Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all 1055 articles
Browse latest View live

চিকিত্সকের কাছে না নিয়ে যাওয়ায় মৃত্যু গণধর্ষিতার

$
0
0

অমৃতসর : পঞ্জাবের ফাজিলকা গ্রামে এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর৷ পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিতার পরিবার এই নিয়ে কোনও অভিযোগ জানাননি৷ তাকে হাসপাতালেও নিয়ে যায়নি পরিবার৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান ওই মহিলা৷

আরও পড়ুন : ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান

ওই নাবালিকা ক্লাস ইলেভেনের ছাত্রী৷ স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ তারপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ একটি ঝোপ থেকে তাকে উদ্ধার করে পরিবার৷ কিন্তু তারা মেয়েটিকে চিকিত্সকের কাছে নিয়ে যায়নি৷ জালালাবদের ডিএসপি অমরজিত্ সিং জানিয়েছেন, পরিবারের তরফে তাদের কিছু জানানো হয়নি৷ গ্রামের এক ব্যক্তি তাদের খবরটি জানান৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা৷ কিন্তু ততক্ষণে মেয়েটি মারা গিয়েছে৷ এলাকাটি খুব পিছিয়ে পড়া৷ ফলে মেয়েটির পরিবার তাকে চিকিত্সকের কাছে নিয়ে যায়নি৷

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতার মা মেয়ের এক ক্লাসমেটকে অভিযুক্ত করেছেন৷ কিন্তু সেও নাবালক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি৷ তার বয়সও জানানো হয়নি৷ এছাড়া আরও ২ জনকে শনাক্ত করা হবে বলে মনে করা হচ্ছে৷ তারও ওই মেয়েটির সহপাঠি৷

গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়েটির দেহ ময়নাতদন্ত করা হচ্ছে৷

The post চিকিত্সকের কাছে না নিয়ে যাওয়ায় মৃত্যু গণধর্ষিতার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


জানুন কীভাবে whatsapp এর মধ্যেই রমরমিয়ে চলছে দেহ বেচার কারবার

$
0
0

সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার বন্ধ করায় কড়া পদক্ষেপ নেওয়ার পর এবার হোয়াটস অ্যাপে মধুচক্রের ব্যবসার নয়া ফর্মুলা! এই অ্যাপের মাধ্যমেই দেহব্যবসা চলছে রমরমিয়ে। এর সাহায্যে মধ্যস্থতাকারীরা সরাসরি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে যৌনকর্মীদের দরদাম ঠিক করে ফেলছে৷ এরপর গ্রাহকের পছন্দের জায়গায় কর্মীদের পাঠিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের থেকে৷ সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে গুরগাও পুলিশের হাতে।

গুড়গাঁও পুলিশের সূত্র অনুযায়ী এলাকায় বড়সড় সেক্স র‍্যাকেটের খোঁজ পেয়েছে।  তদন্তকারীরা জানতে পেরেছেন, দালালরা হোয়াটস অ্যাপের মাধ্যমেই গ্রাহক খোঁজ৷ যৌনকর্মীদের দরদামের সঙ্গে স্থান ও সময় ঠিক করার পর একটি কোডের মাধ্যমে মেয়েদের পাঠানো হয়৷ প্রতি গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা করে নিত৷ বিপদের ভয়ে মেয়েদের সঙ্গে সবসময় দুজন করে সঙ্গী থাকত যারা গাড়িতে বসে নজর রাখত৷ হোয়াটস অ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করে গ্রাহকদের আকর্ষণ করে এই র‍্যাকেটটি।  এখানেই শেষ নয় কোন গ্রাহক জবাব দিলে কোডের মাধ্যমে ব্যবসা পাকা করে দিন ঠিক করা হত৷

পুলিশ সূত্রে খবর, প্রশাসনের নজর থেকে বাঁচতে বেশ কিছু কোডওয়ার্ডের মাধ্যমে এই বেআইনি র‍্যাকেট চালানো হচ্ছে৷ বর্তমানে এই বিষয়ে পুলিশের কাছে তেমন কোন তথ্যই নেই৷ তবে পুলিশ জানিয়েছে, এই কোডআয়ার্ডের মধ্যে অন ডিমান্ড সার্ভিস, বডি মাসাজ সেন্টার, বডি মাসাজ সেন্টার অ্যাট হোম ইত্যাদি নামের বেশ কিছু গ্রুপ হোয়াটস অ্যাপে রয়েছে৷ সেখানে গিয়ে খুব সহজেই মেয়েদের ডিল করা যেতে পারে৷ এই গ্রুপের মাধ্যমে ভারতীয় ছাড়াও বিদেশী মেয়েদেরও দাম ও ফটো পাঠানো হয়৷ইতিমধ্যে বড়সড় এই র‍্যাকেটকে ধরতে ইতিমধ্যে কাজে নেমেছে সাইবার থানার পুলিশ।

The post জানুন কীভাবে whatsapp এর মধ্যেই রমরমিয়ে চলছে দেহ বেচার কারবার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

বসিরহাটে ফ্রেন্ডশিপের আড়ালে বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস

$
0
0

বসিরহাট:  মনের মত সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দেওয়ার গরমাগরম বিজ্ঞাপন দিয়েছিল একটি সেক্স র‍্যাকেট সংস্থা। বিজ্ঞাপনের সুকৌশলি লাইনের আড়ালে উষ্ণ সম্পর্কে জড়ানোর হাতছানি। লোভে পড়ে বিজ্ঞাপনের ফাঁদে পা’ও দিয়েছিলেন বেশ কয়েকজন উঠতি বয়সের যুবক-যুবতী।  ‘বোল্ড রিলেশন’, ‘হাউসওয়াইফ’দের বন্ধুত্ব পাওয়ার লোভে অনেকেই ওই সংস্থায় ১০-২০ হাজার টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। সংস্থার দাবি ছিল, তারা আউটডোরে ঘুরতে যাওয়ার জন্য আধুনিকা মহিলা ও পুরুষদের যোগান দিতে সক্ষম।

