পুলিশি হানার মোট দশজন যুবক-যুবতী গ্রেফতার হয়েছে৷ তারমধ্যে একজন যুবতী উজবেকিস্তানের বাসিন্দা৷ সে বেআইনিভাবে ভারতে বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে৷

The post বিদেশী মহিলাদের কল গার্ল হিসাবে ব্যবহার করে চলছে সেক্স-র‍্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

স্পা পার্লারের আড়ালে বড়সড় দেহব্যবসার চক্র ফাঁস

$
0
0

জয়পুর:   বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস করল জয়পুর পুলিশ। ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ১০জন থাই যুবতী সহ ১৮জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে দেহ ব্যবসা চালানোর অভিযোগ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন আরও- সাবমেরিন পাঠিয়ে বিতর্কিত সাগরে যুদ্ধের প্রস্তুতি চিনা নেভির

পুলিশ সূত্রে খবর, কিছুদিন যাবত ওই এলাকার দুটি স্পা পার্লারের আড়ালে দেহ ব্যবস্যা চালানো হচ্ছে বলে অভিযোগ পায় পুলিশ।  অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে দুটি স্পা পার্লারেই হানা দেয় পুলিশ।  দুটি জায়গা থেকে মোট ১০জন থাই যুবতি সহ মোট ১৮জনকে গ্রেফতার করে পুলিশ।  থাই ওই যুবতীদের দিয়ে জোড় করে দেহ ব্যবসার কাজে নামানো হয়েছে বলে অভিযোগ।  ধৃত থাই যুবতীদের ভিসা, পাসপোর্ট উদ্ধার হয়েছে।  বিষয়টি নিয়ে সরকারের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

পড়ুন আরও- শারীরিক মিলনের পর মহিলারা এই তিনটি জিনিস করতে ভুলবেন না

The post স্পা পার্লারের আড়ালে বড়সড় দেহব্যবসার চক্র ফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


আপত্তিকর অবস্থায় মধুচক্রের আসর থেকে চারজনকে ধরল পুলিশ

$
0
0

পাটনা: বড়সড় সেক্স র‍্যাকেটের সন্ধান মিলন৷ পুলিশ এই মধুচক্রের সন্ধান পেয়েছে৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানায় তিন কলগার্ল সহ আপত্তিজনক অবস্থায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগমকুয়া থানার কাছে গান্ধীনগর এলাকায় হানা দিয়ে পুলিশ মধুচক্রটির সন্ধান পায়৷ পুলিশ এই ঘটনায় চক্রের মূল পাণ্ডা অঞ্জনিকুমার সহ তিনজন কলগার্লকে গ্রেফতার করেছে৷  এই চারজনকে এক্কেবারে আপত্তিজনক অবস্থায আটক করে৷ ধৃত অঞ্জনিকুমারের বাড়ি হাজিপুর এলাকায়৷

পুলিশ আরও জানাচ্ছে, ধৃত তিন কলগার্ল এক একটি আসরের জন্য ৫০০ থেকে ৮০০ টাকা পেত৷ তবে, চক্রের পাণ্ডা গ্রাহকদের কাছ থেকে আদায় করত দু’ থেকে তিন হাজার টাকা৷ শহরে বাইরে মেয়েদের যেতে হলে, তারা পেত সাতশো থেকে দেড় হাজার টাকা৷ এই ক্ষেত্রে চক্রের পাণ্ডা অনেক বেশি টাকা আদায় করত গ্রাহকদের কাছ থেকে৷

The post আপত্তিকর অবস্থায় মধুচক্রের আসর থেকে চারজনকে ধরল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

“আমাকে মিথ্যে বলতে বাধ্য করছে পুলিশ”, অভিযোগ নির্যাতিতার

$
0
0

ভুবনেশ্বর : পুলিশ তাঁকে মিথ্যে বলতে বাধ্য করছে বলে অভিযোগ জানালেন নির্যাতিতা৷ কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সের ৪ সশস্ত্র জওয়ান তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ওডিশার কুন্দলির কাছে একটি জঙ্গলে ১০ অক্টোবর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানিয়েছেন ওই নির্যাতিতা৷

এই নিয়ে একটি ভিডিও বানিয়েছেন তিনি৷ সেখানে বলেছেন, এক রাতে কয়েকজন পুলিশকর্মী তাঁর বাড়ি এসেছিল৷ তাঁকে হুমকি দেওয়া হয় সে যেন জওয়ানদের দ্বারা ধর্ষণের কথা অস্বীকার করে৷ উলটে বলে, তাঁকে ধর্ষণ করেছে তাঁর ভাই ও কাকারা৷ “ওরা আমাকে দিয়ে বলাতে চেয়েছিল আমার ভাইরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে৷ কিন্তু আমি ওদের দাবী মানতে অস্বীকার করি৷ তারপরেও আমার ইচ্ছার বিরুদ্ধে ওরা প্রশ্ন করে যাচ্ছিল৷” অভিযোগ নির্যাতিতার৷

কোরাপুট মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে ওই নির্যাতিতার৷ সেখানেই ভিডিওটি রেকর্ড করেছেন তিনি৷ ভিডিওয় তিনি আরও বলেছেন, “পুলিশরা সাদা পোশাকে এসেছিল৷ আমার ভাইয়ের সামনে আমার সঙ্গে কথা বলে তারা৷ ওকে এর আগেই সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ৷ ওইদিন রাতে যখন ওরা আমার বাড়ি এসেছিল, আমি অবাক হয়েছিলাম৷ ডিআইজি ম্যাম (এস সাইনি) ছিলেন ওদের মধ্যে একজন৷”

নির্যাতিতা যে গ্রামে থাকেন, তার অধিকাংশ মানুষ অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত৷ ধর্ষণের ঘটনার পর থেকে তারা ওই নির্যাতিতাকেই দোষ দিচ্ছে বলে অভিযোগ৷

The post “আমাকে মিথ্যে বলতে বাধ্য করছে পুলিশ”, অভিযোগ নির্যাতিতার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

প্রায় ৭ কোটি টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ

$
0
0

মুম্বই : ইন্দোনেশিয়ান সিগারেট গুডাঙ্গ গরমের ৬৯.২৬টি স্টিক উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেবেনিউ ইন্টেলিজেন্স (DRI)৷ শুক্রবার মুম্বইয়ের বিওয়ান্দি এলাকার একটি গোডাউন থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়৷

এই নিয়ে DRI-এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে বাজেয়াপ্ত করা সিগারেটগুলির মূল্য ৬.৯২ কোটি টাকা৷ প্যাকেটগুলির উপর ইংলিশ ও আরবিক ভাষায় সতর্ক বার্তা লেখা ছিল৷ এর থেকে বোঝা যায় সেগুলি মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে ছাড়ার জন্য তৈরি৷

রিপোর্ট অনুসারে, এই সিগারেট পাচারচক্রের মাস্টারমাইন্ডকে এখনও ধরা যায়নি৷ সে পলাতক৷ তার সন্ধান চলছে৷ গোডাউনের কেয়ারটেকার স্বীকার করেছে, ওই সিগারেটগুলি ভারতে পাচার করা হয়েছে৷

লবঙ্গ গুঁড়ো ও লবঙ্গ তেলের সঙ্গে তামাক মিশিয়ে তৈরি হয় ইন্দোনেশিয়ান এই সিগারেটগুলি৷ ফলে সিগারেটের মধ্যে লবঙ্গের গন্ধ থাকে৷ ভারতের বাজারে এই সিগারেটের চাহিদা বেশ বেশি৷

The post প্রায় ৭ কোটি টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান

$
0
0

নয়াদিল্লি : রাম রহিমের পর আবার গ্রেফতার করা হল এক স্বঘোষিত ভগবানকে৷ ধর্ষণের অভিযোগে তাকে দিল্লির সাবজি মান্ডি এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে৷

স্বঘোষিত সেই ভগবানের নাম মোহন সর্দার দাস৷ বয়স সত্তরোর্ধ্ব৷ ২ অক্টোবর আদালতের জারি করা নির্দেশের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়৷ ৩ বছর আগে হওয়ার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন, মোহন সর্দার তাঁর উপর অকথ্য অত্যাচার চালাতেন৷ শারীরিক নির্যাতনের পাশাপাশি তাঁকে ধর্ষণ করতেন বলেও অভিযোগ তোলেন তিনি৷ পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) যতীন নরওয়াল জানিয়েছেন একথা৷

সাবজি মান্ডি এলাকায় একটি আশ্রম চালান অভিযুক্ত মোহন সর্দার দাস৷ সেখানে নিজের পরিবারের সঙ্গে যেতেন নির্যাতিতা৷ ২০১৪ সালের নভেম্বর মাসে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানান তিনি৷ এও বলেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল ধর্ষণের কথা পুলিশের কাছে প্রকাশ করলে ফল ভালো হবে না৷ কিন্তু হুমকির পরোয়া না করে থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷ সেটি আদালতের কাছে যায়৷ আদালত পুলিশকে অভিযোগ দায়ের করে তার উপর মামলা চালানোর নির্দেশ দেয়৷

The post ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি

$
0
0

কার্তিক সাহা, বনগাঁ: বাংলাদেশ সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি। বিশেষ পুলিশের অভিযানে ধরা পরে এই দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এই দুষ্কৃতিদের ধরতে বিশেষ অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেই অভিযানেই জালে ধরা পড়ে দুই কুখ্যাত দুষ্কৃতি।

শনিবার রাতের দিকে বনগাঁ থানার কালোপুর এলাকায় এলাকায় একটি গোপন ডেরায় মদের আসরে ডাকাতির ছক কষছিল ওই দুই দূষ্কৃতী। খবর পাওয়া মাত্রই অভিযানে নামে পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম অসীম ভট্টাচার্য ও বাপি অধিকারী। এদের মধ্যে একজনের বাড়ি বনগাঁ থানার চাঁপাবেড়িয়া এলাকায় এবং অপরজনের বাড়ি শক্তিগড় এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং খুন সহ নানাবিধ অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তাদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

The post বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

Viewing all 1055 articles
Browse latest View live