একটি বাংলা দৈনিকে বয়স ও চাহিদা অনুযায়ী পুরুষদের জন্য মহিলা এবং মহিলাদের জন্য পুরুষ খুঁজে দেওয়ার বিজ্ঞাপন দিয়েছিল সংস্থাটি। সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে প্রায় শতাধিক যুবক-যুবতী৷ এরপর তারা সংস্থায় এসে যোগাযোগ করলে জানান হয় একটি রেজিস্ট্রেশন করতে হবে তাদের৷খরচ পড়বে হাজার দশেক টাকা। পরে ধাপে ধাপে দিতে হত আরও টাকা।

কিন্তু ওই সংস্থার আধিকারিকদের টাকা দিয়েও প্রতিশ্রুতি মত সঙ্গী বা সঙ্গিনী মিলল না। তখন টনক নড়ে বিশ্বনাথ মাইতি নামে এক প্রতারিত যুবকের। বৃহস্পতিবার হাসনাবাদ থানায় অভিযোগ করেন বিশ্বনাথবাবু। এরপরই সক্রিয় হয় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সেই প্রতারণা চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তিন ব্যক্তি শ্যামসুন্দর মণ্ডল, দেবজ্যোতি অধিকারী ও অশোক কর্মকার হাসনাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

The post বসিরহাটে ফ্রেন্ডশিপের আড়ালে বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

গাইঘাটায় পুত্রবধূকে আগুনে পূরিয়ে মারার চেষ্টা শাশুড়ির

$
0
0

কার্তিক সাহা, গাইঘাটা: মনের মতো হয়নি ছেলের বউ। সেই কারণে পুত্রবধূর গায়ে আগুন লাগিয়ে খুন করার চেষ্টা চালাল শাশুড়ি।

ঠিক যে সিনেমার গল্প। আরও ভালোভাবে বললে সিনেমার গল্পকেও হার মানাবে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার ময়না এলাকার এই ঘটনা।

আক্রান্ত মহিলার নাম রিতা মণ্ডল। বিয়ের পর থেকে শাশুড়ির সঙ্গে অশান্তি লেগেছিল তাঁর। সবকিছু মানিয়ে নিয়েই এক ছেলেমেয়ে এবং স্বামীকে নিয়ে সামলাচ্ছিলেন সংসার। তবুও মন গলেনি শাশুড়ির। প্রতিবেশীদের অভিযোগ, মাঝে মাঝেই রিতা দেবীকে মারধর করতো তাঁর শাশুড়ি। ‘ছেলের উপযুক্ত বৌমা হয়নি তাই তাড়িয়ে বা মেরে ফেলে নতুন বৌমা আনবে বাড়িতে’, এই কথা প্রায়ই শোনা যেত তাঁর শাশুড়ির মুখে।

পরিস্থিতি চরমে ওঠে সোমবার। ওই দিন দুপুরে রান্না করার সময় রিতা দেবীর কাপরে পিছন থেকে আগুন লাগিয়ে দেয় তাঁর শাশুড়ি। স্ত্রীর চিৎকার শুনে স্বামী তাঁকে বাঁচানোর চেষ্টা করলে দুজনেই আগুনে পুড়ে যায়। আক্রান্ত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে। দু’জনেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রিতা দেবীর পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ।

The post গাইঘাটায় পুত্রবধূকে আগুনে পূরিয়ে মারার চেষ্টা শাশুড়ির appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

সেলুনের আড়ালে মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: এলাকায় রয়েছে সাধারণের বসবাস। বেশ ভদ্র পরিবেশ। সেই এলাকাতেই রয়েছে ঝাঁ চকচকে সেলুন। সেই সেলুনের আড়ালেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। যার পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ।

মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পাটুলি থানা এলাকার ওই সেলুন থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ১০ জন যৌন কর্মী। অপর তিনজন হল অসিত দাস, সুদীপ ঘোষ এবং সানুয়াজ খান।

আরও পড়ুন- আপত্তিকর অবস্থায় মধুচক্রের আসর থেকে চারজনকে ধরল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সী অসিত দাস সেলুনের মালিক। অপর দুই ধৃত ব্যক্তি সুদীপ ঘোষ(২৯) এবং সানুয়াজ খান(২৩) ওই মধুচক্রের খদ্দের। সেলুনের কর্মী হিসেবেই নিয়োগ করা হয়েছিল মহিলা যৌনকর্মীদের। ইদানিংকালে সেলুনে মহিলা কর্মী রাখার চল বেড়েছে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে মধুচক্রের কারবারিরা। মহিলা যৌন কর্মীদের দেখে আপাতভাবে মনে হতো তারা সেলুনের স্বাভাবিক কর্মী। আসলে যে ওই মহিলারা যৌনকর্মী তা বাইরে থেকে বোঝা যেত না।

আরও পড়ুন- মধুচক্রের আসর থেকে হাতেহাতে ধরা পড়েন মধ্যমণি এই সাত অভিনেত্রী

সু-উপায়ে খদ্দের ডেকে নিয়ে সেলুনের ভিতরেই বসতো মধুচক্রের আসর। সেলুনের পর্দার আড়ালে লেনদেনের ক্ষেত্রেও কোনও প্রকার সমস্যা হতো না। কিন্তু তাল কাটল পুলিশের সক্রিয়তায়। ফাঁস হয়ে গেল মধুচক্রের কারবার। সেই সঙ্গে ধড়া পড়ল মধুচক্রের মাথা সহ ১০ জন মহিলা। যারা সকলেই যৌনকর্মী। শুধু তাই নয়, চক্রে মধুর স্বাদ নিতে আসা দুই খদ্দেরকেও গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

বিউটি পার্লার, ম্যাসাজ পার্লার বা সেলুনের আড়ালে মধুচক্রের কারবার শহরে নতুন কিছু নয়। এর আগে বহুবার পুলিশের জালে ধরা পড়েছে এই চক্র। দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আহ্বান জানানো হয় খদ্দেরদের। এই নিয়ে পুলিসের কাছে অভিযোগও জমা পড়েছে একাধিকবার। অনেকে গ্রেফতারও হয়েছে। তবুও যে টনক নড়েনি তা প্রমাণ করল পাটুলির এই ঘটনা।

আরও পড়ুন- মধুচক্রের পর্দা ফাঁস: তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেফতার ১৬ যুবতী

ফ্রেন্ডশিপ ক্লাবের মাধ্যমেও আবার যৌনতার আসরে আহ্বান জানাতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে খুব সুন্দর উপায় অবলম্বন করে মধুচক্রের কারবারিরা। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। সেই অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয় খদ্দেরদের। টাকা জমা করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। কিন্তু পুলিশের অনুমান, এক্ষেত্রে অনেকেই প্রতারিত হয়ে লজ্জায় পুলিশের কাছে অভিযোগ জানায় না। সেই কারণে এই চক্রগুলি বেশ মাথাচাড়া দিয়েছে। কোনও অভিযোগ না জমা পড়লে পুলিশ সবসময় ব্যবস্থাও নিতে পারে না। যেটাকে হাতিয়ার করেই কারবার চালাচ্ছে অসাধু ব্যক্তিরা।

The post সেলুনের আড়ালে মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

জাল নোট চক্রে ধৃত ১

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা : জাল নোট রাখার অভিযোগে গ্রেফতার করা হল একজনকে৷ বেনিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন : বিবাহ বিচ্ছেদের টাকা না মেটানোয় অপহরণ

ধৃতের নাম ওয়াসিম আক্রম ওরফে অসীম আক্রম৷ বয়স ২২ বছর৷ মালদা জেলার বাইশ নবনগর থানার কুম্ভীরা পাড়ার বাসিন্দা সে৷
বেনিয়াপুকুর এলাকার একটি জুতোর দোকান থেকে তাকে বুধবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয়৷ তার কাছ থেকে ৪ লাখ টাকা পাওয়া গিয়েছে৷ পরীক্ষা করে দেখা গিয়েছে ওয়াসিমের কাছ থেকে পাওয়া পুরো টাকাটাই জাল৷ এর মধ্যে প্রতিটি ২ হাজার টাকার নোট৷ খবর, ওই দোকানে সে জুতো কিনতে গিয়েছিল৷ সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে৷

এই নিয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তাকে আদালতে পেশ করা হবে৷

The post জাল নোট চক্রে ধৃত ১ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

১৮ মাসের কন্যাসন্তানকে ধর্ষণ প্রতিবেশীর

$
0
0

নয়াদিল্লি: প্রতিবেশীর ১৮ মাসের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার আমন বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে রাকেশ নামের ত্রিশোর্দ্ধ ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকারও করে৷

পুলিশি সূত্রের জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ শিশুটি যখন খেলছিল তখন অন্য দুই শিশুর সামনে ধর্ষণ করে তাকে৷ এর এক ঘন্টা পরে শিশুটির মা যখন তাকে রক্তাক্ত অবস্থায় পায়, তখন তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে, চিকিৎসকেরা নির্যাতিতা শিশুর মা কে ঘটনা সম্পর্কে অবগত করে৷ ডেপুটি কমিশনার অব পুলিশ, এম এন তিওয়ারি এক সংবাদ সংস্থাকে জানান, মেডিক্যাল রিপোর্ট এবং শিশুটির পরিবারের বয়ানের ভিত্তিতে পকসো আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷

উল্লেখ্য, গত মাসেই প্রকাশ্যে রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করে এক মদ্যপ ব্যক্তি৷ আর এই ঘটনাকে কেউ ভিডিও রেকর্ড করে, আর তাই পৌঁছে যায় পুলিশের হাতে৷ পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্তকে৷

সূত্রের খবর, গঞ্জি শিবা (২০) নামের এক তরুণ মদ্যপ অবস্থায় ছিল৷ ফুটপাতে বসা মানসিক ভারসাম্যহীন এক অসুস্থ মহিলার ওপর তার নজর যায়, আর তাকেই সে টার্গেট করে৷ এই সময় এক অটোচালক সমগ্র ঘটনা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে নেয়৷ যেখানে নাকি স্পষ্ট দেখা যায় ওই মহিলাকে মদ্যপ তরুণ ধর্ষণ করেছে৷ কিন্তু ঘটনার ভিডিও রেকর্ডিং হলেও, চারপাশে লোকজন যাতায়াত করলেও, মহিলাকে বাঁচানোর চেষ্টা করতে কেউ এগিয়ে না আসায় ফের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বদায়ুঁতে দেড় বছরের একটি মেয়েকে ধর্ষণ করে এক ব্যক্তি৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি৷ আইপিসি ৩৭৬ ধারার পকসো আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ৷

The post ১৮ মাসের কন্যাসন্তানকে ধর্ষণ প্রতিবেশীর appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেই যোধপুর পার্কে ডাকাতির ছক জঙ্গিদের

$
0
0

সুজয় পাল, কলকাতা: যোধপুর পার্ক সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে এবার নতুন তথ্য৷ প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেই তারা কলকাতায় ডাকাতির পরিকল্পনা করে ‘দলছুট’ জঙ্গিরা৷ ধৃত মনিপুরি জঙ্গিদের একজন জেরায় জানিয়েছে এমন তথ্য৷ আগেই জানা গিয়েছে, এই ডাকাতির ঘটনায় মনিপুরের জঙ্গি সংগঠন কেসিপি (কাংলেইপাক কমিউনিস্ট পার্টি)-র তিন জঙ্গি জড়িত৷

কেসিপি, উত্তর পূর্বভারতের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন৷ স্বশাসিত অঞ্চল তৈরির দাবিতে সশস্ত্র পথে তারা আন্দোলন চালাচ্ছে৷ ১৯৮০ সাল থেকে মণিপুরে এই সংগঠন সক্রিয়৷ মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় তাদের কিছু ঘাঁটি আছে৷

জেরায় উঠে এসেছে, ধৃত তিন জঙ্গির একজনের প্রেমিকা কলকাতার বেসরকারি হাসপাতালের নার্স৷ ওই তরুণী মনিপুরের বাসিন্দা৷ তার সঙ্গে করতে এসেই ডাকাতির পরিকল্পনা করেছিল কেসিপি জঙ্গিরা৷

জেরায় জঙ্গিরা জানায়, কেসিপি সংগঠনের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল৷ এরপরেই তারা টাকা রোজগারের জন্য ডাকাতিতে নেমে পড়ে৷ কখনও গুয়াহাটি তো কখনও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় তারা অপারেশন চালায়৷ জঙ্গি সংগঠনে জড়িত থাকার কারণে আগ্নেয়াস্ত্রের অভাব হয়নি৷
উত্তরপূর্ব ভারতে কয়েকটি ডাকাতিতে ‘সাফল্য’ আসতেই ‘দলছুট’ কেসিপি জঙ্গিরা কলকাতার যোধপুর পার্কের সোনার দোকানে ডাকাতির ছক তৈরি করেছিল৷ ডাকাতির পর নিশ্চিন্তেই কলকাতা ছাড়ে তিন মনিপুরি যুবক৷

পড়ুন:কলকাতার ডাকাতিতে মণিপুরি জঙ্গি-মাও গন্ধ খুঁজছে পুলিশ

যোধপুর পার্কে ডাকাতির ঘটনায় সাফল্য আসতেই শিলিগুড়িতে ডাকাতির পরিকল্পনা করে এই তিন জঙ্গি৷৷ তবে সেখানে ধরা পড়ে স্থানীয় বাসিন্দাদের গণপ্রহারে গুরুতর জখম হয়েছিল ওই তিনি জঙ্গি৷ শিলিগুড়িতেই পুলিশি জেরায় কলকাতায় ডাকাতির কথা জানিয়েছিল তারা৷ সেই সূত্র ধরেই যোধপুর পার্কে সোনার দোকানে ডাকাতির লিংক পায় পুলিশ৷ সরেজমিনে শিলিগুড়ি গিয়ে জঙ্গি-ডাকাতদের জেরা করে কলকাতা পুলিশ৷ উঠে আসে আরও তথ্য৷

তদন্তের স্বার্থে ধৃত তিন জঙ্গিকে হেফাজতে নিতে আলিপুর আদালতে আবেদন করেছিল কলকাতা পুলিশ৷ সেই আবেদনের ভিত্তিতে আদালত কেসিপি জঙ্গি লিশম সিং সহ বাকি দুজনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়৷ এই ডাকাতির মামলায় অন্যতম অভিযুক্ত লিশম ইবুমগতম্বা সিংয়ের বাড়ি পূর্ব ইম্ফলে৷

যোধপুর পার্কে ডাকাতির পর প্রশ্ন উঠেছে, কেউ কি তবে মণিপুরি জঙ্গি সংগঠন কেসিপি-কে সাহায্য করছে কলকাতায় ? মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কি কলকাতায় ঘাঁটি তৈরি করেছে?

 

 

The post প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেই যোধপুর পার্কে ডাকাতির ছক জঙ্গিদের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


গুরুর আদেশে স্বামীর শয্যাসঙ্গিনী হবেন না স্ত্রী! এরপর কি হল জানেন?

$
0
0

মুম্বই: গুরুর আদেশ৷ তাই স্বামীর শয্যাসঙ্গিনী হবেন না তিনি৷ অনেক পীড়াপিড়িতেও স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক করতে রাজি না হওয়ায়, অবশেষে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা করলেন বছর ৩০-এর এক ব্যক্তি৷ সোমবার তাঁদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে বান্দ্রা আদালত৷

শুনানির সময় ওই তরুণী জানান, বিকৃত যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার দাবি জানাত তাঁর স্বামী৷ সে কারণেই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি তিনি৷ জানা গিয়েছে, ২০১১ সালে বিয়ে হয় ওই দম্পতির৷ ওই ব্যক্তি তাঁর পিটিশনে জানান, বিয়ের রাতে স্ত্রীর আচরণে মুগ্ধ হয়েছিলেন তিনি৷ কারণ কন্ডোমের প্যাকেট নিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী৷কিন্তু চার মাস পর সেই স্ত্রীর আচরণেই হতবাক হয়ে যান৷ গুরুর পরামর্শ মেনে ঘনিষ্ঠ হতে আপত্তি জানান তাঁর স্ত্রী৷ এমকী আগামী পাঁচ বছর তিনি কোনও সন্তান চান না বলেও স্বামীকে সাফ জানিয়ে দেন৷ ওই তরুণীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি স্বামীর ইমেল হ্যাক করে তাঁর বন্ধুদের কাছে আপত্তিকর বার্তা পাঠাতেন৷শ্বশুরবাড়ির লোকদনের সঙ্গেও নিত্য ঝগড়া অশান্তি করতেন তিনি৷

এদিন রায়দানের সময় বিচারপতি এসএ মোরে জানান, ‘‘স্বামীর সঙ্গে সঙ্গমে লিপ্ত না হওয়ার কোনও জোরাল দাবি জানাতে পারেননি স্ত্রী৷ তাঁর আচরণ মানসিক নির্যাতন করার সামিল৷’’

The post গুরুর আদেশে স্বামীর শয্যাসঙ্গিনী হবেন না স্ত্রী! এরপর কি হল জানেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস: শেষমেশ এই বাঙালি তরুণীর সঙ্গে কি হল জানেন?

$
0
0

নয়াদিল্লি:  ১৮ বছরের এক যুবতীকে গত তিনবছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে।  নিগৃহীতা এই রাজ্যের মেয়ে।  বসন্ত নগরের এক কলোনিতে থাকার সময় নিগৃহীতার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিযুক্ত বিপ্লবের।  তাদের বিয়ের কথাও ঠিক হয় বলে পুলিশকে জানিয়েছেন নিগৃহীতা।  অভিযুক্ত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে।  ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

পড়ুন আরও- পরমাণু ঘাঁটি ধ্বংস করতে উত্তর কোরিয়ার ঢুকবে মার্কিন সেনা?

পুলিশের কাছে ধর্ষিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর বয়ফ্রেন্ড গত তিন বছর ধরে লাগাতার ধর্ষণ করেছেন।  নিগৃহীতা গত তিন বছরে ন’বার গর্ভপাত করাতেও বাধ্য হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই যুবতী।  পুলিশ জানিয়েছে, পস্কো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন আরও- ‘মহিলাদের নামে অ্যালকোহলের নাম রাখলে লাফিয়ে বাড়বে বিক্রি’

The post বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস: শেষমেশ এই বাঙালি তরুণীর সঙ্গে কি হল জানেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে রাশিয়ান মহিলাকে ধর্ষণ সরকারি আধিকারিকের

$
0
0

বৃন্দাবন : এক রাশিয়ান মহিলাকে ক্রমাগত ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে৷ তিনি বৃন্দাবনের একটি জাতীয় ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার৷ রবিবার উত্তর প্রদেশ পুলিশ তাকে বৃন্দাবন থেকে গ্রেফতার করে৷

এবছর সেপ্টেম্বরে ভারতে এসেছিলেন ওই রাশিয়ান মহিলা৷ ২০১৬ সালে তিনি অভিযুক্তের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন৷ ডেপুটি পুলিশ সুপার বিজয় শঙ্কর মিশ্র জানিয়েছেন, বৃন্দাবনের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার তিনি৷ রবিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই রাশিয়ান মহিলা৷ তিনি এও অভিযোগ করেন, ওই ম্যানেজার তাকে শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি৷ তাকে ক্রমাগত হুমকিও দিচ্ছিল৷ ২০১৬ সালে ফেসবুকে তাদের কথা শুরু হয়৷ তারপর থেকে প্রায়ই দুজনের মধ্যে কথাবার্তা হত৷ এবছর সেপ্টেম্বরে ভারতে আসেন ওই মহিলা৷ ২২ সেপ্টেম্বর অভিযুক্ত তাঁকে নিজের বাড়ি নিয়ে যায়৷ সেখানেই ওই মহিলাকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ সম্প্রতি নির্যাতিতার সঙ্গে আর এক রাশিয়ানের দেখা হয়৷ তিনিই ওই মহিলাকে পুলিশের কাছে যেতে বলেন৷

বিদেশিদের শ্লীলতাহানি করা এই নিয়ে উত্তর প্রদেশএ প্রথমবার নয়৷ এর আগে এক জার্মানিকে সোনভদ্রা জেলার রবার্টসগঞ্জের কাছে শ্লীলতাহানি করা হয়৷ গত মাসে এক সুইস দম্পতির সঙ্গেও একই ঘটনা ঘটে৷ তাদের উপর নিষ্ঠুরভাবে হামলা চালানো হয়৷ ঘচনাটি ঘটে ফতেহপুর সিক্রির কাছে৷

The post ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে রাশিয়ান মহিলাকে ধর্ষণ সরকারি আধিকারিকের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

জানেন ছাত্রীকে কেন নগ্ন হয়ে আসতে বললেন এই অধ্যাপক?

$
0
0

এলাহাবাদ:  আইটির অ্যাসোসিয়েট প্রফেসর সিবিএস শিবা প্রসাদ এমটেকের দ্বিতীয় বর্ষের ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলেন৷ উত্তর প্রদেশের এলাহাবাদে এমনই নিন্দনীয় ঘটনা ঘটেছে৷ এই অধ্যাপক বহুদিন ধরেই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরন করেছেন৷ তিনি ছাত্রীকে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দিতেন।  এমন কি তার নগ্ন ছবি আঁকার কথা বলতেন৷ এই শিক্ষক বেশ কয়েকবার ওই ছাত্রীকে নগ্ন হয়ে তার সামনে আসতে বলতেন যাতে তিনি ছাত্রীর নগ্ন ছবি আঁকতে পারেন৷

ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছন৷ ছাত্রী জানিয়েছেন, শিব প্রসাদ ছাত্রীকে তার ঘরে নিজের পাশে বসিয়ে বারবার তার পিঠ ও হাত ছোঁয়ার চেষ্টা করত৷ মেয়েটি অসম্মতি জানালে শিব প্রসাদ ছাত্রীকে তার জীবন খারাপ করে দেওয়ার হুমকিও দেয়৷ শিব প্রসাদ গত ২৯ মে দিল্লি যাওয়ার আগে ছাত্রীকে বলে যায় পরীক্ষায় পাশ করতে হলে সে যেন তার ‘মাইন্ড প্রিপেয়ার’ করে রাখে৷

অ্যাসোসিয়েট প্রফেসর শিবা প্রসাদের এই ব্যবহার ওই ছাত্রী সারা বছর ধরে সহ্য করতে থাকে৷ তার অভিযোগ, প্রফেসর তাকে পাশে বসিয়ে বারবার পিঠে হাত দিত৷ ইচ্ছে করে পেন, কাগজ মাটিতে ফেলে তাকে তুলতে বলত, যখন সে নিচু হয়ে সেগুলি তুলত তখন প্রসেফর খারাপ নজরে তাকে দেখত৷ ছাত্রী তার অভিযোগে জানিয়েছে, শিব প্রসাদ শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাত৷ পরীক্ষায় ভাল নম্বর দেওয়া ছাড়াও বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া, দামী উপহার দেওয়ার কথাও বলত৷ ছাত্রী অস্বীকার করলে প্রফেসর হুমকি দিয়ে বলে প্রজেক্ট করার নামে সে তাকে দিল্লিতেও নিয়ে যেতে পারে৷ বাঁচার জন্য ছাত্রী নিজের প্রজেক্ট শেষ করলে প্রফেসর তাকে আবার একটি প্রজেক্ট দিয়ে দেয়৷ প্রফেসর তাকে বলে, সে তাকে ততদিন কোথাও যেতে দেবে না যতদিন না সে তার ইচ্ছেপূরণ করে৷ ২৯ মে প্রফেসররের হুমকির পর ৩০ মে ছাত্রী কলেজের নির্দেশককে চিঠি লিখে এই ঘটনার কথা জানায় ও নিজের সুপারভাইজার বলদ করার অনুরোধ জানায়৷ ছাত্রীর অভিযোগ শিব প্রসাদ এর আগেও অনেক ছাত্রীকে বিরক্ত করেছে৷

হরিয়ানার স্কুলের খুদে ছাত্র খুনের ঘটনায় নয়া মোড়

$
0
0

নয়াদিল্লি: রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের খুদে ছাত্র প্রদ্যুমান ঠাকুরের মৃত্যুতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যেই দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রদ্যুমানকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই স্কুলেরই একাদশ শ্রেণীর এক ছাত্র। এমনই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে হরিয়ানার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে খুন হয় সাত বছরের খুদে পড়ুয়া প্রদ্যুমানকে। স্কুলের শৌচালয় থেকে উদ্ধার করা হয় প্রদ্যুমান ঠাকুরের রক্তাক্ত দেহ। ওই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল সমগ্র দেশ। ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেফতার করা হয় স্কুলের সিইও রায়ান পিন্টো সহ ম্যানেজিং ডিরেক্টর গ্রেস পিন্টোকে।

স্কুল পরিচালন কমিটির কর্তাদের গ্রেফতার করলেও আহামরি এগোয়নি তদন্ত। সঠিক পথের দিশা পাচ্ছিল না তদন্তকারীরা। ফের ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করে সিবিআই। যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয় একাদশ শ্রেণীর ছাত্রকে। সিবিআই সূত্রের উল্লেখ করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে লেখা হয়েছে যে স্কুলের কোনও পড়ুয়ার মৃত্যু হলে বন্ধ থাকবে স্কুল। এই তত্ত্ব থেকেই একাদশ শ্রেণীর এক ছাত্র নৃশংসভাবে খুন করে প্রদ্যুমান ঠাকুরকে।

মঙ্গলবার সকালের দিকে অভিযুক্ত ছাত্রকে আটক করে পুলিশ। দিনভর জেরার পর রাত ১১টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রের বাবা। তিনি বলেছেন, “আমার ছেলেকে সিবিআই গ্রেফতার করেছে। আমার ছেলে কোনও অপরাধ করেনি। প্রদ্যুমানের মৃত্যুর খবর প্রথম স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আমার ছেলেই দিয়েছিল।”

The post হরিয়ানার স্কুলের খুদে ছাত্র খুনের ঘটনায় নয়া মোড় appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

কনডোম পরে এই ব্যক্তি জানেন এয়ারপোর্টে কি পাচার করছিলেন?

$
0
0

চেন্নাই: ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাতেনাতে ধরল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ তবে ওই ব্যক্তির হেরোইন নিয়ে যাবার কৌশল দেখেই হতবাক উপস্থিত সকলে৷

কি ঘটেছিল?

সূত্রের খবর, বুধবার এক ব্যক্তি কলম্বো যাওয়ার জন্য চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসে৷ বিমানবন্দরে চেকিং-এর সময়ে ওই ব্যক্তির গোপনাঙ্গের কাছে সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পান৷ চেক করার সময়ে দেখা যায় ওই ব্যক্তি যে কনডোমটি পরেছিল, তার মধ্যেই সে রেখেছিল ১০০গ্রাম হেরোইন৷ একটি রাবার ব্যান্ডের সাহায্যে সে এটি আটকে রাখে৷

চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে স্টোরকিপারের কাজ করে সেই ব্যক্তি৷ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

সম্প্রতি, সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, মদ পাচার করতে গিয়ে এক ব্যক্তি তার সারা দেহে মদের পাউচ আটকে রাখে৷ যা তার পোশাকের নিচে ঢাকা পড়ে যায়৷ কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে যায় সে৷

The post কনডোম পরে এই ব্যক্তি জানেন এয়ারপোর্টে কি পাচার করছিলেন? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের ৩টি সম্পত্তি

$
0
0

মুম্বই : নিলামে উঠল কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের তিনটি সম্পত্তি৷ মুম্বইয়ের চার্চগেট এলাকায় ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারে ওই নিলাম ডাকা হয়েছে৷ ১২ জনেরও বেশি আবেদনকারী এই সম্পত্তি কেনার দৌড়ে নাম লিখিয়েছেন বলে সূত্রের খবর৷

দাউদ ইব্রাহিমের নিলামে ওঠা সম্পত্তির যে তালিকা পাওয়া গেছে, তার আছে- রোনক আফরোজ রেস্তোঁরা, দামারওয়ালা বিল্ডিং ও শবনম গেস্ট হাউস। শবনম গেস্ট হাউস ভেন্ডি বাজারের ইয়াকুব স্ট্রিটের ওপর একটি দোতলা বাড়ি। স্থানীয় সূত্রে খবর, দাউদের প্রথম স্ত্রী মেহজাবিনের নামে এই সম্পত্তি কেনা হয়। নিলামে এর দর শুরু হতে পারে ১ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা।

প্রসঙ্গত, ২০১৫ সালে একবার রোনক আফরোজ রেস্তোঁরার নিলাম হয়৷ তখন দাম উঠেছিল ৪.২৮ কোটি টাকা৷ নিলাম জেতেন প্রাক্তন সাংবাদিক এস বালাকৃষ্ণন৷ কিন্তু তিনি ওই অর্থ যোগাড় করে উঠতে পারেননি৷ তবে পরে তিনি দাবি করেন, নিলাম থেকে সরে দাঁড়াতে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। এবার এই সম্পত্তির নূন্যতম দর ধার্য করা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৬৩ হাজার টাকা।

অন্যদিকে, দামারওয়ালা বহুতলটিতে আশির দশকের শেষে দাউদ ও তার পরিবার বসবাস করত। তার ঘনিষ্ঠ সহযোগী কাসকার জেল থেকে ছাড়া পেয়ে এখানেই থাকত৷ এর দর শুরু হতে পারে ১ কোটি ৫৫ লক্ষ ৭৬ হাজার টাকা থেকে৷

কিছুদিন আগে কেন্দ্র সিদ্ধান্ত নেয়, ভারতে দাউদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে। এ জন্য সংবাদপত্রে নোটিশও দেওয়া হয়।

The post নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের ৩টি সম্পত্তি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


স্টিং অপারেশনে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস, ধৃত একাধিক রাজনেতা

$
0
0

লখনউ: গোপন স্টিং অপারেশন চালিয়ে গভীর রাতে হাইপ্রোফাইল সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ গোমতীনগর এলাকায় এলাহাবাদ উন্নয়ন কর্তৃপক্ষের ভিসির আবাসনে চলতে থাকা সেক্স র‍্যাকেটে তিন কলগার্ল ও এক বিএসপি নেতাসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এছাড়াও দুটি বিলাসবহুল গাড়ি, এক ডজন মোবাইল, অশ্লীল বই ও অন্যান্য আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ৷

পুলিশ জানিয়েছেন, গোমতীনগরের বিশালখন্ড এলাকার সূর্য প্যালেসে হাইপ্রফাইল সেক্স র‍্যাকেট চলার খবর পেয়ে এক যুবককে গ্রাহক সাজিয়ে পাঠিয়েছিল পুলিশ৷ মোবাইলের মাধ্যমে স্টিং অপারেশন চালানোর পর এসএসপি দিনেশ যাদবের নেতৃত্বে একটি দল ওই আবাসনে তল্লাশি চালায়৷ সেখান থেকে তিন দেহব্যবসায়ী-সহ এক বিএসপি নেতা এমপি সিং, আইআরএমটি কলেজের এক অধিকর্তা অনুরাগ সিং ও গাড়ি চালক ভূপেন্দ্র সিংকে আপত্তিজনক অবস্থায় আটক করা হয়৷

গ্রেফতারির প্রতিবাদ করে বিএসপি নেতা এমপি সিং এক পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতিও করেন৷ পুলিশ এই ঘটনায় দুই দালালকেও গ্রেফতার করে৷ ধৃত বিএসপি নেতা স্বীকার করেছে যে, গত সপ্তাহে সে সেক্স র‍্যাকেট ধরা পড়েছিল তার সঞ্চালিকার সঙ্গে তার সম্পর্ক ছিল৷ সে এলাহাবাদ উন্নয়ন কর্তৃপক্ষের ভিসি আজয় কুমার সিংয়ের বিলাসবহুল আবাসন এক লক্ষ টাকায় ভাড়া করেছিল৷ এই আবাসনের প্রতিটি ঘরে গ্রাহকদের জন্য পাঁচ তারা হোটেলের মত ব্যবস্থা করে হয়েছিল৷

এমপি সিং জানায় সেক্স র‍্যাকেটের সঞ্চালিকা অনলাইনে একটি ওয়েবসাইট বানিয়েছিল৷ এতে দেহ ব্যবসায়ীদের বুকিং করা হত৷ পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে গ্রাহকদের জন্য কলগার্লের ব্যবস্থা করা হত৷ এমনকি কলগার্লদের বুকিং অনুযায়ী বাইরেও পাঠান হত৷ পুলিশ সূত্রে খবর সেক্স র‍্যাকেটে ধৃত যুবতীরা জম্মু-কাশ্মীর ও দিল্লির বাসিন্দা৷

The post স্টিং অপারেশনে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস, ধৃত একাধিক রাজনেতা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

পুলিশি অভিযানে গ্রেফতার তিন বাইক পাচারকারী

$
0
0

মালদহ: শহরে বড় বাইক পাচার চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে।

একটি অ্যাপাচি আরটিআর মোটর বাইক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। সীমান্ত লাগোয়া জেলা মালদহ জাল নোট সহ নানাবিধ পাচার কাজের জন্য বেশ প্রসিদ্ধ। বছর খানেক ধরে সেই তালিকায় ঠাঁই করে নিয়েছিল বাইক পাচার। যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন।

জেলার সদর শহর ইংরেজ বাজার থানা এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র। বাইক চুরি করে সেগুলি সীমান্ত পেরিয়ে পাচার বা পার্টস খুলে বিক্রি করে দেওয়ার মতো নানাবিধ ঘটনার খবর আসছিল পুলিশের কাছে। অপরাধ দমনে আসরে নামে ইংরেজ বাজার থানার পুলিশ। সন্দেহ ভাজনদের তালিকা তৈরি করে চালানো হয় নজরদারি। পাচারকারীদের গতিবিধির উপরেও নজর রাখতে শুরু করে পুলিশ।

গোপন সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযানে নামে ইংরেজ বাজার থানার পুলিশ। সাব ইনস্পেক্টর সত্য ভট্টাচার্যের নেতৃত্বে মলদহ শহরের রথবাড়ি মড়ে হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয় বাইক পাচারের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে। উদ্ধার করা হয় একটি অ্যাপাচি আরটিআর মোটর বাইক। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ধৃত তিন জনেই কিশোর। কেউই ১৮-র গণ্ডি পার করেনি। ধৃতেরা হলে হাসিব শেখ, মোজাফার হক এবং রাজু শেখ। এদের মধ্যে প্রথম এবং তৃতীয় জনের বয়স ১৭, অপরজনের বয়স ১৬। সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা। ধৃতরা দীর্ঘদিন ধরে চোরাই বাইকের কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া বাইক

বুধবার অভিযুক্ত তিনজনকে আদালতে তলা হয়। সকলকেই নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে ধৃত তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের জেরা করে আরও মোটর বাইক পাচারকারী এবং দুষ্কৃতিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

The post পুলিশি অভিযানে গ্রেফতার তিন বাইক পাচারকারী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

শহরে ফের হাই প্রোফাইল সেক্স-ব়্যাকেটের পর্দা ফাঁস

$
0
0

মুম্বই: চাঞ্চল্যকর! ফের হাই প্রোফাইল সেক্স-ব়্যাকেটের পর্দা ফাঁস৷ কুরলার কামগর নগর থেকে মঙ্গলবার ৩ কিশোরীকে উদ্ধার করে মুম্বইয়ের নেহরু নগর পুলিশ৷ এই মধুচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ মহিলাকে৷

বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামের কিশোরীদের অর্থ-চাকরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে মুম্বইয়ের মতো বড় বড় শহরে এনে দেহব্যবসার কাজে লাগানো হয়৷ আবার অনেকেই অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য এই কাজে নামে৷

আরও পড়ুন: দক্ষিণেশ্বর মন্দিরের ঢিল ছোঁড়া দুরত্বে রমরমিয়ে চলছে মধুচচক্র

মধুচক্রে হাই প্রোফাইল ব্যক্তিদের আনাগোনাো কিছু কম নয়৷ মুম্বইয়ের এই মধুচক্রের আসরেই নাকি ভিড় জমাতো হাই-প্রোফাইল ব্যক্তিরা৷ চলত অবৈধ কাজকর্ম৷

ডিসিপি সাহাজি জানিয়েছেন, মঙ্গল মূর্তি বাংলোতে এই ২ মহিলা মধুচক্র চালাতো৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে, ৩৭০ধারা, আইপিসি ৩৪ এবং পেটা আইনে ওই মহিলাদের গ্রেফতার করে৷ এফআইআর-ও দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে৷

The post শহরে ফের হাই প্রোফাইল সেক্স-ব়্যাকেটের পর্দা ফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

‘মাঝরাতে ট্যাক্সির মধ্যে আমাকে একা পেয়ে ছিঁড়ে খেল আমাকে’

$
0
0

নয়াদিল্লি: নির্ভয়াকান্ডের ছায়া থেকে যেন বেরিয়ে আসতে পারছে না রাজধানী৷ ফের গণধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা ঘটে গেল দিল্লিতে৷ এক মহিলাকে এক ট্যাক্সি ড্রাইভার এবং তাঁর পরিচিত এক ব্যক্তি ধর্ষণ করে তাঁর সমস্ত কিছু কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে৷ হজ খাস পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে৷

সূত্রের খবর, গত ১৪ নভেম্বর রোহিনি-তে যাওয়ার জন্য আনসাল প্লাজার কাছে মধ্যরাতে একটি ট্যাক্সিতে ওঠেন ওই মহিলা৷ ওই ট্যাক্সিতেই অন্য এক ব্যক্তিকেও পরে তোলে সেই গাড়ির চালক৷ আর তার পর থেকেই দুজনে সেই মহিলার সঙ্গে অভব্য আচরণ শুরু করে৷ মহিলাকে জোর করে গ্রেটার নয়ডাতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে গাড়ির চালক এবং অপর ব্যক্তি৷

নির্যাতিতার থেকে সোনার গয়না, মোবাইল ফোন এবং ১২,০০০টাকা নগদও ছিনিয়ে নেয় তারা৷ তারপর মহিলাকে গ্রেটার নয়ডাতে ফেলে পালিয়ে যায় তারা৷

নির্যাতিতা হজ খাসে অভিযোগ জানায়৷ সমগ্র ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে৷

The post ‘মাঝরাতে ট্যাক্সির মধ্যে আমাকে একা পেয়ে ছিঁড়ে খেল আমাকে’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

রাজ্যের সরকারি রিসর্টে রমরমিয়ে চলছিল সেক্স র‍্যাকেট! এরপর…

$
0
0

ছত্তিশগড়: রাজ্য সরকারের রিসোর্টে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ঘটনা৷ গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড় পর্যটন রোডের রিসর্টে তল্লাশি চালায়৷ ঘটনাস্থল থেকে নাবালিকা-সহ কয়েকজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, অভানপুর রোডে অবস্থিত পন্ডওয়ানি রিসর্টে তল্লাশি চালালে সেখানে আলাদা আলাদা ঘরে চারজন ছেলেমেয়েকে অশ্লীল অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ এদের মধ্যে একজন নাবালিকা ছিল৷ তারা পুলিশকে দেখেই জানলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে৷ এছাড়াও পুলিশ আরও তিনজনকে হেফাজতে নিয়েছে৷ এদের মধ্যে একজম মহিলাও রয়েছে৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিসর্টে ভিজিটার ডায়েরিতে কারা আসছে কারা যাচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য লেখা হত না৷ পুলিশের আশঙ্কা রিসর্ট প্রধানের অঙ্গুলি হেলনের মাধ্যমেই এই ধরণের বেআইনী কাজ এখানে চলত৷ পুলিশ জানিয়েছে, রিসর্টের ম্যানেজার প্রথমে জানিয়েছিল যে সেখানে সেমিনার চলছে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করলেই সত্যতা প্রকাশ্যে আসে৷

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ছত্তিশগড় পর্যটন বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, রিসর্টের ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে৷ উল্লেখ্য, রাজ্য সরকারের বেশ কিছু রিসর্ট বেসরকারি ঠিকেদারের মাধ্যমে চালান হয় বা সেগুলি বন্ধ পড়ে থাকে৷ এর আগেও বস্তর জেলার জগদলপুর এলাকার একটি রিসর্টেও এই ধরণের ঘটনা ঘটে৷

The post রাজ্যের সরকারি রিসর্টে রমরমিয়ে চলছিল সেক্স র‍্যাকেট! এরপর… appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল

Viewing all 1055 articles
Browse latest View live